♦ ইটস্ অফিশিয়াল। বিয়ে করতে চলেছেন অভিনেতা প্রতীক বব্বর এবং সান্যা সাগর। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন স্বয়ং প্রতীক। ছবি-ইনস্টাগ্রাম ৷
2/ 8
♦ গত বছরের জানুয়ারিতে লখনউয়ে সান্যার ফার্ম হাউজে আংটি বদল করেন এই হবু দম্পতি। সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন প্রতীক। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে নাকি ঠিক করা হয়েছে বিয়ের দিন। ছবি-ইনস্টাগ্রাম ৷
3/ 8
♦ ২০১৭-র প্রথম দিক থেকে ডেট করতে শুরু করেন প্রতীক এবং সান্যা। আর সেই বছরের ডিসেম্বরে প্রতীকের কাছে বিয়ের খবর জানতে চাওয়া হলে প্রতীক ইঙ্গিত দিয়েছিলেন, দু-এক বছরের আগে বিয়ে করবেন না তাঁরা। বরং কোর্টশিপ পর্ব এনজয় করতে চান। ছবি-ইনস্টাগ্রাম ৷
4/ 8
♦ তবে, এ বার জানা গেল রাজ বব্বর ও প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের ছেলে প্রতীকের বিয়ের তারিখ ৷ জানা গিয়েছে, দু’দিন ধরে চলবে তাঁদের বিয়ের অনুষ্ঠান ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
5/ 8
♦ আগামী ২২ ও ২৩ জানুয়ারি লখনউয়ের একটি ফার্ম হাউজে চার হাত এক হতে চলেছে প্রতীক ও সান্যা’র ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
6/ 8
♦ সান্যা হলেন বহুজন সমাজ পার্টির নেতা পবন সাগরের মেয়ে ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
7/ 8
♦ ২৯ বছর বয়সী NIFT থেকে ফ্যাশন কমিউনিকেশন নিয়ে স্নাতক হয়েছেন সান্যা ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷
8/ 8
♦ এরপর ফিল্মমেকিং নিয়ে পড়াশোনা করেন লন্ডন ফিল্ম অ্যাকেডেমিতে ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷