যেন স্বপ্নের এক দশক; উন্মোচিত হল FFACE ক্যালেন্ডার ২০২৪-এর দশম সংস্করণ, তারকাদের উজ্জ্বল উপস্থিতিতে আলোকিত হল মঞ্চ

Last Updated:
FFACE Calendar 2024 Launch: এই ইভেন্টের জন্য ৬ মাস ধরে প্রতিযোগীদের কঠোর প্রশিক্ষণ এবং গ্রুমিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই সব কিছুর শেষে এবার তাঁরা ডাবর গুলাবরি এফফেস ক্যালেন্ডার ২০২৪-এ নিজেদের প্রতিভা ছড়িয়ে দিলেন। অত্যাশ্চর্য দৃশ্য এবং শৈল্পিক নৈপুণ্য যেন তাপমাত্রার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিল। আর তা উপভোগ করার জন্যই প্রস্তুত সিটি অফ জয়।
1/19
সম্প্রতি প্রতিভা এবং সৌন্দর্য উদযাপনের সাক্ষী থাকল শহর কলকাতা। বহু প্রত্যাশিত ডাবর গুলাবরি এফফেস ক্যালেন্ডারের দশম সংস্করণ প্রকাশ্যে এল (FFACE Calendar 2024)। পূর্ব ভারতের ট্যালেন্ট ম্যানেজমেন্ট ব্র্যান্ড, যার ২০১৪ সাল থেকে পথ চলা শুরু হয়। এরপর সেই সময় থেকে এফফেস ধারাবাহিক ভাবে তরুণ অভিনেতা-অভিনেত্রী, মডেল, ফ্যাশন ফটোগ্রাফার, ডিজাইনার, মেক-আপ আর্টিস্ট এবং অন্যান্য প্রতিভার জন্য এক দুর্দান্ত প্ল্যাটফর্ম দিয়ে আসছে।
সম্প্রতি প্রতিভা এবং সৌন্দর্য উদযাপনের সাক্ষী থাকল শহর কলকাতা। বহু প্রত্যাশিত ডাবর গুলাবরি এফফেস ক্যালেন্ডারের দশম সংস্করণ প্রকাশ্যে এল (FFACE Calendar 2024)। পূর্ব ভারতের ট্যালেন্ট ম্যানেজমেন্ট ব্র্যান্ড, যার ২০১৪ সাল থেকে পথ চলা শুরু হয়। এরপর সেই সময় থেকে এফফেস ধারাবাহিক ভাবে তরুণ অভিনেতা-অভিনেত্রী, মডেল, ফ্যাশন ফটোগ্রাফার, ডিজাইনার, মেক-আপ আর্টিস্ট এবং অন্যান্য প্রতিভার জন্য এক দুর্দান্ত প্ল্যাটফর্ম দিয়ে আসছে।
advertisement
2/19
আর এখন তা ফ্যাশন এবং সৃজনশীলতার ক্ষেত্রে যেন শ্রেষ্ঠত্বের প্রতীক হয়ে উঠেছে। এই ইভেন্টের জন্য ৬ মাস ধরে প্রতিযোগীদের কঠোর প্রশিক্ষণ এবং গ্রুমিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই সব কিছুর শেষে এবার তাঁরা ডাবর গুলাবরি এফফেস ক্যালেন্ডার ২০২৪-এ নিজেদের প্রতিভা ছড়িয়ে দিলেন। অত্যাশ্চর্য দৃশ্য এবং শৈল্পিক নৈপুণ্য যেন তাপমাত্রার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিল। আর তা উপভোগ করার জন্যই প্রস্তুত সিটি অফ জয়।
আর এখন তা ফ্যাশন এবং সৃজনশীলতার ক্ষেত্রে যেন শ্রেষ্ঠত্বের প্রতীক হয়ে উঠেছে। এই ইভেন্টের জন্য ৬ মাস ধরে প্রতিযোগীদের কঠোর প্রশিক্ষণ এবং গ্রুমিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই সব কিছুর শেষে এবার তাঁরা ডাবর গুলাবরি এফফেস ক্যালেন্ডার ২০২৪-এ নিজেদের প্রতিভা ছড়িয়ে দিলেন। অত্যাশ্চর্য দৃশ্য এবং শৈল্পিক নৈপুণ্য যেন তাপমাত্রার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিল। আর তা উপভোগ করার জন্যই প্রস্তুত সিটি অফ জয়।
advertisement
3/19
থাইল্যান্ডের Jomtien-এর প্রাণবন্ত রঙিন সমুদ্র সৈকতে একটা দুর্দান্ত ফটোশ্যুট করেছেন তাদের অন্যতম দক্ষ ফটোগ্রাফার কৌস্তভ সাইকিয়া। সমুদ্রের অন্তহীন নির্মল জলরাশি আর সুন্দর বালুকাবেলায় এক দুর্দান্ত ট্রপিক্যাল প্যালেটে ধরা দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। স্বস্তিকা দত্তের পোশাক ডিজাইন করেছে কিউ ফ্যাশনস এবং শন বন্দ্যোপাধ্যায়ের পোশাক তৈরি করেছে ফ্যাব্রিক।
থাইল্যান্ডের Jomtien-এর প্রাণবন্ত রঙিন সমুদ্র সৈকতে একটা দুর্দান্ত ফটোশ্যুট করেছেন তাদের অন্যতম দক্ষ ফটোগ্রাফার কৌস্তভ সাইকিয়া। সমুদ্রের অন্তহীন নির্মল জলরাশি আর সুন্দর বালুকাবেলায় এক দুর্দান্ত ট্রপিক্যাল প্যালেটে ধরা দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। স্বস্তিকা দত্তের পোশাক ডিজাইন করেছে কিউ ফ্যাশনস এবং শন বন্দ্যোপাধ্যায়ের পোশাক তৈরি করেছে ফ্যাব্রিক।
advertisement
4/19
এই ক্যালেন্ডার প্রকাশের অনুষ্ঠানে যেন বসেছিল তারাদের হাট। উপস্থিত ছিলেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী স্বস্তিকা দত্ত, চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রমুখ।
এই ক্যালেন্ডার প্রকাশের অনুষ্ঠানে যেন বসেছিল তারাদের হাট। উপস্থিত ছিলেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী স্বস্তিকা দত্ত, চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রমুখ।
advertisement
5/19
স্বস্তিকা দত্ত এবং শন বন্দ্যোপাধ্যায় দারুণ অবতারে হাজির হয়ে মঞ্চ আলোকিত করেছিলেন এবং সেই সঙ্গে ডাবর গুলাবরি এফফেস ক্যালেন্ডার ২০২৪ উন্মোচনও করেন। এই গ্র্যান্ড ইভেন্ট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এফফেস-এর প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর নীল রায়, ডিরেক্টর ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায়, ফ্যাশন ফটোগ্রাফার কৌস্তভ সাইকিয়া, ডিরেক্টর ক্যান্ডিড কমিউনিকেশন পারমিতা ঘোষ এবং অভিনেত্রী ফলক রশিদ রায়।
স্বস্তিকা দত্ত এবং শন বন্দ্যোপাধ্যায় দারুণ অবতারে হাজির হয়ে মঞ্চ আলোকিত করেছিলেন এবং সেই সঙ্গে ডাবর গুলাবরি এফফেস ক্যালেন্ডার ২০২৪ উন্মোচনও করেন। এই গ্র্যান্ড ইভেন্ট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এফফেস-এর প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর নীল রায়, ডিরেক্টর ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায়, ফ্যাশন ফটোগ্রাফার কৌস্তভ সাইকিয়া, ডিরেক্টর ক্যান্ডিড কমিউনিকেশন পারমিতা ঘোষ এবং অভিনেত্রী ফলক রশিদ রায়।
advertisement
6/19
প্রতিনিধি এবং স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নীল রায়। এর পাশাপাশি সেই সব বিজেতাদের অভিনন্দনও জানালেন, যাঁরা কৃতিত্ব অর্জন করার জন্য এত দিন ধরে কঠোর প্রশিক্ষণ এবং গ্রুমিং প্রক্রিয়া পর্ব পার করেছেন। আগামী দিনে মুম্বইয়ে পাড়ি দিতে চলেছে এফফেস ক্যালেন্ডার ৷ সেকথাও জানান নীল ৷
প্রতিনিধি এবং স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নীল রায়। এর পাশাপাশি সেই সব বিজেতাদের অভিনন্দনও জানালেন, যাঁরা কৃতিত্ব অর্জন করার জন্য এত দিন ধরে কঠোর প্রশিক্ষণ এবং গ্রুমিং প্রক্রিয়া পর্ব পার করেছেন। আগামী দিনে মুম্বইয়ে পাড়ি দিতে চলেছে এফফেস ক্যালেন্ডার ৷ সেকথাও জানান নীল ৷
advertisement
7/19
জানুয়ারি ২০২৪
জানুয়ারি ২০২৪
advertisement
8/19
ফেব্রুয়ারি ২০২৪
ফেব্রুয়ারি ২০২৪
advertisement
9/19
মার্চ ২০২৪
মার্চ ২০২৪
advertisement
10/19
এপ্রিল ২০২৪
এপ্রিল ২০২৪
advertisement
11/19
মে ২০২৪
মে ২০২৪
advertisement
12/19
জুন ২০২৪
জুন ২০২৪
advertisement
13/19
জুলাই ২০২৪
জুলাই ২০২৪
advertisement
14/19
অগাস্ট ২০২৪
অগাস্ট ২০২৪
advertisement
15/19
সেপ্টেম্বর ২০২৪
সেপ্টেম্বর ২০২৪
advertisement
advertisement
advertisement