অতিমারির সঙ্কটের জন্য দু’বছরের বিরতি ছিল। তবে সব প্রতিকূলতা কাটিয়ে গত ১ এবং ২ এপ্রিল লস অ্যাঞ্জেলসে পালিত হল চলচিত্র উৎসব। সিনেমা সিটিতে এই উৎসব চলেছিল দু’দিন ব্যাপী। প্রথম দিন দেখানো হয়েছিল চারটি বাংলা ছবি। 'হত্যাপুরী', 'হোমকামিং', 'মহিষাসুরমর্দিনী' ও 'কাবেরী অন্তর্ধান'। প্রতিটি ছবির শেষে একটি করে মজার প্রশ্ন-উত্তর পর্ব চলেছিল ছবির কলাকুশলীদের নিয়ে।
আর দ্বিতীয় দিন বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়কে নিয়ে এক অভিনব এক্সিবিশন হয়েছিল, Ray: Beyond Centenary। অর্থাৎ শত বর্ষ পেরিয়ে সত্যজিৎ। গত বছর সত্যজিৎ রায়ের জন্মের শতবার্ষিকী পূরণ হয়েছিল। কিন্তু অতিমারির জন্য তা লস অ্যাঞ্জেলস বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ পালন করতে পারেনি তাই এই বছরে এই বিশেষ আয়োজন ছিল। এই এক্সিবিশনে সত্যজিৎ রায়ের ব্যবহৃত নানা সামগ্রী ছিল। তাঁর চশমা, টুপি, মানিব্যাগ, শাল-সহ আরও অনেক কিছু ছিল।