Priyanka Chopra and Nick Jonas engagement: কী থাকছে আজকের মেনুতে ?
Amrit Halder
1/ 8
সেজে উঠছে প্রিয়াঙ্কার বাংলো ৷ ‘পিগি চপস’-এর বাংলোর নীচে ভিড় জমিয়েছন অসংখ্য ভক্ত ৷
2/ 8
গ্র্যান্ড এনগেজমেন্ট আর রোকার অনুষ্ঠান বলে কথা ৷ বাগদান সম্পন্ন হতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
3/ 8
আনন্দের বন্যা চোপড়া এবং জোনাস পরিবারে ৷ সকাল থেকেই এক্কেবারে পঞ্জাবি রীতিনীতি মেনে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
4/ 8
বলি থেকে হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা ৷ বিয়ে করতে চলেছেন হলিউডি পপ গায়ক নিককে ৷ তবে মনটা তো সেই পঞ্জাবি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
5/ 8
অনুষ্ঠান জুড়ে থাকছে পঞ্জাবি ছোঁয়া ৷ আর পঞ্জাবি অনুষ্ঠান হবে, আর খাওয়া-দাওয়া নিয়ে মাতামাতি হবে না ৷ তা আবার হয় নাকি!ছবি: ইনস্টাগ্রাম ৷
6/ 8
প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ মুম্বইয়ে একটি নামী রেস্তোরাঁ চালান ৷ আজকের অনুষ্ঠানের খানা-পিনার দায়িত্বটা তিনি নিজের কাঁধেই নিয়ে নিয়েছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
7/ 8
পিঙ্কভিলার তথ্য বলছে, নিক আগেরবার মুম্বইয়ে এসে ডাল মাখানি এবং বাটার চিকেন খেয়েছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
8/ 8
পিঙ্কভিলার তথ্য বলছে, নিক আগেরবার মুম্বইয়ে এসে ডাল মাখানি এবং বাটার চিকেন খেয়েছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
Priyanka Chopra and Nick Jonas engagement: কী থাকছে আজকের মেনুতে ?
প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ মুম্বইয়ে একটি নামী রেস্তোরাঁ চালান ৷ আজকের অনুষ্ঠানের খানা-পিনার দায়িত্বটা তিনি নিজের কাঁধেই নিয়ে নিয়েছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷