Durga Puja 2021: মুক্তি পেল রূপঙ্কর বাগচীর কণ্ঠে 'শারদ উচ্ছাস-এর দুর্গাপুজোর গান 'দুগ্গা এবার ঘরে'
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই গানের(Durga Puja 2021) ভিডিওতে দেখা গিয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য, রাজীব বোস ও বিভান ঘোষকে।
*দুর্গাপুজো মানেই যেমন নতুন জামা, প্যান্ডেল হপিং, প্রচুর আড্ডা ও মিলন৷ তেমনই পুজো মানেই তো শিল্পীদের নতুন গান৷ যেই গান প্যান্ডল মুখর করে তুলবে৷ সময়ের সঙ্গে সঙ্গে সে রীতি কিছুটা কমেছে, তবে এখনও পুরনো নিয়ম মেনে তৈরি হয় বাংলা গান, শুধুমাত্র দুর্গাপুজোকে কেন্দ্র করে৷ যার মধ্যে ধরা পড়ে পুজোর মেজাজ৷
advertisement
advertisement
advertisement
advertisement
*এই গানের ভিডিওতে দেখা গিয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য, রাজীব বোস ও বিভান ঘোষকে। দেখা যাবে শিশুশিল্পী পরীয়া নন্দীকেও৷ নীল জানিয়েছেন যে তিনি নিশ্চিত প্রতি পুজোর প্যান্ডেলে বাজবে এই গান। রাজীব ও বিভানের আশা তুমুল জনপ্রিয় হবে এই গান। গানটি ইউটিউব ছাড়াও শোনা যাচ্ছে সমস্ত অডিও প্ল্যাটফর্মে।