‘আমাকে আছড়ে ফেলে মারতে চেয়েছিল তনুশ্রী দত্ত’, অভিযোগ রাখি সাওয়ান্তের
Last Updated:
advertisement
advertisement
• এই কুস্তি প্রতিযোগিতায় জয়ী কুস্তিগীর সকলের উদ্দেশ্যে তাঁকে হারনোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ৷ সে সময় সেখানে উপস্থিত ছিলেন রাখি সাওয়ান্ত ৷ তিনি বলেন, যেহেতু তিনি একজন ডান্সার, তাই তিনি ডান্স করবেন ৷ এরপরেই ওই মহিলা কুস্তিগীরকে নাচের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রাখি ৷ রিংয়ের মধ্যে এসে উত্তেজন নাচও শুরু করেন ৷
advertisement
advertisement