প্রতিক্ষার অবসান! সাত পাকে বাঁধা পড়লেন টলিটাউনের 'রাজশ্রী' ওরফে পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার থেকেই বাওয়ালি রাজবাড়ি সরগরম। উপস্থিত অতিথিরাও। জমজমাট আইবুড়ো ভাত, মেহেন্দি, সঙ্গীতের পর শুক্রবার গোধূলি লগ্নে গাটছড়া বাঁধলেন রাজ, শুভশ্রী
Photo Couresy: Rudranil Ghosh