Nikita Porwal: কে এই নিকিতা পোরওয়াল? ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জয়ী মধ্যপ্রদেশের তরুণীকে চেনেন? ঐশ্বর্য রাই তাঁর অনুপ্রেরণা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Who is Nikita Porwal, the winner of Femina Miss India 2024: ‘টপ ৩০ স্টেট উইনার্স’-এর ফ্যাশন সিকোয়েন্স দিয়ে শুরু হয় ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৪-এর গ্র্যান্ড ফিনালে। ফার্স্ট রানার আপ হন দাদরা ও নগর হাভেলির রেখা পান্ডে। সেকেন্ড রানার আপের মুকুট ওঠে গুজরাতের আয়ুশী ঢোলকিয়ার হাতে।
ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জিতলেন মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল (Nikita Porwal)। সম্প্রতি ধুমধাম করে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। সেখানেই নিকিতাকে বিজয়ী ঘোষণা করা হয়। ২০২৩-এর মিস ইন্ডিয়া নন্দিনী গুপ্তা বিজয়ীর মুকুট পরিয়ে দেন নিকিতাকে। এবার ভারতের হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। (Photo: X)
advertisement
‘টপ ৩০ স্টেট উইনার্স’-এর ফ্যাশন সিকোয়েন্স দিয়ে শুরু হয় ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৪-এর গ্র্যান্ড ফিনালে। ফার্স্ট রানার আপ হন দাদরা ও নগর হাভেলির রেখা পান্ডে। সেকেন্ড রানার আপের মুকুট ওঠে গুজরাতের আয়ুশী ঢোলকিয়ার হাতে। আর মিস ইন্ডিয়া হন নিকিতা পোরওয়াল। তিনজনকেই ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান অভিনেত্রী নেহা ধুপিয়া। (Photo: Instagram)
advertisement
বুধবার রাতে মুম্বইতে ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৪-এর গ্র্যান্ড ফিনালের আয়োজন করা হয়েছিল। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানিও। অনুষ্ঠানের শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জয়ী নিকিতা পোরওয়াল মধ্যপ্রদেশের উজ্জয়নীর বাসিন্দা। তাঁর বাবা অশোক পোরওয়ালের পেট্রকেমিক্যালের ব্যবসা। নিকিতা পারফর্মিং আর্টসে স্নাতক। নাটক নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
advertisement
মাত্র ১৮ বছর বয়সে ফিল্মি দুনিয়ায় পা রাখেন নিকিতা। স্টোরি লিসনার হিসাবে তাঁর দেশ জোড়া খ্যাতি। ইতিমধ্যে ৬০টিরও বেশি টিভি শো হোস্ট করেছেন তিনি। ‘কৃষ্ণলীলা’ নামে ২৫০ পৃষ্ঠার একটি নাটকও লিখেছেন। ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জয়ী নিকিতা একটি ফিচার ফিল্মেও অভিনয় করেছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সেই ছবি। খুব শীঘ্রই তা ভারতেও মুক্তি পেতে চলেছে। (Photo Courtesy: Nikita Porwal/Instagram)
advertisement
কয়েকদিন আগে প্রকাশ পায় ছবির ট্রেলার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করেছিলেন নিকিতা। বলিউড ছবির ফ্যান নিকিতা। প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই তাঁর অনুপ্রেরণা। নিকিতা ঐশ্বর্যের ভক্ত এবং তাঁর সৌন্দর্যেরও অনুরাগী। নিকিতার কথায় ঐশ্বর্য হলেন “সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার নিখুঁত মিশেল। আধুনিকতাকে অনায়াসে আলিঙ্গন করেও তিনি ভারতীয় পরম্পরার ঐতিহ্য উদযাপন করতে পারেন।’’ (Photo Courtesy: Nikita Porwal/Instagram)
advertisement
নিকিতা পশুপ্রেমীও। তিনি মনে করেন, “আমাদের শক্তি শুধু নিজের স্বার্থে ব্যবহার করা উচিত নয়। মানুষের উপর নির্ভরশীল প্রাণীদের রক্ষার কাজেও লাগানো উচিত।“ তিনি বলেন, “পশুদের যত্ন নেওয়া, তাদের রক্ষা করা আমাদের কর্তব্য।’’ মিস ইন্ডিয়া দেশের অন্যতম বিখ্যাত সুন্দরী প্রতিযোগিতা। ১৯৯৪ সালে ঐশ্বর্য রাই, ১৯৯৭ সালে ডায়না হেডেন, ১৯৯৯ সালে যুক্তা মুখী, ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া এবং ২০১৭ সালে মানুষী চিল্লার মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন।