Drishyam 2: গোয়ার বালুকাবেলায় টাব্বু,চৈতি ও অজয় দেবগনের ঝকঝকে উপস্থিতি, রইল বন্ধুত্বের অ্যালবাম

Last Updated:
টাব্বু,চৈতি ও অজয় দেবগনের মধ্যে কোথাও যেন যোগসূত্র বেধে দিল অমর্ত্য...
1/6
#মুম্বই: টাব্বুর সঙ্গে অভিনেতা চৈতি ঘোষালের সখ্যতা দীর্ঘদিনের। 'আবার অরণ্যে'এর সেট থেকে শুরু হওয়া বন্ধুতা কোথাও যেন আত্মীয়তায় পরিণত হয়েছে। অভিনয়ের চেনা গণ্ডির বাইরে, টলিউড বলিউডের প্লাস্টিক স্মাইলকে অতিক্রম করে টাব্বু ও চৈতি নিজেদের একটা ব্যক্তিগত পরিশর তৈরি করেছেন। সুখে-দুখে , প্রয়োজনে- অপ্রয়োজনে, হাসি-কান্নায় দুজনেই যেন ঠিক রবীন্দ্রনাথের "কবিতা আমার বহুকালের প্রেয়সী" এর মত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছেন।
#মুম্বই: টাব্বুর সঙ্গে অভিনেতা চৈতি ঘোষালের সখ্যতা দীর্ঘদিনের। 'আবার অরণ্যে'এর সেট থেকে শুরু হওয়া বন্ধুতা কোথাও যেন আত্মীয়তায় পরিণত হয়েছে। অভিনয়ের চেনা গণ্ডির বাইরে, টলিউড বলিউডের প্লাস্টিক স্মাইলকে অতিক্রম করে টাব্বু ও চৈতি নিজেদের একটা ব্যক্তিগত পরিশর তৈরি করেছেন। সুখে-দুখে , প্রয়োজনে- অপ্রয়োজনে, হাসি-কান্নায় দুজনেই যেন ঠিক রবীন্দ্রনাথের "কবিতা আমার বহুকালের প্রেয়সী" এর মত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছেন।
advertisement
2/6
দিন কয়েক আগে চৈতি গোয়ায় গিয়েছিলেন একটি প্রফেশনাল কাজে। আর সেখানে "দৃশ্যম ২" এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে প্রিয় বান্ধবীকে আগেভাগেই আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন টাব্বু। গোয়ার সমুদ্র তটে দেখা দুই সহচরির। তবে কাহিনীর মোচড় ঠিক অন্য জায়গায়। 'দৃশ্যম ২' এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অজয় দেবগনের মুখোমুখি চৈতি ঘোষাল।
দিন কয়েক আগে চৈতি গোয়ায় গিয়েছিলেন একটি প্রফেশনাল কাজে। আর সেখানে "দৃশ্যম ২" এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে প্রিয় বান্ধবীকে আগেভাগেই আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন টাব্বু। গোয়ার সমুদ্র তটে দেখা দুই সহচরির। তবে কাহিনীর মোচড় ঠিক অন্য জায়গায়। 'দৃশ্যম ২' এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অজয় দেবগনের মুখোমুখি চৈতি ঘোষাল।
advertisement
3/6
টাব্বু-চৈতি- অজয়ের মধ্যে অজান্তেই একটা যোগসূত্র বেধে দিল চৈতির ছেলে অমর্ত্য। খোলসা করে বললে অজয় দেবগনের সঙ্গে 'ময়দান' ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন অমর্ত্য। অমিত শর্মার এই ছবির মাধ্যমেই সৈয়দ আব্দুলের জীবন বড় পর্দায় তুলে ধরতে চলেছেন অজয়। 'ময়দান' এ চুনি গোস্বামীর চরিত্রে অভিনয় করেছেন অমর্ত্য রায়। কিন্তু ছবির শুটিংয়ে বা সেটে কখনোই অজয়ের মুখোমুখি হননি অমর্ত্যর মা চৈতি।
টাব্বু-চৈতি- অজয়ের মধ্যে অজান্তেই একটা যোগসূত্র বেধে দিল চৈতির ছেলে অমর্ত্য। খোলসা করে বললে অজয় দেবগনের সঙ্গে 'ময়দান' ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন অমর্ত্য। অমিত শর্মার এই ছবির মাধ্যমেই সৈয়দ আব্দুলের জীবন বড় পর্দায় তুলে ধরতে চলেছেন অজয়। 'ময়দান' এ চুনি গোস্বামীর চরিত্রে অভিনয় করেছেন অমর্ত্য রায়। কিন্তু ছবির শুটিংয়ে বা সেটে কখনোই অজয়ের মুখোমুখি হননি অমর্ত্যর মা চৈতি।
advertisement
4/6
গোয়াতে টাব্বুর নায়ক ও ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয়বন্ধু অজয় দেবগনের সঙ্গে দেখা তাঁর আরেক প্রিয়সখা চৈতির । যেখানে চৈতি অমর্ত্যর মা। অমর্ত্য অনুপস্থিত থেকেও কোথাও যেন একটা মিসিং লিঙ্ক। ২০২৩ এর শুরুতেই মুক্তি পাবে ' ময়দান '। নতুন চমক নিয়ে পর্দায় আসতে চলেছেন অজয় দেবগণ। ছবি নিয়ে পর্দার সৈয়দ যতটা এক্সাইটেড। ততটাই উৎসুক সেলুলয়েডে চুনি গোস্বামীর মা চৈতি ঘোষাল।
গোয়াতে টাব্বুর নায়ক ও ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয়বন্ধু অজয় দেবগনের সঙ্গে দেখা তাঁর আরেক প্রিয়সখা চৈতির । যেখানে চৈতি অমর্ত্যর মা। অমর্ত্য অনুপস্থিত থেকেও কোথাও যেন একটা মিসিং লিঙ্ক। ২০২৩ এর শুরুতেই মুক্তি পাবে ' ময়দান '। নতুন চমক নিয়ে পর্দায় আসতে চলেছেন অজয় দেবগণ। ছবি নিয়ে পর্দার সৈয়দ যতটা এক্সাইটেড। ততটাই উৎসুক সেলুলয়েডে চুনি গোস্বামীর মা চৈতি ঘোষাল।
advertisement
5/6
সমস্ত প্রফেশনাল কমিটমেন্ট মিটিয়ে গোয়ার প্রাইভেট বিচের এক পাঁচতারা হোটেলের কটেজে একান্তে দুদিন সময় কাটালেন চৈতি ও টাব্বু। যেখানে কাজের বাইরে কলকাতা মুম্বইয়ের বাইরে শুধুই দুজন দুজনের মনের আয়না।
সমস্ত প্রফেশনাল কমিটমেন্ট মিটিয়ে গোয়ার প্রাইভেট বিচের এক পাঁচতারা হোটেলের কটেজে একান্তে দুদিন সময় কাটালেন চৈতি ও টাব্বু। যেখানে কাজের বাইরে কলকাতা মুম্বইয়ের বাইরে শুধুই দুজন দুজনের মনের আয়না।
advertisement
6/6
চৈতির কথায়," আমার পরিবারে দুটো বড় অঘটন ঘটে যাওয়ার পর এই প্রথম টাব্বুর সঙ্গে দেখা। ওর সহমর্মিতার হাত বরাবরই আমার কাঁধে ছিল। হয়তো সামনাসামনি নয় ভার্চুয়ালি টাব্বু সমস্ত ক্রাইসিসে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। তবে এতদিন পর বালুকাবেলায় ডুবন্ত সূর্যের আলোয় আমরা দুই বান্ধবী মনের খাতা খুলে বসলাম। একান্তে কাটানো এই টুকরো টুকরো ছবিগুলিই তো আঁকা হয়ে থেকে  যায় জীবনে"।
চৈতির কথায়," আমার পরিবারে দুটো বড় অঘটন ঘটে যাওয়ার পর এই প্রথম টাব্বুর সঙ্গে দেখা। ওর সহমর্মিতার হাত বরাবরই আমার কাঁধে ছিল। হয়তো সামনাসামনি নয় ভার্চুয়ালি টাব্বু সমস্ত ক্রাইসিসে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। তবে এতদিন পর বালুকাবেলায় ডুবন্ত সূর্যের আলোয় আমরা দুই বান্ধবী মনের খাতা খুলে বসলাম। একান্তে কাটানো এই টুকরো টুকরো ছবিগুলিই তো আঁকা হয়ে থেকে  যায় জীবনে"।
advertisement
advertisement
advertisement