Happy New Year 2021: শ্বশুর-শাশুড়ি, স্বামী -কন্যে নিয়ে নতুন বছরের আনন্দে মাতোয়ারা, ছবি শেয়ার করলেন ঐশ্বর্য্য

Last Updated:
অমিতাভ -জয়ার নিউ ইয়ারের সাজ দেখলে চক্ষু চড়কগাছ...
1/6
রূপোলি পর্দার ডাকসাইটে ও সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য্য রাই বচ্চন৷ কিন্তু একইসঙ্গে দারুণ ভাবে সফল ঘরের বউ৷ তাই বর্ষবরণের পার্টিতে একেবারেই ফ্যামিলির সঙ্গে আনন্দে মাতোয়ারা রাই সুন্দরী৷ এদিকে পরিবারের সঙ্গে সেলিব্রেশন হলেও ভাববেন না তা ছিল ঘরোয়া সেলিব্রেশন৷ Photo Courtesy- Aishwrya Rai/ Instagram
রূপোলি পর্দার ডাকসাইটে ও সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য্য রাই বচ্চন৷ কিন্তু একইসঙ্গে দারুণ ভাবে সফল ঘরের বউ৷ তাই বর্ষবরণের পার্টিতে একেবারেই ফ্যামিলির সঙ্গে আনন্দে মাতোয়ারা রাই সুন্দরী৷ এদিকে পরিবারের সঙ্গে সেলিব্রেশন হলেও ভাববেন না তা ছিল ঘরোয়া সেলিব্রেশন৷ Photo Courtesy- Aishwrya Rai/ Instagram
advertisement
2/6
৭৮ বছরের অমিতাভ ২০২০-তে করোনাকে হারিয়ে ফিরে স্বমহিমায়৷ ৭৮ -র ‘বুড়ো’-র সাজ দেখে বলবে কে , আর দু বছর বাদে তিনি ৮০ হবেন৷ ফাঙ্কি গগলস, মাথার ওপর টুপিতে লেখা হ্যাপি নিউ ইয়ার৷ তিনি নিজের শুভেচ্ছাবার্তাও দেন৷ তাতে লেখা ছিল,"Peace love and harmony 2021.Varsh nav, harsh nav, jeevan utkarsh nav."- শান্তি, ভালোবাসা, সৌহার্দ্যের ২০২১৷ বর্ষ নতুন, হর্ষ নতুন, উৎকর্ষ নতুন৷ Photo Courtesy- Amitabh Bacchan/ Instgram
৭৮ বছরের অমিতাভ ২০২০-তে করোনাকে হারিয়ে ফিরে স্বমহিমায়৷ ৭৮ -র ‘বুড়ো’-র সাজ দেখে বলবে কে , আর দু বছর বাদে তিনি ৮০ হবেন৷ ফাঙ্কি গগলস, মাথার ওপর টুপিতে লেখা হ্যাপি নিউ ইয়ার৷ তিনি নিজের শুভেচ্ছাবার্তাও দেন৷ তাতে লেখা ছিল,"Peace love and harmony 2021.Varsh nav, harsh nav, jeevan utkarsh nav."- শান্তি, ভালোবাসা, সৌহার্দ্যের ২০২১৷ বর্ষ নতুন, হর্ষ নতুন, উৎকর্ষ নতুন৷ Photo Courtesy- Amitabh Bacchan/ Instgram
advertisement
3/6
ঐশ্বর্য্য -অভিষেকের কন্যা আরাধ্যা ছিলেন সেলিব্রেশনের মধ্যমণি৷ Photo Courtesy- Aishwrya Rai/ Instagram
ঐশ্বর্য্য -অভিষেকের কন্যা আরাধ্যা ছিলেন সেলিব্রেশনের মধ্যমণি৷ Photo Courtesy- Aishwrya Rai/ Instagram
advertisement
4/6
মায়ের সঙ্গে তাঁর ছবিগুলি দারুণ৷ Photo Courtesy- Aishwrya Rai/ Instagram
মায়ের সঙ্গে তাঁর ছবিগুলি দারুণ৷ Photo Courtesy- Aishwrya Rai/ Instagram
advertisement
5/6
মায়ের সঙ্গে তাঁর ছবিগুলি দারুণ৷ Photo Courtesy- Aishwrya Rai/ Instagram
মায়ের সঙ্গে তাঁর ছবিগুলি দারুণ৷ Photo Courtesy- Aishwrya Rai/ Instagram
advertisement
6/6
তবে সবচেয়ে আকর্ষণীয় যে ছবি ছিল তা হল ঐশ্বর্য্যের পুরো পরিবারের সঙ্গে ছবি৷ যেখানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন সকলকে দেখা যাচ্ছে৷ আর অদ্ভুত ভাবে সকলেরই সেই নানারকমের ফাঙ্কি লুক৷ Photo Courtesy- Aishwrya Rai/ Instagram
তবে সবচেয়ে আকর্ষণীয় যে ছবি ছিল তা হল ঐশ্বর্য্যের পুরো পরিবারের সঙ্গে ছবি৷ যেখানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন সকলকে দেখা যাচ্ছে৷ আর অদ্ভুত ভাবে সকলেরই সেই নানারকমের ফাঙ্কি লুক৷ Photo Courtesy- Aishwrya Rai/ Instagram
advertisement
advertisement
advertisement