Elli AvrRam: অভিনয় করার স্বপ্ন নিয়ে সুদূর ইউরোপ থেকে মুম্বই এসেছিলেন অভিনেত্রী; তাঁর কঠিন লড়াই চোখে জল এনে দেবে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
কথা হচ্ছে এলি আব্রামের! সুদূর সুইডেন থেকে দু’চোখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কোনওক্রমে টাকা জোগাড় করে পাড়ি দিয়েছিলেন ভারতে।
আলাদা করে আজ তাঁর পরিচয়ের প্রয়োজন হয় না। কারণ প্রায় এক দশক ধরে বি-টাউনে রাজত্ব করছেন তিনি। বলিউডের বিদেশিনী সুন্দরীদের মধ্যে অন্যতম তিনি। কথা হচ্ছে এলি আব্রামের! সুদূর সুইডেন থেকে দু’চোখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কোনওক্রমে টাকা জোগাড় করে পাড়ি দিয়েছিলেন ভারতে। এর পরেই রাতারাতি প্রচারের আলোয় এসে গিয়েছিলেন। কাজ করেছেন বিভিন্ন টিভি শো এবং বলিউডি ছবিতেও। অভিনেত্রীর জন্মদিনে তাঁর জীবনের সেই লড়াইয়ের গল্পই শুনে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
তবে স্বপ্ন দেখলেই তো হল না, তা সত্যি করার জন্য বহু কাঠখড় পোড়াতে হয়! এলিও তার ব্যতিক্রম নন! এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সুইডেন থেকে ভারতে পৌঁছতে তাঁর তিন বছর লেগে গিয়েছিল। কারণ তাঁর বাবা কড়া ধাঁচের মানুষ ছিলেন। ফলে তাঁকে বোঝানো অতটাও সহজ ছিল না। এলি আরও বলেন, “আমি একটি গহনার দোকানে কাজ করতাম। সেখান থেকে আয় করা টাকা জমিয়ে রাখতাম ভারতে পৌঁছানোর জন্য।”
advertisement
advertisement
বলিউডে পা রেখে অল্প সময়ের মধ্যেই নাম করেন এলি। খোদ সলমন খানেরও সহযোগিতা পেয়েছেন তিনি। রিয়্যালিটি শো ‘বিস বস ৭’-এ দেখা গিয়েছিল তাঁকে। কিছু সময়ের মধ্যেই প্রচারের আলোয় চলে আসেন অভিনেত্রী। তাঁর হাতে আসে ‘মিকি ভাইরাস’ ছবির অফার। বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেনি। তবে এই ছবি তাঁর কেরিয়ারের দরজা খুলে দিয়েছিল।
advertisement