Esha Deol Divorce: দ্বিতীয় সন্তান জন্মের পরেই এ কী ঘটল! স্বামীগৃহ ত্যাগ ধর্মেন্দ্র-কন্যা এষার, ডিভোর্সের কারণ কি পরকীয়া নাকি...

Last Updated:
Esha Deol Divorce: দুই সন্তানকে নিয়ে স্বামীগৃহ ত্যাগ করলেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী। মঙ্গলবার যৌথ বিবৃতি জারি করেছেন এষা এবং তাঁর স্বামী ভরত তখতানি। গুঞ্জন ছিল আগেই। এবার সিলমোহর দিলেন সে খবরেই।
1/8
ঘর ভাঙল হেমা মালিনী ও ধর্মেন্দ্রর কন্যা এষা দেওলের৷ দুই সন্তানকে নিয়ে স্বামীগৃহ ত্যাগ করলেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী। মঙ্গলবার যৌথ বিবৃতি জারি করেছেন এষা এবং তাঁর স্বামী ভরত তখতানি। গুঞ্জন ছিল আগেই। এবার সিলমোহর দিলেন সে খবরেই।
ঘর ভাঙল হেমা মালিনী ও ধর্মেন্দ্রর কন্যা এষা দেওলের৷ দুই সন্তানকে নিয়ে স্বামীগৃহ ত্যাগ করলেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী। মঙ্গলবার যৌথ বিবৃতি জারি করেছেন এষা এবং তাঁর স্বামী ভরত তখতানি। গুঞ্জন ছিল আগেই। এবার সিলমোহর দিলেন সে খবরেই।
advertisement
2/8
দম্পতির বিবৃতি, ‘আমরা পারস্পরিক সম্মতিতে এবং শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনে এই পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান৷ এই সময়টাতে সবার কাছে একটিই অনুরোধ যাতে সকলে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেন।’
দম্পতির বিবৃতি, ‘আমরা পারস্পরিক সম্মতিতে এবং শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনে এই পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান৷ এই সময়টাতে সবার কাছে একটিই অনুরোধ যাতে সকলে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেন।’
advertisement
3/8
কিন্তু দীর্ঘ ১১ বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিলেন কেন তাঁরা? বলিপাড়ায় গুঞ্জন ছিল, এষার স্বামী ভরত নাকি পরকীয়ায় জড়িয়েছেন, সেই কারণেই নাকি ডিভোর্সের পথে হাঁটলেন হেমা-ধর্মেন্দ্র কন্যা৷
কিন্তু দীর্ঘ ১১ বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিলেন কেন তাঁরা? বলিপাড়ায় গুঞ্জন ছিল, এষার স্বামী ভরত নাকি পরকীয়ায় জড়িয়েছেন, সেই কারণেই নাকি ডিভোর্সের পথে হাঁটলেন হেমা-ধর্মেন্দ্র কন্যা৷
advertisement
4/8
কিন্তু এখন আবার অন্য কারণ শোনা গিয়েছে টিনসেল টাউনে। বিচ্ছেদের কারণের একটি ইঙ্গিত নাকি এষার একটি বইয়ে লেখা ছিল। ২০২০ সালে ‘আম্মা মিয়া: স্টোরিস, অ্যাডভাইস অ্যান্জ রেসিপি ফ্রম ওয়ান মাদার টু অ্যানাদর’ নামে বই লিখেছিলেন।
কিন্তু এখন আবার অন্য কারণ শোনা গিয়েছে টিনসেল টাউনে। বিচ্ছেদের কারণের একটি ইঙ্গিত নাকি এষার একটি বইয়ে লেখা ছিল। ২০২০ সালে ‘আম্মা মিয়া: স্টোরিস, অ্যাডভাইস অ্যান্জ রেসিপি ফ্রম ওয়ান মাদার টু অ্যানাদর’ নামে বই লিখেছিলেন।
advertisement
5/8
সেখানে লেখা, ‘আমার দ্বিতীয় সন্তানের পরে, অল্প সময়ের জন্য আমি লক্ষ করেছি, ভরত আমার উপর বিরক্ত ছিল। তার মনে হত, আমি তাকে যথেষ্ট সময় দিচ্ছি না। একজন স্বামীর জন্য এটা খুবই স্বাভাবিক। কারণ সেই সময়ে, আমি রাধ্যার প্লেস্কুল এবং মিরায়াকে খাওয়ানোতেই সময় দিচ্ছিলাম।’
সেখানে লেখা, ‘আমার দ্বিতীয় সন্তানের পরে, অল্প সময়ের জন্য আমি লক্ষ করেছি, ভরত আমার উপর বিরক্ত ছিল। তার মনে হত, আমি তাকে যথেষ্ট সময় দিচ্ছি না। একজন স্বামীর জন্য এটা খুবই স্বাভাবিক। কারণ সেই সময়ে, আমি রাধ্যার প্লেস্কুল এবং মিরায়াকে খাওয়ানোতেই সময় দিচ্ছিলাম।’
advertisement
6/8
‘তাছাড়া বই লেখা এবং মিটিং নিয়েও ব্যস্ত। তাই সে অবহেলিত বোধ করে। আমিও খুব তাড়াতাড়ি আমার ভুলগুলি লক্ষ করেছি। আমার মনে পড়ল, ভরত আমার কাছে একটি নতুন টুথব্রাশ চেয়েছিল, আমি দিতে ভুলে গিয়েছিলাম। বা যখন তার শার্ট ইস্ত্রি করা হয়নি, অথবা যখন ও কী খেয়ে অফিসে গেল, সেটাও খেয়াল করিনি।’
‘তাছাড়া বই লেখা এবং মিটিং নিয়েও ব্যস্ত। তাই সে অবহেলিত বোধ করে। আমিও খুব তাড়াতাড়ি আমার ভুলগুলি লক্ষ করেছি। আমার মনে পড়ল, ভরত আমার কাছে একটি নতুন টুথব্রাশ চেয়েছিল, আমি দিতে ভুলে গিয়েছিলাম। বা যখন তার শার্ট ইস্ত্রি করা হয়নি, অথবা যখন ও কী খেয়ে অফিসে গেল, সেটাও খেয়াল করিনি।’
advertisement
7/8
যদিও এষা তারপর লেখেন কীভাবে ফের দাম্পত্যে প্রাণ ফেরাতে কী কী করেছিলেন। তবে কি সেই প্রচেষ্টাও যথেষ্ট ছিল না বলেই ভরত আর সম্পর্কে থাকতে রাজি নন? নাকি সত্যিই তিনি অন্য কোনও প্রেমে পড়েছিলেন?
যদিও এষা তারপর লেখেন কীভাবে ফের দাম্পত্যে প্রাণ ফেরাতে কী কী করেছিলেন। তবে কি সেই প্রচেষ্টাও যথেষ্ট ছিল না বলেই ভরত আর সম্পর্কে থাকতে রাজি নন? নাকি সত্যিই তিনি অন্য কোনও প্রেমে পড়েছিলেন?
advertisement
8/8
২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা। তাঁর দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরা আসে কোল আলো করে। তারপরই আচমকা চিড় ধরে সুখের সংসারে। সূত্র বলছে ২০২৩ সালের শেষের দিক থেকেই আলাদা থাকছিলেন এষা ও ভারত৷ নিজের সন্তানদের নিয়ে স্বামীর ঘর ছেড়ে মায়ের কাছে ছিলেন নায়িকা৷
২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা। তাঁর দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরা আসে কোল আলো করে। তারপরই আচমকা চিড় ধরে সুখের সংসারে। সূত্র বলছে ২০২৩ সালের শেষের দিক থেকেই আলাদা থাকছিলেন এষা ও ভারত৷ নিজের সন্তানদের নিয়ে স্বামীর ঘর ছেড়ে মায়ের কাছে ছিলেন নায়িকা৷
advertisement
advertisement
advertisement