Bonny Sengupta I Sukhen Das : দিনরাত খেটে টলিপাড়ায় জায়গা তৈরি করেন অনাথ সুখেন দাস, তাঁরই নাতি বনির নাম আজ দুর্নীতিতে
- Published by:Teesta Barman
Last Updated:
Bonny Sengupta I Sukhen Das : প্রবল অর্থকষ্টে বড় হয়েছেন তিনি। কারণ তাঁর বাবা-মা ছিলেন না। অনাথ সুখেন দাস তার ফলে পড়াশোনা বেশি করতে পারেননি। এক সময়ে অনাথাশ্রম থেকে পালিয়ে গিয়ে এক চিকিৎসকের চেম্বারে আশ্রয় নেন।
advertisement
advertisement
advertisement
advertisement
স্টুডিও পাড়ায় যাতায়াত করা শুরু করেন। সেই সময়ে পরিচালক দেবনারায়ণ গুপ্তর নজরে আসে এই ছোট্ট ছেলেটি। ছোট বয়সেই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। শিশুশিল্পী হিসেবে পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। মাস্টার সুখেন নামেই পরিচিত ছিলেন। ‘দাসীপুত্র’ ছবিতে প্রথম কাজ। তার পর একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি। ‘মা এক মন্দির’, ‘প্রতিশোধ’, ‘দাদামণি’, ‘ধন্যি মেয়ে’ সেগুলির মধ্যে উল্লেখযোগ্য।
advertisement
advertisement