কত টাকায় শাহরুখ খান 'মন্নত' কিনেছিলেন? জানলে হা হয়ে যাবেন, এখন দাম ৩০০ কোটি টাকা

Last Updated:
Shahrukh Khan Mannat Price: ছয় মহলার বাড়ি শাহরুখ ও গৌরি খানের মন্নত। ওই জায়গার নাম ‘ভিলা ভিয়েনা’ থেকে বদলে ‘জন্নত’ হয়। তার পর শেষে মন্নত। এতবার নাম বদল হয়েছিল কিং খানের সাধের বাংলোর। এর পিছনেও রয়েছে বড়সড় কারণ।
1/7
শাহরুখ খানের বিলাস-বহুল বাড়ি 'মান্নত'! প্রতিদিন বহু ভক্ত এই বাড়ির সামনে ভিড় জমায়! শুধু মাত্র শাহরুখ খানের এক ঝলক দেখার জন্য! তবে জানেন কি, এই 'মান্নত' শাহরুখ কেনার আগে বহু সিনেমার শুটিং হয়েছে এই বাড়িতে। এমনকী শাহরুখের নিজের ছবিও আছে এই তালিকায়!
শাহরুখ খানের বিলাস-বহুল বাড়ি 'মান্নত'! প্রতিদিন বহু ভক্ত এই বাড়ির সামনে ভিড় জমায়! শুধু মাত্র শাহরুখ খানের এক ঝলক দেখার জন্য! তবে জানেন কি, এই 'মান্নত' শাহরুখ কেনার আগে বহু সিনেমার শুটিং হয়েছে এই বাড়িতে। এমনকী শাহরুখের নিজের ছবিও আছে এই তালিকায়!
advertisement
2/7
শুরুর দিকে ‘সার্কাস’ ও ‘ফৌজি’-র মতো টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছিলেন শাহরুখ। তার পর রূপোলি পর্দায় আগমন। আর ফিরে তাকাতে হয়নি বলিউডের বাদশাকে।
শুরুর দিকে ‘সার্কাস’ ও ‘ফৌজি’-র মতো টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছিলেন শাহরুখ। তার পর রূপোলি পর্দায় আগমন। আর ফিরে তাকাতে হয়নি বলিউডের বাদশাকে।
advertisement
3/7
শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মন্নত। সেই বাড়ির কথা কে না জানে! কিন্তু এই বাড়িটি শাহরুখ কিনেছিলেন অন্য একজনের থেকে।
শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মন্নত। সেই বাড়ির কথা কে না জানে! কিন্তু এই বাড়িটি শাহরুখ কিনেছিলেন অন্য একজনের থেকে।
advertisement
4/7
ছয় মহলার বাড়ি শাহরুখ ও গৌরি খানের মন্নত। ওই জায়গার নাম ‘ভিলা ভিয়েনা’ থেকে বদলে ‘জন্নত’ হয়। তার পর শেষে মন্নত।
ছয় মহলার বাড়ি শাহরুখ ও গৌরি খানের মন্নত। ওই জায়গার নাম ‘ভিলা ভিয়েনা’ থেকে বদলে ‘জন্নত’ হয়। তার পর শেষে মন্নত।
advertisement
5/7
মুম্বইয়ের একটি পর্যটন স্থান হয়ে উঠেছে মন্নত। এক ব্যবসায়ীর বাংলো ছিল এটি। তাঁর থেকেই শাহরুখ সেটি কেনেন।
মুম্বইয়ের একটি পর্যটন স্থান হয়ে উঠেছে মন্নত। এক ব্যবসায়ীর বাংলো ছিল এটি। তাঁর থেকেই শাহরুখ সেটি কেনেন।
advertisement
6/7
১৩.২৩ কোটি টাকায় মন্নত কিনেছিলেন কিং খান। ইয়েস বস সিনেমার সময় শাহরুখের এই বাংলো পছন্দ হয়। তিনি ঠিক করেন, এই বাংলো কিনবেন।
১৩.২৩ কোটি টাকায় মন্নত কিনেছিলেন কিং খান। ইয়েস বস সিনেমার সময় শাহরুখের এই বাংলো পছন্দ হয়। তিনি ঠিক করেন, এই বাংলো কিনবেন।
advertisement
7/7
২০০১ সালে শাহরুখ খান এই বাংলাে কেনেন। তিনি একবার বলেছিলেন, কোনওমতেই তিনি মন্নত বিক্রি করবেন না কখনও।
২০০১ সালে শাহরুখ খান এই বাংলাে কেনেন। তিনি একবার বলেছিলেন, কোনওমতেই তিনি মন্নত বিক্রি করবেন না কখনও।
advertisement
advertisement
advertisement