বিয়ের আগে মুখোমুখি লড়াই প্রিয়াঙ্কা ও নিকের পরিবারের মধ্যে

Last Updated:
1/6
•• স্বপ্নের বিয়ে ৷ আর তা ঠিকঠাক করে সম্পূর্ণ করতে কোনওরকম কসুর করছেন না মধু চোপড়া ৷ এক মেয়ে বলে কথা ৷ তাও আবার বলিউড তো  বটেই হলিউডের সাড়া জাগানো অভিনেত্রী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
•• স্বপ্নের বিয়ে ৷ আর তা ঠিকঠাক করে সম্পূর্ণ করতে কোনওরকম কসুর করছেন না মধু চোপড়া ৷ এক মেয়ে বলে কথা ৷ তাও আবার বলিউড তো বটেই হলিউডের সাড়া জাগানো অভিনেত্রী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
•• তার উপর হবু জামাইয়েরও তো বিশ্বজোড়া খ্যাতি ৷ হবু জামাই মেয়ের থেকে দশ বছরেরে ছোট ৷ তাতে কী! এটা কোনও ব্যাপারই নয় ৷ মেয়ে আর তাঁর হবু বর একে অপরকে বড্ড ভালোবাসে এটাই তো আসল কথা ৷ ইনস্টাগ্রাম ৷
•• তার উপর হবু জামাইয়েরও তো বিশ্বজোড়া খ্যাতি ৷ হবু জামাই মেয়ের থেকে দশ বছরেরে ছোট ৷ তাতে কী! এটা কোনও ব্যাপারই নয় ৷ মেয়ে আর তাঁর হবু বর একে অপরকে বড্ড ভালোবাসে এটাই তো আসল কথা ৷ ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
•• গত কয়েক মাস ধরে প্রস্তুতিটা জোরকদমে চলছে ৷ শেষ পর্যন্ত সেই দিনটা চলেই এল ৷ আজই ক্রিস্টান রীতি মেনে বিয়ে করতে চলেছেনে নিক ও প্রিয়াঙ্কা ৷ ইনস্টাগ্রাম ৷
•• গত কয়েক মাস ধরে প্রস্তুতিটা জোরকদমে চলছে ৷ শেষ পর্যন্ত সেই দিনটা চলেই এল ৷ আজই ক্রিস্টান রীতি মেনে বিয়ে করতে চলেছেনে নিক ও প্রিয়াঙ্কা ৷ ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
•• শোনা যাচ্ছে, এদিন বিয়ের আগে একটি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছে ৷ যেখানে অংশ নেবেন নিক ও প্রিয়াঙ্কা ৷ ইনস্টাগ্রাম ৷
•• শোনা যাচ্ছে, এদিন বিয়ের আগে একটি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছে ৷ যেখানে অংশ নেবেন নিক ও প্রিয়াঙ্কা ৷ ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
•• এছাড়া সেই ক্রিকেট ম্যাচে অংশ নেবেন জোনাস পরিবার এবং চোপড়া পরিবারের সদস্যরা। ইনস্টাগ্রাম ৷
•• এছাড়া সেই ক্রিকেট ম্যাচে অংশ নেবেন জোনাস পরিবার এবং চোপড়া পরিবারের সদস্যরা। ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
••'পি' এবং 'এন' এই দুই নামেই হবে বর-কনের বাড়ির ক্রিকেট দল। ওই নামেই ক্রিস্টান মতে বিয়ের আগে বসবে খেলার আসর। ইনস্টাগ্রাম ৷
••'পি' এবং 'এন' এই দুই নামেই হবে বর-কনের বাড়ির ক্রিকেট দল। ওই নামেই ক্রিস্টান মতে বিয়ের আগে বসবে খেলার আসর। ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement