হারিয়েছে ‘সাধের’ দু‘টি কুকুর, খুঁজতে ৩.৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা হলিউড সেলেবের

Last Updated:
কুকুর খুঁজে দিলে যা পুরস্কার, শুনলে ঘুরবে মাথা৷ বড়লোকদের ঘরের সব খবরই সাধারণ মানুষের কাছে মুচমুচে গসিপ (Gossip)
1/6
পুলিশ ডাকা হয়ে গেছে! ঠিকানা নর্থ সিয়েরা বনিতা অ্যাভিনিউ -সানসেট বুলেভার্ড , বুধবার রাত ৯.৪০ পুলিশের কাছে ৯১১ তে ফোন করে৷ ফোনে বলা হয় একটি মানুষের চিৎকার হচ্ছে আর গুলির আওয়াজ শোনা গেছে৷ হলিউড ডিভিসনের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন স্টিভেন লুরি এই খবর দেন৷ Photo- Collected
পুলিশ ডাকা হয়ে গেছে! ঠিকানা নর্থ সিয়েরা বনিতা অ্যাভিনিউ -সানসেট বুলেভার্ড , বুধবার রাত ৯.৪০ পুলিশের কাছে ৯১১ তে ফোন করে৷ ফোনে বলা হয় একটি মানুষের চিৎকার হচ্ছে আর গুলির আওয়াজ শোনা গেছে৷ হলিউড ডিভিসনের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন স্টিভেন লুরি এই খবর দেন৷ Photo- Collected
advertisement
2/6
দুটি মানুষ কুকুর চুরি করতে বেরিয়েছিল ৷ দুই অভিযুক্ত একটি গাড়ি করে সেখান থেকে পালিয়ে ৷ যে আহত হয়েছিল সে যখন জীবন মরণ নিয়ে লড়ছিল, কারণ তাঁকে বন্দুকের গুলি৷ অভিযুক্তরা তিনটি কুকুর নিয়ে পালায়৷ নিসান সেডানে তারা পালান৷ Photo- Collected
দুটি মানুষ কুকুর চুরি করতে বেরিয়েছিল ৷ দুই অভিযুক্ত একটি গাড়ি করে সেখান থেকে পালিয়ে ৷ যে আহত হয়েছিল সে যখন জীবন মরণ নিয়ে লড়ছিল, কারণ তাঁকে বন্দুকের গুলি৷ অভিযুক্তরা তিনটি কুকুর নিয়ে পালায়৷ নিসান সেডানে তারা পালান৷ Photo- Collected
advertisement
3/6
এই তিনটি কুকুরের দুটি আবার হলিউড তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় পপসিঙ্গার লেডি গাগা-র ৷ তিনি একেবারে সানসেট স্কোয়ারে এই ঘটনা ঘটে৷ ঘটনাস্থলে রক্তের ছোপ রয়েছে৷ এলাকার প্রতিবেশী যাঁদের সিসিটিভি আছে তাঁরা অবশ্য কিছু স্বীকার করেননি৷ Photo- Collected
এই তিনটি কুকুরের দুটি আবার হলিউড তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় পপসিঙ্গার লেডি গাগা-র ৷ তিনি একেবারে সানসেট স্কোয়ারে এই ঘটনা ঘটে৷ ঘটনাস্থলে রক্তের ছোপ রয়েছে৷ এলাকার প্রতিবেশী যাঁদের সিসিটিভি আছে তাঁরা অবশ্য কিছু স্বীকার করেননি৷ Photo- Collected
advertisement
4/6
লেডি গাগার কুকুর দুটি ফরাসি বুলডগ৷ যার কয়েক হাজার ডলার দাম হয়৷ এর আগে সান ফ্রান্সিসকোতে এক মহিলাকে গানপয়েন্টে নিয়ে তার ফরাসি বুলডগের ছানা চুরি করা হয়৷ Photo- Collected
লেডি গাগার কুকুর দুটি ফরাসি বুলডগ৷ যার কয়েক হাজার ডলার দাম হয়৷ এর আগে সান ফ্রান্সিসকোতে এক মহিলাকে গানপয়েন্টে নিয়ে তার ফরাসি বুলডগের ছানা চুরি করা হয়৷ Photo- Collected
advertisement
5/6
লেডিগাগা ২০০৮ থেকে "The Fame," অ্যালবাম দিয়ে জনপ্রিয়তার শিখরে আসেন৷ তাঁর অসাধারণ উপস্থিতি আর সঙ্গীত তাঁকে বিশ্ব জোড়া খ্যাতিতে পৌঁছে দেয়৷ Photo- Collected
লেডিগাগা ২০০৮ থেকে "The Fame," অ্যালবাম দিয়ে জনপ্রিয়তার শিখরে আসেন৷ তাঁর অসাধারণ উপস্থিতি আর সঙ্গীত তাঁকে বিশ্ব জোড়া খ্যাতিতে পৌঁছে দেয়৷ Photo- Collected
advertisement
6/6
তিনি ১১ টি গ্র্যামি (Grammy Awards) জিতেছেন৷ স্বঘোষিত স্টারই নন. তিনি ২০১৮ তে ব্র্যাডলি কুপারের সঙ্গে  "A Star is Born"  এ অভিনয় করে অস্কার পান৷ Photo- Collected
তিনি ১১ টি গ্র্যামি (Grammy Awards) জিতেছেন৷ স্বঘোষিত স্টারই নন. তিনি ২০১৮ তে ব্র্যাডলি কুপারের সঙ্গে "A Star is Born" এ অভিনয় করে অস্কার পান৷ Photo- Collected
advertisement
advertisement
advertisement