#Yearender 2018: একটি ইশারা, তাতেই কুপোকাত নেট দুনিয়া ! ২০১৮-র সোশ্যাল মিডিয়া স্টার প্রিয়া প্রকাশ
Last Updated:
আঠারো বছরের প্রিয়া প্রকাশের তিক্ষ্ন নজরে ঘায়েল তামাম দেশ ৷ শুধু ওরু আদরের নায়ক নয়, মাথা ঘুরেছিল বহু পুরুষের ৷ আর তাতেই তো তিনি সবার মনে ঠাঁই করে নিয়েছিলেন রাতারাতি ৷ একেবারে রাতারাতই বলতে যা বোঝায়, প্রিয়ার জনপ্রিয়তাও ছিল তেমনই ৷ ২০১৮ প্রিয়ার কাছে নিঃসন্দেহে মন রাখার মতো ৷ এই খ্যাতি তো যার তার কপালে জোটে না ! Photo Courtesy: Instagram
advertisement
advertisement
৯ই ফেব্রুয়ারি প্রিয়ার প্রথম ছবি ওরু আদর লাভের একটি গান মুক্তি পেতেই শোরগোল পড়ে যায় ৷ কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হতে থাকে ৷ দুই কলেজ পড়ুয়ার প্রেম নিয়ে ২৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ হয়ে গিয়েছিল ২০১৮-র ভ্যালেন্টাইন্স ডে-র অ্যান্থেম ! সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া সেনসেশন হন প্রিয়া ৷ চলে আসেন খবরের শিরোনামে ৷ Photo Courtesy: Instagram
advertisement
গানটি মারাত্মক জনপ্রিয় হয়ে গিয়েছিল ৷ আর তারই সঙ্গে জনপ্রিয়তার শিখরে চলে আসেন প্রিয়া প্রকাশ ৷ এরপরই তার কাছে একের পর এক বলিউডের অফার আসতে শুরু করে ৷ কিন্তু আপাতত নিজের পড়াশুনা শেষ না হওয়ায় তিনি কোন অফারই গ্রহণ করেননি ৷ বি কমের ছাত্রী প্রিয়া মডেল ৷ বেশ কিছু ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করেন তিনি ৷ ওরু আদর লাভই ছিল তার প্রথম ছবি ৷ Photo Courtesy: Instagram
advertisement
ছবির গানে তিনি চোখের ইশারা করেছিলেন ছবির নায়কে, কিন্তু সেই ইশারা পৌঁছে গেল তামাম দুনিয়ার কাছে ৷ গানটি মুক্তি পাওয়ার ১ ঘণ্টার মধ্যেই প্রিয়ার ইনস্টাগ্রামে ৬ লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছিল ! প্রায় সাড়ে ৪ কোটি মানুষ দেখেছিলেন সেই ভিডিওটি ও ৷ হঠাৎ করেই যেন স্টার হয়ে গেলন প্রিয়া প্রকাশ ভরিয়ার ৷ Photo Courtesy: Instagram
advertisement
advertisement