স্টুডিও পাড়ায় যাতায়াত করা শুরু করেন। সেই সময়ে পরিচালক দেবনারায়ণ গুপ্তর নজরে আসে এই ছোট্ট ছেলেটি। ছোট বয়সেই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। শিশুশিল্পী হিসেবে পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। মাস্টার সুখেন নামেই পরিচিত ছিলেন। ‘দাসীপুত্র’ ছবিতে প্রথম কাজ। তার পর একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি। ‘মা এক মন্দির’, ‘প্রতিশোধ’, ‘দাদামণি’, ‘ধন্যি মেয়ে’ সেগুলির মধ্যে উল্লেখযোগ্য।