

প্রতিক্ষার অবসান! সাত পাকে বাঁধা পড়লেন টলিটাউনের রাজশ্রী ওরফে পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার থেকেই বাওয়ালি রাজবাড়ি সরগরম। উপস্থিত অতিথিরাও। জমজমাট আইবুড়ো ভাত, মেহেন্দি, সঙ্গীতের পর শুক্রবার গোধূলি লগ্নে গাটছড়া বাঁধলেন রাজ, শুভশ্রীPhoto Couresy: Rudranil Ghosh


এবার মলাবদলের পালা।শুভশ্রীর লাল টুকটুকে ট্র্যাডিশনাল বেনারসি শাড়ি ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। গায়ে সাবেকি সোনার গয়না।Photo Couresy: Rudranil Ghosh


অনস্ক্রিন বহুবার বউ সেজেছেন 'পরাণ যায় জ্বলিয়া রে' স্টার! কিন্তু অফস্ক্রিনে সিঁদুর পরে সুপার এক্সাইটেড তিনি!Photo Couresy: Rudranil Ghosh


বর উপরে না বউ? একবার শুভশ্রীর পিড়ি প্রায় আকাশ ছোঁয়ে তো একবার রাজের! চলছে বন্ধুদের ঠাট্টা-তামাশা!Photo Couresy: Rudranil Ghosh


অতিথিদের তালিকায় ছিলেন টলিটাউনের বহু তারকা! সেলফি মুড-এ স্বস্ত্রীক অরিন্দম শীল, রুদ্রনীল, জুন মালিয়া, তনুশ্রীPhoto Couresy: Rudranil Ghosh


তখন রাজে মাথায় টোপড় উঠে গিয়েছে! শুভশ্রীর লাল বেনারসির কনট্রাস্টে রাজ বেছেছেন সবুজ সাবেকি ধাঁচের পাঞ্জাবি। ডিজাইন করেছেন স্টাইলিস্ট ও ডিজাইনার রাজ বন্দ্যোপাধ্যায়।Photo Couresy: Rudranil Ghosh


বিয়ের আসরেও সেলফি তুলতে ভোলেননি রাজ! প্রিয় বন্ধু রুদ্রনীল ঘোষের সঙ্গে '৩২ অল আউট সেলফি'!Photo Couresy: Rudranil Ghosh