দক্ষিণী সুপারস্টার সামান্থা! ফ্যামিলি ম্যান ২-তে মনোজকে টক্কর দেওয়া অভিনেত্রীর অন্য কাহিনী ছবির কোলাজে...

Last Updated:
সিরিজের অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন সামন্থা আক্কিনেনি ( Samantha Akkineni) । তামিল টাইগার ইস্যুতে তাঁর অভিনীত বিতর্কিত চরিত্রটি নিয়েও বেশ বিতর্ক দানা বেঁধেছে। এদিকে, দক্ষিণী সুপারস্টারের পুত্রবধূ সামান্থা আপাতত শিরোনাম কাড়ছেন সিরিজে (Family Man 2) তাঁর অভিনয় ঘিরে।
1/8
'ফ্যামিলি ম্যান ২' সিরিজ মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা। মনোজ বাজপেয়ী অভিনীত এই সিরিজের অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন সামন্থা আক্কিনেনি। তামিল টাইগার ইস্যুতে তাঁর অভিনীত বিতর্কিত চরিত্রটি নিয়েও বেশ বিতর্ক দানা বেঁধেছে। এদিকে, দক্ষিণী সুপারস্টারের পুত্রবধূ সামান্থা আপাতত শিরোনাম কাড়ছেন সিরিজে তাঁর অভিনয় ঘিরে।
'ফ্যামিলি ম্যান ২' সিরিজ মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা। মনোজ বাজপেয়ী অভিনীত এই সিরিজের অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন সামন্থা আক্কিনেনি। তামিল টাইগার ইস্যুতে তাঁর অভিনীত বিতর্কিত চরিত্রটি নিয়েও বেশ বিতর্ক দানা বেঁধেছে। এদিকে, দক্ষিণী সুপারস্টারের পুত্রবধূ সামান্থা আপাতত শিরোনাম কাড়ছেন সিরিজে তাঁর অভিনয় ঘিরে।
advertisement
2/8
কেরিয়ারের শুরু থেকেই অভিনেত্রী সামান্থা রীতিমতো সাড়া ফেলেছেন দক্ষিণী ছবিতে। 'রঙ্গাস্থলাম','থেরি', 'অঞ্জান' ,'সুপার ডিলাক্স'-এর মতো একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টারের পুত্রবধূ।
কেরিয়ারের শুরু থেকেই অভিনেত্রী সামান্থা রীতিমতো সাড়া ফেলেছেন দক্ষিণী ছবিতে। 'রঙ্গাস্থলাম','থেরি', 'অঞ্জান' ,'সুপার ডিলাক্স'-এর মতো একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টারের পুত্রবধূ।
advertisement
3/8
২০১৩ সালে তিনি ডাটাবেটিসে আক্রান্ত হন। পরবর্তীকালে একজন ডায়াবেটিক রোগীর চরিত্রেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। সামান্থা আক্কিনেনি শুধু নিজেই বড় তারকা নন। তাঁর শ্বশুরমশাই দক্ষিণী ছবির তাবড় তারকা। দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগাচৈতন্যের সঙ্গে বিয়ে হয়েছে সমান্থার। শ্বশুর মশাইয়ের সঙ্গে যে সামান্থার বেশ স্নেহ-শ্রদ্ধার সম্পর্ক তা তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই বোঝা যায়।
২০১৩ সালে তিনি ডাটাবেটিসে আক্রান্ত হন। পরবর্তীকালে একজন ডায়াবেটিক রোগীর চরিত্রেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। সামান্থা আক্কিনেনি শুধু নিজেই বড় তারকা নন। তাঁর শ্বশুরমশাই দক্ষিণী ছবির তাবড় তারকা। দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগাচৈতন্যের সঙ্গে বিয়ে হয়েছে সমান্থার। শ্বশুর মশাইয়ের সঙ্গে যে সামান্থার বেশ স্নেহ-শ্রদ্ধার সম্পর্ক তা তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই বোঝা যায়।
advertisement
4/8
একটু অন্যরকম এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি একটি এনজিও চালান সামান্থা। 'প্রত্যুষা সাপোর্ট'-নামের এই এনজিও দুঃস্থ শিশু ও মহিলাদের পাশে দাঁড়ায়। অসুস্থ হয়ে পড়া বহু মহিলার পাশে আজ পর্যন্ত দাঁড়িয়ে প্রবল লড়াই করেছে এই এনজিও।
একটু অন্যরকম এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি একটি এনজিও চালান সামান্থা। 'প্রত্যুষা সাপোর্ট'-নামের এই এনজিও দুঃস্থ শিশু ও মহিলাদের পাশে দাঁড়ায়। অসুস্থ হয়ে পড়া বহু মহিলার পাশে আজ পর্যন্ত দাঁড়িয়ে প্রবল লড়াই করেছে এই এনজিও।
advertisement
5/8
২০১৭ সালে অনুষ্ঠিত হয় সামান্থা ও নাগাচৈতন্যর বিয়ে। হিন্দু ও ক্রিস্টান দুই মতেই বিয়ে হয় এই দুই তারকার। তারকা খচিত আয়োজনে গোয়ার বুকে সামান্থা ও নাগাচৈতন্যর বিয়ের অনুষ্ঠান চোখ ধাঁধিয়ে দিয়েছিল তাবড় বলিউডি স্টারেদেরও। দেশের নামি দামি  ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন।
২০১৭ সালে অনুষ্ঠিত হয় সামান্থা ও নাগাচৈতন্যর বিয়ে। হিন্দু ও ক্রিস্টান দুই মতেই বিয়ে হয় এই দুই তারকার। তারকা খচিত আয়োজনে গোয়ার বুকে সামান্থা ও নাগাচৈতন্যর বিয়ের অনুষ্ঠান চোখ ধাঁধিয়ে দিয়েছিল তাবড় বলিউডি স্টারেদেরও। দেশের নামি দামি ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন।
advertisement
6/8
সামান্থা ও তাঁর স্বামী নাগাচৈতন্য মালদ্বীপে গিয়েছিলেন হানিমুনে। সেই সময় তোলা একটি ছবি থেকে নিজের শাড়ির পাড় ডিজাইন করান সামন্থা। এহেন সুপারস্টারের পুত্রবধূকে নিয়ে তাই গুঞ্জন সব মহলেই।
সামান্থা ও তাঁর স্বামী নাগাচৈতন্য মালদ্বীপে গিয়েছিলেন হানিমুনে। সেই সময় তোলা একটি ছবি থেকে নিজের শাড়ির পাড় ডিজাইন করান সামন্থা। এহেন সুপারস্টারের পুত্রবধূকে নিয়ে তাই গুঞ্জন সব মহলেই।
advertisement
7/8
হলিউড স্টার  অড্রে হেপবার্নের ভক্ত সামান্থা নিজেও সু-অভিনেত্রী। মূলত, ফ্যামিলি ম্যান ২ সিরিজে ইলাম তামিল গ্রুপের সদস্য হিসাবে রাজির চরিত্রে সামান্থাকে দেখানো হয়েছে। সেই চরিত্রের সঙ্গে তামিল টাইগারদের মিল রয়েছে বলে দাবি অনেকের।
হলিউড স্টার অড্রে হেপবার্নের ভক্ত সামান্থা নিজেও সু-অভিনেত্রী। মূলত, ফ্যামিলি ম্যান ২ সিরিজে ইলাম তামিল গ্রুপের সদস্য হিসাবে রাজির চরিত্রে সামান্থাকে দেখানো হয়েছে। সেই চরিত্রের সঙ্গে তামিল টাইগারদের মিল রয়েছে বলে দাবি অনেকের।
advertisement
8/8
বহু সমালোচক দাবি করছেন যে , সামান্থার চরিত্রটি দিয়ে তামিল টাইগারদের জঙ্গি হিসাবে দেখানো হয়েছে। যা নিয়ে বিতর্ক দেখা দেয়। আর বিতর্কের মাঝেই সামান্থার শ্বশুর নাগার্জুন অভিনেত্রীকে মুখ না খোলার পরামর্শ দেন। ছবি : ইস্টাগ্রাম
বহু সমালোচক দাবি করছেন যে , সামান্থার চরিত্রটি দিয়ে তামিল টাইগারদের জঙ্গি হিসাবে দেখানো হয়েছে। যা নিয়ে বিতর্ক দেখা দেয়। আর বিতর্কের মাঝেই সামান্থার শ্বশুর নাগার্জুন অভিনেত্রীকে মুখ না খোলার পরামর্শ দেন। ছবি : ইস্টাগ্রাম
advertisement
advertisement
advertisement