দেরি না করে 'এই দিনেই' বিয়ে হচ্ছে আদিত্যর! নেহার বিয়ের পরপরই বিয়ে নিয়ে জানালেন...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বহু বছর ধরে তাঁদের প্রেম৷ স্বেতা আগ্রওয়ালের (Shweta Aggarwal)সঙ্গে আদিত্য নারায়ণের (Aditya Narayan) বিয়ে নিয়ে এখন তোরজোর চলছে বলিউডে৷
advertisement
advertisement
•একটি সর্বভারতীয় ম্যাগাজিনে প্রকাশিত একটি খবর অনুযায়ী, ১ ডিসেম্বর আদিত্য নারায়ণ তাঁর বান্ধবী শ্বেতা আগরওয়ালকে বিয়ে করতে চলেছেন। আদিত্য বলেছেন যে তিনি ১ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন এবং করোনার ভাইরাসের কারণে ৫০জনের বেশি অতিথিকে ডাকা সম্ভব নয়৷ তাই তিনি কেবল তাঁর বিয়েতে নিকটতম বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন।
advertisement
advertisement
•আদিত্য এই ছবিটি শেয়ার করে লিখেছেন- 'আমরা বিয়ে করতে যাচ্ছি। আমি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি৷ ১১ বছর আগে শ্বেতার সঙ্গে আমার আলাপ৷ তারপর থেকে আমাদের প্রেম৷ এবং আমরা শেষ পর্যন্ত ডিসেম্বরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমরা উভয়ই খুব অন্তর্মুখী ব্যক্তি এবং বিশ্বাস করি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখাই ভাল। তাই বিয়ের প্রস্তুতির জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন। ডিসেম্বরে দেখা হবে!
advertisement