Actor death: বিরল ক্যানসার অকালে কেড়ে নিল তরতাজা প্রাণ! মাত্র ৪৮-এ চলে গেলেন জনপ্রিয় অভিনেতা

Last Updated:
Actor death: বিখ্যাত ব্রডওয়ে অভিনেতা গ্যাভিন ক্রিল প্রয়াত। 'হ্যালো, ডলি'তে টোনি-জয়ী অভিনয়ের জন্য তিনি জনপ্রিয়। সোমবার মারা যান অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
1/5
বিখ্যাত ব্রডওয়ে অভিনেতা গ্যাভিন ক্রিল প্রয়াত। 'হ্যালো, ডলি'তে  টোনি-জয়ী অভিনয়ের জন্য তিনি জনপ্রিয়।  সোমবার মারা যান অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
বিখ্যাত ব্রডওয়ে অভিনেতা গ্যাভিন ক্রিল প্রয়াত। 'হ্যালো, ডলি'তে টোনি-জয়ী অভিনয়ের জন্য তিনি জনপ্রিয়। সোমবার মারা যান অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
advertisement
2/5
গ্যাভিন মেটাস্ট্যাটিক মেলানোটিক পেরিফেরাল নার্ভ শীথ সারকোমাতে নামে এক বিরল ক্যানসারে মারা যান। তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। ক্লাসিক এবং কনটেম্পোরারি, সব ধরনের সঙ্গীতেই পারদর্শী ছিলেন।
গ্যাভিন মেটাস্ট্যাটিক মেলানোটিক পেরিফেরাল নার্ভ শীথ সারকোমাতে নামে এক বিরল ক্যানসারে মারা যান। তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। ক্লাসিক এবং কনটেম্পোরারি, সব ধরনের সঙ্গীতেই পারদর্শী ছিলেন।
advertisement
3/5
ব্রডওয়ে মঞ্চে গ্যাভিন তাঁর প্রতিভার ছাপ রেখেছেন। 'হ্যালো, ডলি'তে কর্নেলিয়াস হ্যাকলের চরিত্রে অভিনয়ে তাঁকে টোনি পুরস্কার এনে দেয়।
ব্রডওয়ে মঞ্চে গ্যাভিন তাঁর প্রতিভার ছাপ রেখেছেন। 'হ্যালো, ডলি'তে কর্নেলিয়াস হ্যাকলের চরিত্রে অভিনয়ে তাঁকে টোনি পুরস্কার এনে দেয়।
advertisement
4/5
হেয়ার, থোরোলি মডার্ন মিলি, দ্য বুক অফ মরমন এবং ওয়েট্রেসের মতো মিউজিক্যালে অভিনয়ের জন্য গ্যাভিন সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন। মঞ্চে তাঁর ক্যারিশম্যাটিক উপস্থিতি এবং শক্তিশালী কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করেছিল।
হেয়ার, থোরোলি মডার্ন মিলি, দ্য বুক অফ মরমন এবং ওয়েট্রেসের মতো মিউজিক্যালে অভিনয়ের জন্য গ্যাভিন সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন। মঞ্চে তাঁর ক্যারিশম্যাটিক উপস্থিতি এবং শক্তিশালী কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করেছিল।
advertisement
5/5
গ্যাভিনের অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহকর্মীর। মিউজিক্যাল থিয়েটারের জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
গ্যাভিনের অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহকর্মীর। মিউজিক্যাল থিয়েটারের জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
advertisement
advertisement
advertisement