Olympics এ সোনা জয়ী অ্যাথলিট অস্ট্রেলিয়ার তোরাহ জেন ব্রাইট একটি ছবি নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রবল চর্চা৷ তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল৷ এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই শুরু হয় চর্চা৷ তবে ট্রোলকারীদের এমন জবাব দিলেন যে তাঁদের মুখে কার্যত সেলোটেপ৷ (PC: Torah Bright Instagram)