চার বছর ধরে আটকে ছিল এই ছবিটি, মুক্তির পর বক্স অফিসে পড়ে গিয়েছিল হইচই ! সেরা খলনায়কের পুরস্কারটা জিতেছিলেন স্বয়ং নায়কই
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Film 'Dhadkan' Untold Story: মুক্তির পরেই বক্স অফিসে হিট হয় ‘ধড়কন’। ছবির নির্মাতারা প্রচুর মুনাফা লাভ করেছিলেন। কারণ উইকিপিডিয়া বলছে যে, ১১ অগাস্ট ২০০০ তারিখে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি থেকে নির্মাতারা আয় করেছিলেন প্রায় ৯ কোটি টাকা।
বড় পর্দায় ২০০০ সালে মুক্তি পেয়েছিল একটি ছবি। যার জন্য একসঙ্গে কাজ করেছিলেন বি-টাউনের ‘খিলাড়ি’ তথা অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং অভিনেত্রী শিল্পা শেঠি। মুক্তির পরেই বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল সেই ছবিটি। হয়তো এতক্ষণে অনেকেই বুঝে গিয়েছেন কোন ছবির কথা বলা হচ্ছে! এখানে বলা হচ্ছে ‘ধড়কন’ ছবির কথা। তবে আজ এই ছবি নিয়ে এমন কিছু তথ্য দেব, যা বেশিরভাগ মানুষই জানেন না।
advertisement
advertisement
আসলে এই ছবির গল্প দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। মূলত ত্রিকোণ প্রেমকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। আসলে ছবির প্রধান চরিত্র বা নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল সুনীল শেঠিকে। অথচ পর নায়ক থেকে খলনায়ক হয়ে গিয়েছিল সুনীল শেঠি অভিনীত চরিত্রটি। শুধু তা-ই নয়, ৪৬-তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ‘সেরা খলনায়ক’-এর পুরস্কার লাভ করেছিলেন তিনি।
advertisement
যদিও ৪৬-তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে মোট ৮টি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল ‘ধড়কন’। যার মধ্যে ২টি পুরস্কার জিতেছে এই ছবি। এর মধ্যে একটি ছিল ‘সেরা খলনায়ক’ এবং অন্যটি ছিল ‘সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার’ ক্যাটাগরির পুরস্কার। আর ‘দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে’ গানটির জন্য সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিলেন অলকা ইয়াগনিক।
advertisement
advertisement
advertisement
advertisement