#MeToo: ‘‘আমার কপালে চুমু খেল, তারপর শুরু হল’’- তারকা অভিনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Last Updated:
1/9
#MeToo ক্যাম্পেন সামনে আসার পর একের পর এক বোমা ফাটছে ৷ তবে সবচেয়ে বেশি হিল্লোল তৈরি হয়েছে বিনোদন দুনিয়ায় ৷ এবার এই ক্যাম্পেনে নাম উঠে এল তারকা অভিনেত্রীর ৷ তাও অভিযোগ করলেন আরেক মহিলাই ৷ Representive Image
#MeToo ক্যাম্পেন সামনে আসার পর একের পর এক বোমা ফাটছে ৷ তবে সবচেয়ে বেশি হিল্লোল তৈরি হয়েছে বিনোদন দুনিয়ায় ৷ এবার এই ক্যাম্পেনে নাম উঠে এল তারকা অভিনেত্রীর ৷ তাও অভিযোগ করলেন আরেক মহিলাই ৷ Representive Image
advertisement
2/9
দক্ষিণী অভিনেত্রী মায়া কৃষ্ণনের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্তার অভিযোগ ৷  ইনি রজনীকান্তের 2.0 ছবিতেও অভিনয় করছেন ৷  File Photo
দক্ষিণী অভিনেত্রী মায়া কৃষ্ণনের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্তার অভিযোগ ৷ ইনি রজনীকান্তের 2.0 ছবিতেও অভিনয় করছেন ৷ File Photo
advertisement
3/9
অভিযোগ করেছেন থিয়েটার অভিনেত্রী অনন্যা রামপ্রসাদ ৷ তিনি এই নিয়ে একটি ফেসবুক পোস্টও করেছিলেন ৷ পরে অবশ্য সেটি ডিলিট হয়ে যায় ৷ File Photo
অভিযোগ করেছেন থিয়েটার অভিনেত্রী অনন্যা রামপ্রসাদ ৷ তিনি এই নিয়ে একটি ফেসবুক পোস্টও করেছিলেন ৷ পরে অবশ্য সেটি ডিলিট হয়ে যায় ৷ File Photo
advertisement
4/9
পোস্টটি যেকোনও কারণে ডিলিট হলেও সেই পোস্টের বয়ান ইতিমধ্যেই ভাইরাল ৷ কবিতা বিবরণ দিয়েছেন কীভাবে একটু একটু করে তাঁর জীবনে প্রভাব বিস্তার করেছিলেন মায়া ৷ File Photo
পোস্টটি যেকোনও কারণে ডিলিট হলেও সেই পোস্টের বয়ান ইতিমধ্যেই ভাইরাল ৷ কবিতা বিবরণ দিয়েছেন কীভাবে একটু একটু করে তাঁর জীবনে প্রভাব বিস্তার করেছিলেন মায়া ৷ File Photo
advertisement
5/9
‘‘শুরুর অভিজ্ঞতাটা খুবই মধুর ছিল ৷ মাত্র ১৮ বছরে বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন অনন্যা ৷ সেখানে তাঁকে দারুণ ভাবে গাইড করতেন মায়া ৷ কোন কাজ করবেন, কোনটা করবেন না, কার সঙ্গে কথা বলবেন কার সঙ্গে বলবেন না সবই গাইড করতেন তিনি ৷ এমনকি কী কথা বলতে হবে অনেক সময় সেটাও স্ক্রিপ্টের মতো লিখে দিতেন তিনি ৷ ’’File Photo
‘‘শুরুর অভিজ্ঞতাটা খুবই মধুর ছিল ৷ মাত্র ১৮ বছরে বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন অনন্যা ৷ সেখানে তাঁকে দারুণ ভাবে গাইড করতেন মায়া ৷ কোন কাজ করবেন, কোনটা করবেন না, কার সঙ্গে কথা বলবেন কার সঙ্গে বলবেন না সবই গাইড করতেন তিনি ৷ এমনকি কী কথা বলতে হবে অনেক সময় সেটাও স্ক্রিপ্টের মতো লিখে দিতেন তিনি ৷ ’’File Photo
advertisement
6/9
‘‘আমি মা-বাবার খুব কাছের ছিলাম ৷ কিন্তু ও আমার কাছে তাঁর চেয়েও কাছের হয়ে গিয়েছিল ৷ আমি দিনের বেশিরভাগ সময়টাই ওঁর সঙ্গে কাটাতে শুরু করেছিলাম ৷ ’’ ’’File Photo
‘‘আমি মা-বাবার খুব কাছের ছিলাম ৷ কিন্তু ও আমার কাছে তাঁর চেয়েও কাছের হয়ে গিয়েছিল ৷ আমি দিনের বেশিরভাগ সময়টাই ওঁর সঙ্গে কাটাতে শুরু করেছিলাম ৷ ’’ ’’File Photo
advertisement
7/9
‘‘আমরা একসঙ্গে শুতাম ৷ সেটা সম্পূর্ণভাবে প্লেটোনিক ছিল ৷  আলোচনা করতাম কাজ নিয়ে ওঁকে আমি দারুণভাবে বিশ্বাস করতাম ৷ ’’  ’’File Photo
‘‘আমরা একসঙ্গে শুতাম ৷ সেটা সম্পূর্ণভাবে প্লেটোনিক ছিল ৷ আলোচনা করতাম কাজ নিয়ে ওঁকে আমি দারুণভাবে বিশ্বাস করতাম ৷ ’’ ’’File Photo
advertisement
8/9
‘‘এরপর আস্তে আস্তে ও আমায় হাত বুলিয়ে দিচ্ছিল সেখান থেকে আমার কপালে, গালে চুমু খেল ৷ তারপর ঠৌঁটে তারপর বিষয়টা বাড়তে লাগল ৷ আমি বিশ্বাসঘাতকতায় স্তব্ধ হয়ে গিয়েছিলাম ৷ ভাবছিলাম এ কী হচ্ছে ও আমায় বলল এটা খুব স্বাভাবিক ৷ আমার অসম্ভব অস্বস্তি হচ্ছিল ৷ ’’ ’File Photo
‘‘এরপর আস্তে আস্তে ও আমায় হাত বুলিয়ে দিচ্ছিল সেখান থেকে আমার কপালে, গালে চুমু খেল ৷ তারপর ঠৌঁটে তারপর বিষয়টা বাড়তে লাগল ৷ আমি বিশ্বাসঘাতকতায় স্তব্ধ হয়ে গিয়েছিলাম ৷ ভাবছিলাম এ কী হচ্ছে ও আমায় বলল এটা খুব স্বাভাবিক ৷ আমার অসম্ভব অস্বস্তি হচ্ছিল ৷ ’’ ’File Photo
advertisement
9/9
এদিকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীণ বলে উড়িয়ে দিয়েছেন রজনীকান্তের 2.0 ছবির অভিনেত্রী ৷  File Photo
এদিকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীণ বলে উড়িয়ে দিয়েছেন রজনীকান্তের 2.0 ছবির অভিনেত্রী ৷ File Photo
advertisement
advertisement
advertisement