হবু শাশুড়ি-বউমার এত মধুর সম্পর্ক! হাসিমুখ ও সেলফিতে পরিবারে বধূবরণ, গহর খানের ছবি সুপার ভাইরাল

Last Updated:
ফের বলিউডে হতে চলেছে বিয়ে
1/5
বলিউডে ফের বিয়ের ঘণ্টা বেজেছে ৷ নেহা কক্কর, কাজল আগরওয়ালের পরে বিয়ে করার তালিকায় নবতম সংযোজন জনপ্রিয় তারকা গহর খানের বিয়ে নিয়ে দুর্দান্ত চর্চা চলে ৷ গহর খান বেশ কিছুদিন ধরে ইসমাইল দরবারের ছেলে জনপ্রিয় টিকটকার জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে রয়েছেন ৷ এরই মাঝে জায়েদের মা ও গহর খানের হবু শাশুড়ি মা ফারজানা দরবার পরিবারে অত্যন্ত সুন্দর ভাবে স্বাগত জানিয়েছেন ৷ @farzana765/Instagram.
বলিউডে ফের বিয়ের ঘণ্টা বেজেছে ৷ নেহা কক্কর, কাজল আগরওয়ালের পরে বিয়ে করার তালিকায় নবতম সংযোজন জনপ্রিয় তারকা গহর খানের বিয়ে নিয়ে দুর্দান্ত চর্চা চলে ৷ গহর খান বেশ কিছুদিন ধরে ইসমাইল দরবারের ছেলে জনপ্রিয় টিকটকার জায়েদ দরবারের সঙ্গে সম্পর্কে রয়েছেন ৷ এরই মাঝে জায়েদের মা ও গহর খানের হবু শাশুড়ি মা ফারজানা দরবার পরিবারে অত্যন্ত সুন্দর ভাবে স্বাগত জানিয়েছেন ৷ @farzana765/Instagram.
advertisement
2/5
সম্প্রতি ফরজানা দরবার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গহর খানের সঙ্গে ছবি শেয়ার করেছেন ৷ ছবিতে দেখতে পাওয়া গিয়েছে গহরের হবু শাশুড়ি মায়ের সঙ্গে অত্যন্ত মধুর সম্পর্ক যা ছবিতে দেখতে পাওয়া গিয়েছে ৷ ফরজানা তাঁর হবু বউমার প্রতি ভালবাসা ছড়াচ্ছেন ৷ @farzana765/Instagram.
সম্প্রতি ফরজানা দরবার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গহর খানের সঙ্গে ছবি শেয়ার করেছেন ৷ ছবিতে দেখতে পাওয়া গিয়েছে গহরের হবু শাশুড়ি মায়ের সঙ্গে অত্যন্ত মধুর সম্পর্ক যা ছবিতে দেখতে পাওয়া গিয়েছে ৷ ফরজানা তাঁর হবু বউমার প্রতি ভালবাসা ছড়াচ্ছেন ৷ @farzana765/Instagram.
advertisement
3/5
ফারজানা সমস্ত ছবি শেয়ার করে লিখেছেন আমাদের পরিবারে তোমাকে স্বাগত জানাচ্ছি ৷ এরই সঙ্গে জায়েদ ও গহর তোমাদের জন্য অনেক আশীর্বাদ, ভালবাসা সমর্থন চিরকালই তোমার সঙ্গে থাকবে ৷ সব সময়েই খুশিতে থাক ৷ @farzana765/Instagram.
ফারজানা সমস্ত ছবি শেয়ার করে লিখেছেন আমাদের পরিবারে তোমাকে স্বাগত জানাচ্ছি ৷ এরই সঙ্গে জায়েদ ও গহর তোমাদের জন্য অনেক আশীর্বাদ, ভালবাসা সমর্থন চিরকালই তোমার সঙ্গে থাকবে ৷ সব সময়েই খুশিতে থাক ৷ @farzana765/Instagram.
advertisement
4/5
বিগ বস ১৪-তে বিগ বসের ঘর থেকে বেরবার পরে সম্প্রতি এই জুটিকে গোয়াতে ছুটি কাটাতে দেখতে পাওয়া গিয়েছে ৷ এই দুই জনের বিয়ে নিয়ে অনেক জল্পনাই দেখতে পাওয়া গিয়েছে ৷ জানতে পারা গিয়েছে ২২ নভেম্বর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ৷ কিন্তু অন্য সূত্র থেকে জানতে পারা গিয়েছে নভেম্বরে নয় ডিসেম্বরেই বিয়ে করছেন তাঁরা ৷ সম্ভবত ২৫ ডিসেম্বর নিকাহ করতে চলেছেন ৷ @farzana765/Instagram.
বিগ বস ১৪-তে বিগ বসের ঘর থেকে বেরবার পরে সম্প্রতি এই জুটিকে গোয়াতে ছুটি কাটাতে দেখতে পাওয়া গিয়েছে ৷ এই দুই জনের বিয়ে নিয়ে অনেক জল্পনাই দেখতে পাওয়া গিয়েছে ৷ জানতে পারা গিয়েছে ২২ নভেম্বর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ৷ কিন্তু অন্য সূত্র থেকে জানতে পারা গিয়েছে নভেম্বরে নয় ডিসেম্বরেই বিয়ে করছেন তাঁরা ৷ সম্ভবত ২৫ ডিসেম্বর নিকাহ করতে চলেছেন ৷ @farzana765/Instagram.
advertisement
5/5
তবে গহর খানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানতে পারা গিয়েছে ২৫ ডিসেম্বর হিসাবে মনস্থির করা হয়েছে ৷ বিয়ের নানান আচার আচরণ ২২ ডিসেম্বর থেকে শুরু হবে ৷ এই বিয়েতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের লোকেরা উপস্থিত থাকবেন ৷ @farzana765/Instagram.
তবে গহর খানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানতে পারা গিয়েছে ২৫ ডিসেম্বর হিসাবে মনস্থির করা হয়েছে ৷ বিয়ের নানান আচার আচরণ ২২ ডিসেম্বর থেকে শুরু হবে ৷ এই বিয়েতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের লোকেরা উপস্থিত থাকবেন ৷ @farzana765/Instagram.
advertisement
advertisement
advertisement