Grammy Awards 2024: গ্র্যামির মঞ্চ মাতালেন ভারতের ফ্যাশন ডিজাইনাররাও! জাকির হোসেন থেকে শঙ্কর মহাদেবনদের কারা সাজালেন দেখুন

Last Updated:
শুধু ভারতীয় সঙ্গীতশিল্পী নয়, ভারতীয় ফ্যাশনের জয়গাথাও রচিত হল গ্র্যামির রেড কার্পেটে।
1/8
গ্র্যামির মঞ্চ মাতালেন ভারতীয় সঙ্গীতশিল্পীরা। ওস্তাদ জাকির হোসেন থেকে গায়ক শঙ্কর মহাদেবনদের মুকুটে জুড়ল নয়া পালক। শুধু ভারতীয় সঙ্গীতশিল্পী নয়, ভারতীয় ফ্যাশনের জয়গাথাও রচিত হল গ্র্যামির লাল গালিচায়।
গ্র্যামির মঞ্চ মাতালেন ভারতীয় সঙ্গীতশিল্পীরা। ওস্তাদ জাকির হোসেন থেকে গায়ক শঙ্কর মহাদেবনদের মুকুটে জুড়ল নয়া পালক। শুধু ভারতীয় সঙ্গীতশিল্পী নয়, ভারতীয় ফ্যাশনের জয়গাথাও রচিত হল গ্র্যামির লাল গালিচায়।
advertisement
2/8
ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তা, মণীশ মলহোত্রা, সব্যসাচী মুখোপাধ্যায়দের তৈরি পোশাক পরে মঞ্চে উঠলেন আমেরিকান গায়ক-গীতিকার ক্লো বেইলি, তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন এবং গায়ক শঙ্কর মহাদেবন।
ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তা, মণীশ মলহোত্রা, সব্যসাচী মুখোপাধ্যায়দের তৈরি পোশাক পরে মঞ্চে উঠলেন আমেরিকান গায়ক-গীতিকার ক্লো বেইলি, তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন এবং গায়ক শঙ্কর মহাদেবন।
advertisement
3/8
আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ফ্যাশনের উজ্জ্বল উপস্থিতি সবসময় গর্বের। যদিও ২০২৪ সবে শুরু। এখনও অনেক কিছু দেখার বাকি। ক্লো বেইলি, ওস্তাদ জাকির হুসেন এবং শঙ্কর মহাদেবন গ্র্যামি ২০২৪-এর মঞ্চে কী পরেছিলেন দেখে নেওয়া যাক।
আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ফ্যাশনের উজ্জ্বল উপস্থিতি সবসময় গর্বের। যদিও ২০২৪ সবে শুরু। এখনও অনেক কিছু দেখার বাকি। ক্লো বেইলি, ওস্তাদ জাকির হুসেন এবং শঙ্কর মহাদেবন গ্র্যামি ২০২৪-এর মঞ্চে কী পরেছিলেন দেখে নেওয়া যাক।
advertisement
4/8
গৌরব গুপ্তার পোশাকে ক্লো বেইলি: গ্র্যামির মঞ্চে পরার জন্য ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তার পোশাক বেছে নিয়েছিলেন আমেরিকান গায়ক-গীতিকার ক্লো বেইলি।
গৌরব গুপ্তার পোশাকে ক্লো বেইলি: গ্র্যামির মঞ্চে পরার জন্য ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তার পোশাক বেছে নিয়েছিলেন আমেরিকান গায়ক-গীতিকার ক্লো বেইলি।
advertisement
5/8
তাঁর পরণে ছিল জারদোজি সূচিকর্মের ঝলমলে পোশাক, যা গৌরবের হট ক্যুচার কালেকশন। এছাড়াও, গৌরব গুপ্তার গিল্ডেড ফ্লাইট টাক্সেডোতে দেখা গিয়েছে আমেরিকান গায়ক-অভিনেতা নে-ইয়োকে।
তাঁর পরণে ছিল জারদোজি সূচিকর্মের ঝলমলে পোশাক, যা গৌরবের হট ক্যুচার কালেকশন। এছাড়াও, গৌরব গুপ্তার গিল্ডেড ফ্লাইট টাক্সেডোতে দেখা গিয়েছে আমেরিকান গায়ক-অভিনেতা নে-ইয়োকে।
advertisement
6/8
মণীশ মালহোত্রার পোশাকে জাকির হোসেন: মণীশ মালহোত্রা নিজেই সেলেব্রিটি ডিজাইনার। তাঁর তৈরি পোশাক পরার জন্য মুখিয়ে থাকেন বলিউডের তারকারা। গ্র্যামি ২০২৪-এর মঞ্চে মণীশের পোশাকই বেছে নিয়েছিলেন ওস্তাদ জাকির হোসেন।
মণীশ মালহোত্রার পোশাকে জাকির হোসেন: মণীশ মালহোত্রা নিজেই সেলেব্রিটি ডিজাইনার। তাঁর তৈরি পোশাক পরার জন্য মুখিয়ে থাকেন বলিউডের তারকারা। গ্র্যামি ২০২৪-এর মঞ্চে মণীশের পোশাকই বেছে নিয়েছিলেন ওস্তাদ জাকির হোসেন।
advertisement
7/8
পশতু-র জন্য সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্সে পুরস্কৃত হয়েছেন তবলা বাদক। গ্র্যামির মঞ্চে তিনি পরেছিলেন মণীশ মালহোত্রার ডিজাইন করা ধাতব ক্যাসকেডিং ফ্লোরাল এমব্রয়ডারিতে সজ্জিত ভারতীয় টাক্সেডো। ইনস্টাগ্রামে গ্র্যামি জেতার জন্য জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে মণীশ লিখেছেন, ‘প্রথম ভারতীয় শিল্পী হিসেবে একরাতে ৩টি গ্র্যামি জেতার জন্য অনেক অভিনন্দন জাকির হোসেন স্যার। ভারতীয় টাক্সেডোতে আপনাকে সাজাতে পারাটা আমার কাছে সম্মানের’।
পশতু-র জন্য সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্সে পুরস্কৃত হয়েছেন তবলা বাদক। গ্র্যামির মঞ্চে তিনি পরেছিলেন মণীশ মালহোত্রার ডিজাইন করা ধাতব ক্যাসকেডিং ফ্লোরাল এমব্রয়ডারিতে সজ্জিত ভারতীয় টাক্সেডো। ইনস্টাগ্রামে গ্র্যামি জেতার জন্য জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে মণীশ লিখেছেন, ‘প্রথম ভারতীয় শিল্পী হিসেবে একরাতে ৩টি গ্র্যামি জেতার জন্য অনেক অভিনন্দন জাকির হোসেন স্যার। ভারতীয় টাক্সেডোতে আপনাকে সাজাতে পারাটা আমার কাছে সম্মানের’।
advertisement
8/8
সব্যসাচীর পোশাকে শঙ্কর মহাদেবন: ক্লাসিক ভারতীয় পোশাককে আধুনিকতায় মোড়কে সাজিয়ে তোলার জন্যই সব্যসাচী মুখোপাধ্যায় বিখ্যাত। গ্র্যামির মঞ্চে শঙ্করের পরণে ছিল অফ হোয়াইট পাজামা। সঙ্গে গলাবন্ধ স্যুট। প্রসঙ্গত, গীতিকার এবং গায়ক শঙ্কর মহাদেবন তাঁর ব্যান্ড ‘শক্তি’র (গিটারিস্ট জন ম্যাকলাফলিন, টেবিল ম্যাস্ত্রো ওস্তাদ জাকির হোসেন, পারকাশনবাদক ভি সেলভাগণেশ এবং বেহালা বাদক গণেশ রাজাগোপালন) জন্য এ বছর গ্র্যামি পেয়েছেন।
সব্যসাচীর পোশাকে শঙ্কর মহাদেবন: ক্লাসিক ভারতীয় পোশাককে আধুনিকতায় মোড়কে সাজিয়ে তোলার জন্যই সব্যসাচী মুখোপাধ্যায় বিখ্যাত। গ্র্যামির মঞ্চে শঙ্করের পরণে ছিল অফ হোয়াইট পাজামা। সঙ্গে গলাবন্ধ স্যুট। প্রসঙ্গত, গীতিকার এবং গায়ক শঙ্কর মহাদেবন তাঁর ব্যান্ড ‘শক্তি’র (গিটারিস্ট জন ম্যাকলাফলিন, টেবিল ম্যাস্ত্রো ওস্তাদ জাকির হোসেন, পারকাশনবাদক ভি সেলভাগণেশ এবং বেহালা বাদক গণেশ রাজাগোপালন) জন্য এ বছর গ্র্যামি পেয়েছেন।
advertisement
advertisement
advertisement