Esha-Bharat Divorce: 'ডিভোর্স'টা পাকাপাকি হয়েই গেল, জল্পনা সত্যি করে সিলমোহর এষার, কেন ভাঙল ১১ বছরের সংসার?

Last Updated:
Esha-Bharat Divorce: অবশেষে বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিলেন এষাও তাঁর স্বামী ভরত তখতানি৷ এবার সংবাদমাধ্যমে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এষা ও ভরত।
1/7
বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল এষার সংসার ভাঙনের খবর৷ দীর্ঘ ১১ বছরের দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন এষা দেওল ও তাঁর স্বামী ভরত তখতানি৷ এই খবরে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া৷ অবশেষে বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিলেন এষাও তাঁর স্বামী ভরত তখতানি৷
বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল এষার সংসার ভাঙনের খবর৷ দীর্ঘ ১১ বছরের দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন এষা দেওল ও তাঁর স্বামী ভরত তখতানি৷ এই খবরে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া৷ অবশেষে বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিলেন এষাও তাঁর স্বামী ভরত তখতানি৷
advertisement
2/7
ব্যক্তিগত জীবন নিয়ে মোটেই মুখ খুলতে পছন্দ করেন না হেমা মালিনী ও ধর্মেন্দ্র কন্যা এষা দেওল৷  পুরো বিষয়টা নিয়েই স্পিকটি নট অভিনেত্রী৷ তবে এবার সংবাদমাধ্যমে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এষা ও ভরত।
ব্যক্তিগত জীবন নিয়ে মোটেই মুখ খুলতে পছন্দ করেন না হেমা মালিনী ও ধর্মেন্দ্র কন্যা এষা দেওল৷ পুরো বিষয়টা নিয়েই স্পিকটি নট অভিনেত্রী৷ তবে এবার সংবাদমাধ্যমে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এষা ও ভরত।
advertisement
3/7
মঙ্গলবার সংবাদমাধ্যমকে দু'জনে একটি যৌথ বিবৃতি জারি করে জানান,'আমরা পারস্পরিক  সম্মতিতে এবং শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনে এই পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান৷ এই সময়টাতে সবার কাছ থেকে একটাই আশা করব যাতে সকলে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখে।'
মঙ্গলবার সংবাদমাধ্যমকে দু'জনে একটি যৌথ বিবৃতি জারি করে জানান,'আমরা পারস্পরিক সম্মতিতে এবং শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনে এই পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান৷ এই সময়টাতে সবার কাছ থেকে একটাই আশা করব যাতে সকলে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখে।'
advertisement
4/7
২০১২ সালে ধুমধাম করে  হিরে ব্যবসায়ী ভরতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হেমা ও ধর্মেন্দ্র কন্যা এষা দেওল৷
২০১২ সালে ধুমধাম করে হিরে ব্যবসায়ী ভরতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হেমা ও ধর্মেন্দ্র কন্যা এষা দেওল৷
advertisement
5/7
২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা। তাঁর দু'বছর পর দ্বিতীয় সন্তান মীরা আসে কোল আলো করে। তারপরই আচমকা চিড় ধরে সুখের সংসারে।
২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা। তাঁর দু'বছর পর দ্বিতীয় সন্তান মীরা আসে কোল আলো করে। তারপরই আচমকা চিড় ধরে সুখের সংসারে।
advertisement
6/7
সূত্র বলছে ২০২৩ সালের শেষের দিক থেকেই আলাদা থাকছিলেন এষা ও ভারত৷ নিজের সন্তানদের নিয়ে স্বামীর ঘর ছেড়ে মায়ের কাছে ছিলেন নায়িকা৷
সূত্র বলছে ২০২৩ সালের শেষের দিক থেকেই আলাদা থাকছিলেন এষা ও ভারত৷ নিজের সন্তানদের নিয়ে স্বামীর ঘর ছেড়ে মায়ের কাছে ছিলেন নায়িকা৷
advertisement
7/7
শোনা যাচ্ছে, স্বামী ভরত নাকি পরকীয়ায় জড়িয়েছেন, সেই কারণেই নাকি ১১ বছরের সংসার ছেড়ে ডিভোর্সের পথে হাঁটলেন হেমা-ধর্মেন্দ্র কন্যা৷
শোনা যাচ্ছে, স্বামী ভরত নাকি পরকীয়ায় জড়িয়েছেন, সেই কারণেই নাকি ১১ বছরের সংসার ছেড়ে ডিভোর্সের পথে হাঁটলেন হেমা-ধর্মেন্দ্র কন্যা৷
advertisement
advertisement
advertisement