দেরি না করে 'এই দিনেই' বিয়ে হচ্ছে আদিত্যর! নেহার বিয়ের পরপরই বিয়ে নিয়ে জানালেন...

Last Updated:
বহু বছর ধরে তাঁদের প্রেম৷ স্বেতা আগ্রওয়ালের (Shweta Aggarwal)সঙ্গে আদিত্য নারায়ণের (Aditya Narayan) বিয়ে নিয়ে এখন তোরজোর চলছে বলিউডে৷
1/6
•মুম্বই বলিউডের বিখ্যাত গায়ক উদিত নারায়ণের (Udit Narayan)ছেলে আদিত্য নারায়ণ (Aditya Narayan) শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন।
•মুম্বই বলিউডের বিখ্যাত গায়ক উদিত নারায়ণের (Udit Narayan)ছেলে আদিত্য নারায়ণ (Aditya Narayan) শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন।
advertisement
2/6
•সম্প্রতি, আদিত্য তাঁর হবু স্ত্রীর সঙ্গে প্রথম ছবি শেয়ার করে জানিয়েছে যে তিনি দীর্ঘ সময় ধরে অভিনেত্রী শ্বেতা আগরওয়ালের সঙ্গে তিনি ডেটিং করছেন৷ তার পরেই আদিত্যে ও স্বেতা তাঁদের রোকার ছবি সামনে এনেছিল৷ এবার তাঁদের বিয়ের তারিখও প্রকাশ পেয়েছে।
•সম্প্রতি, আদিত্য তাঁর হবু স্ত্রীর সঙ্গে প্রথম ছবি শেয়ার করে জানিয়েছে যে তিনি দীর্ঘ সময় ধরে অভিনেত্রী শ্বেতা আগরওয়ালের সঙ্গে তিনি ডেটিং করছেন৷ তার পরেই আদিত্যে ও স্বেতা তাঁদের রোকার ছবি সামনে এনেছিল৷ এবার তাঁদের বিয়ের তারিখও প্রকাশ পেয়েছে।
advertisement
3/6
•একটি সর্বভারতীয় ম্যাগাজিনে প্রকাশিত একটি খবর অনুযায়ী, ১ ডিসেম্বর আদিত্য নারায়ণ তাঁর বান্ধবী শ্বেতা আগরওয়ালকে বিয়ে করতে চলেছেন। আদিত্য বলেছেন যে তিনি ১ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন এবং করোনার ভাইরাসের কারণে ৫০জনের বেশি অতিথিকে ডাকা সম্ভব নয়৷ তাই তিনি কেবল তাঁর বিয়েতে নিকটতম বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন।
•একটি সর্বভারতীয় ম্যাগাজিনে প্রকাশিত একটি খবর অনুযায়ী, ১ ডিসেম্বর আদিত্য নারায়ণ তাঁর বান্ধবী শ্বেতা আগরওয়ালকে বিয়ে করতে চলেছেন। আদিত্য বলেছেন যে তিনি ১ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন এবং করোনার ভাইরাসের কারণে ৫০জনের বেশি অতিথিকে ডাকা সম্ভব নয়৷ তাই তিনি কেবল তাঁর বিয়েতে নিকটতম বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন।
advertisement
4/6
•সম্প্রতি, তাঁর হবু স্ত্রীর ছবি শেয়ার করার সময় আদিত্য বলেছিলেন যে, তিনি বিয়ের প্রস্তুতির জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন। কিছুদিন আর তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না৷ বা মিলবে না কোনও আপডেটও৷
•সম্প্রতি, তাঁর হবু স্ত্রীর ছবি শেয়ার করার সময় আদিত্য বলেছিলেন যে, তিনি বিয়ের প্রস্তুতির জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন। কিছুদিন আর তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না৷ বা মিলবে না কোনও আপডেটও৷
advertisement
5/6
•আদিত্য এই ছবিটি শেয়ার করে লিখেছেন- 'আমরা বিয়ে করতে যাচ্ছি। আমি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি৷ ১১ বছর আগে শ্বেতার সঙ্গে আমার আলাপ৷ তারপর থেকে আমাদের প্রেম৷ এবং আমরা শেষ পর্যন্ত ডিসেম্বরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমরা উভয়ই খুব অন্তর্মুখী ব্যক্তি এবং বিশ্বাস করি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখাই ভাল। তাই বিয়ের প্রস্তুতির জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন। ডিসেম্বরে দেখা হবে!
•আদিত্য এই ছবিটি শেয়ার করে লিখেছেন- 'আমরা বিয়ে করতে যাচ্ছি। আমি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি৷ ১১ বছর আগে শ্বেতার সঙ্গে আমার আলাপ৷ তারপর থেকে আমাদের প্রেম৷ এবং আমরা শেষ পর্যন্ত ডিসেম্বরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমরা উভয়ই খুব অন্তর্মুখী ব্যক্তি এবং বিশ্বাস করি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখাই ভাল। তাই বিয়ের প্রস্তুতির জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন। ডিসেম্বরে দেখা হবে!
advertisement
6/6
•গায়িকা নেহা কক্করের সঙ্গে আদিত্যর প্রেম নিয়ে একটা জল্পনা ছিল৷ তবে নেহার বিয়ে হয়ে যায় সম্প্রতি এবং তার পরই আদিত্যও নিজের বিয়ের দিন এবং পাত্রীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন৷
•গায়িকা নেহা কক্করের সঙ্গে আদিত্যর প্রেম নিয়ে একটা জল্পনা ছিল৷ তবে নেহার বিয়ে হয়ে যায় সম্প্রতি এবং তার পরই আদিত্যও নিজের বিয়ের দিন এবং পাত্রীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন৷
advertisement
advertisement
advertisement