বিগ বসের সিজনে ১৪ তে ১১ জনের নাম প্রকাশ্যে এসেছে৷ সলমন খানের হাউসের প্রতিযোগীদের নাম ঘোষণা মানে যেন কোনও জটিল রহস্য থেকে পর্দা ওঠা৷ তবে সূত্রের খবর এই মরশুমকে আরও রসালো করতে চারজনকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হবে৷ যার মধ্যে হিন্দি, গুজরাতি, ভোজপুরি ফিল্মে অভিনয় করা সাহসী অভিনেত্রী স্বপ্না সাপ্পুর নাম রয়েছে৷ নিজের বোল্ড আন্দাজের জন্য তাঁর নাম ফ্যানদের মুখে মুখে ঘোরে৷ Photo Courtesy- sapnasappuofficial/Instagram
সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ি আগামী সপ্তাহে স্বপ্না (Sapna Sappu) বিগ বসের বাড়িতে এন্ট্রি নিতে পারেন৷ স্বপ্না -মিঠুন চক্রবর্তীর সঙ্গেও কাজ করেছেন৷ তিনি বলিউডের ডিস্কো ডান্সার , গুন্ডা ছবিতে অভিনয় করেছেন৷ এই ছবিতে তিনি মিঠুনের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন৷ Photo Courtesy- sapnasappuofficial/Instagram
স্বপ্না -র ব্যক্তিগত জীবন নিয়েও প্রচুর গসিপ রয়েছে ২০১৩ সালে গুজরাতের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল৷ বিয়ের কিছু সময় পরেই তাঁর স্বামী তাঁকে ছেড়ে দেন৷ সাক্ষাৎকারে স্বপ্না জানিয়েছিলেন তাঁর সেলিব্রিটি স্টেটাস থেকে ফায়দা তোলার জন্য তাঁকে বিয়ে করেছিলেন তাঁর স্বামী৷ বিয়ের পর তিনি সিনেমায় অভিনয় ছেড়ে দেন৷ ২০১৫ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়৷ তাঁদের একটি ছেলেও রয়েছে৷ Photo Courtesy- sapnasappuofficial/Instagram
সেমি পর্ন ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করেছেন স্বপ্না৷ সেগুলি হল স্বপ্না ভাবি, তাঁক ঝাঁক, লাভ লাস্ট ড্রামা, স্বপ্না কে আঙ্গুর , বস৷ সেলুলয়েডে বোল্ড আন্দাজের পাশাপাশি ঝাঁঝালো বক্তব্যের জন্যেও তিনি দারুণ পপুলার৷ তিনি একাধিকবার অভিযোগ করেছেন নির্দেশকরা তাঁকে ধোঁকা দিয়েছেন৷Photo Courtesy- sapnasappuofficial/Instagram