Grammy Awards 2024: গ্র্যামির মঞ্চ মাতালেন ভারতের ফ্যাশন ডিজাইনাররাও! জাকির হোসেন থেকে শঙ্কর মহাদেবনদের কারা সাজালেন দেখুন
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
শুধু ভারতীয় সঙ্গীতশিল্পী নয়, ভারতীয় ফ্যাশনের জয়গাথাও রচিত হল গ্র্যামির রেড কার্পেটে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পশতু-র জন্য সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্সে পুরস্কৃত হয়েছেন তবলা বাদক। গ্র্যামির মঞ্চে তিনি পরেছিলেন মণীশ মালহোত্রার ডিজাইন করা ধাতব ক্যাসকেডিং ফ্লোরাল এমব্রয়ডারিতে সজ্জিত ভারতীয় টাক্সেডো। ইনস্টাগ্রামে গ্র্যামি জেতার জন্য জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে মণীশ লিখেছেন, ‘প্রথম ভারতীয় শিল্পী হিসেবে একরাতে ৩টি গ্র্যামি জেতার জন্য অনেক অভিনন্দন জাকির হোসেন স্যার। ভারতীয় টাক্সেডোতে আপনাকে সাজাতে পারাটা আমার কাছে সম্মানের’।
advertisement
সব্যসাচীর পোশাকে শঙ্কর মহাদেবন: ক্লাসিক ভারতীয় পোশাককে আধুনিকতায় মোড়কে সাজিয়ে তোলার জন্যই সব্যসাচী মুখোপাধ্যায় বিখ্যাত। গ্র্যামির মঞ্চে শঙ্করের পরণে ছিল অফ হোয়াইট পাজামা। সঙ্গে গলাবন্ধ স্যুট। প্রসঙ্গত, গীতিকার এবং গায়ক শঙ্কর মহাদেবন তাঁর ব্যান্ড ‘শক্তি’র (গিটারিস্ট জন ম্যাকলাফলিন, টেবিল ম্যাস্ত্রো ওস্তাদ জাকির হোসেন, পারকাশনবাদক ভি সেলভাগণেশ এবং বেহালা বাদক গণেশ রাজাগোপালন) জন্য এ বছর গ্র্যামি পেয়েছেন।