Emraan Hashmi Ripped Biceps: সলমনের বিরুদ্ধে লড়বেন, বলিউডের কিসিংম্যান-কে চিনতে পারছেন?

Last Updated:
লাভার বয় তিনি। কিন্তু ইমরান হাশমির বাইসেপ-এর সাইজ দেখে অনেকেই অবাক।
1/5
বলিউডে তিনি লাভার বয়, কিসিংম্যান হিসেবেই পরিচিত। সেই তিনিই কি না এমন শক্তপোক্ত শরীর গড়ে ফেলবেন কে জানত! ইমরান হাশমিকে তো চেনা দায়।
বলিউডে তিনি লাভার বয়, কিসিংম্যান হিসেবেই পরিচিত। সেই তিনিই কি না এমন শক্তপোক্ত শরীর গড়ে ফেলবেন কে জানত! ইমরান হাশমিকে তো চেনা দায়।
advertisement
2/5
রিপড বাইসেপস, সিক্স প্যাক গড়েছেন। খাওয়া-দাওয়া থেকে শুরু করে কসরতের ধরণ, সবই বদলে ফেলেছেন ইমরান।
রিপড বাইসেপস, সিক্স প্যাক গড়েছেন। খাওয়া-দাওয়া থেকে শুরু করে কসরতের ধরণ, সবই বদলে ফেলেছেন ইমরান।
advertisement
3/5
টাইগার জিন্দা হ্যায়-এর সিকুয়েল-এ দেখা যাবে ইমরান হাশমিকে। ভিলেন-এর ভূমিকায়। সলমান খানের বিরুদ্ধে লড়বেন তিনি। আর তাই পেশিবহুল শরীর গড়ার প্রস্তুতি শুরু করেছেন।
টাইগার জিন্দা হ্যায়-এর সিকুয়েল-এ দেখা যাবে ইমরান হাশমিকে। ভিলেন-এর ভূমিকায়। সলমান খানের বিরুদ্ধে লড়বেন তিনি। আর তাই পেশিবহুল শরীর গড়ার প্রস্তুতি শুরু করেছেন।
advertisement
4/5
টাইগার-৩-এর জন্য ইমরান হাশমির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই সিনেমায় একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে ইমরানকে।
টাইগার-৩-এর জন্য ইমরান হাশমির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই সিনেমায় একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে ইমরানকে।
advertisement
5/5
চেহরে সিনেমায় বিগ বি-র সঙ্গে দেখা যাবে ইমরান হাশমিকে। চেহেরে-তে রিয়া চক্রবর্তীকেও দেখা যাবে।
চেহরে সিনেমায় বিগ বি-র সঙ্গে দেখা যাবে ইমরান হাশমিকে। চেহেরে-তে রিয়া চক্রবর্তীকেও দেখা যাবে।
advertisement
advertisement
advertisement