Gossip: একটা-দুটো নয়, চার-চারটে বিয়ে, ১১ সন্তানের বাবা, তারপর দুম করে গুলি চালিয়ে মেরে ফেলল সুপারস্টারকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Gossip: এমন সাংঘাতিক জীবনের গল্প যা হার মানায় টানটান রোমাঞ্চে ভরা সিনেমাকেও...
advertisement
advertisement
একবার বা দুবার নয় চারবার বিয়ে করেছিলেন এবং তাঁর ১১ জন সন্তান ছিল। ‘নসিব আপনা আপনা’ ছবির নায়িকা রাধিকা তাঁর মেয়ে। তাঁর স্ত্রী ছিলেন সরস্বতী, ধনলক্ষ্মী, জয়া ও গীতা। কিন্তু দুর্ভাগ্যবশত, এমজিআর গুলিবিদ্ধ হওয়ার পর, তাঁর দিকেই অভিযোগের তির ওঠে। তারপরে তিনি ৪ বছর জেলে ছিলেন। ১৯৬৭-র ১২ জানুয়ারি রাধা এবং প্রযোজক কে.এন. মুথুকুমারন পিকচার্স-এর ভাসু অভিনেতা এবং রাজনীতিবিদ এমজি-এর সঙ্গে দেখা করেছিলেন ভবিষ্যতের প্রকল্পগুলি নিয়ে কথা বলতে৷ রামচন্দ্রনের সঙ্গে তাঁর বাড়িতে দেখা হয়েছিল। কথোপকথনের সময় রাধা হঠাৎ চেয়ার থেকে উঠে রামচন্দ্রনের বাম কানে দুবার গুলি করে দেয়।দুটি গুলিই রামচন্দ্রনের ঘাড়ে লাগে। তারপর রাধা নিজের দিকে বন্দুক দেখিয়ে নিজেকে গুলি করার চেষ্টা করেন, কিন্তু বুলেটটি তার ডান দিক ছুঁয়ে বেরিয়ে যায়৷
advertisement
advertisement
রাধা ছিলেন একজন জনপ্রিয় থিয়েটার অভিনেতাও ছিলেন যিনি ৫০০০-রও বেশি স্টেজ শোতে অভিনয় করেছিলেন। ১০ বছর বয়সে শুরু করে, তিনি প্রথম ছোট ভূমিকায় অভিনয় করতেন৷ পরে এমন স্তরে উঠেছিলেন যে নাটকের গল্পগুলি বিশেষভাবে তাঁর চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হত৷ কৃষ্ণান-পাঞ্জু পরিচালিত নাটকটির ১৯৫৪ সালে সিনেমা হিসেবে হয়৷ তাঁর অভিনয় ব্যাপক নজর কাড়ে৷ তামিলনাড়ুতে তা ঘরে ঘরে পৌঁছে যায়৷
advertisement