Srijato-Manabjamin: শুরু হল 'মানবজমিন'-এর শ্যুটিং! কবিতার মতো দক্ষ হাতে সামলালেন পরিচালক শ্রীজাত !

Last Updated:
Srijato-Manabjamin: প্রথম দিনের শ্যুটিং হয়ে গেল 'মানবজমিন'-এর। রইল বিশেষ ছবি
1/6
শ্যুটিং শুরু হল শ্রীজাতর প্রথম পরিচালিত ছবি 'মানবজমিন'-এর। নানা বিতর্ক ছিল এই ছবি নিয়ে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ফ্লোরে 'মানবজমিন'। photo source Facebook
শ্যুটিং শুরু হল শ্রীজাতর প্রথম পরিচালিত ছবি 'মানবজমিন'-এর। নানা বিতর্ক ছিল এই ছবি নিয়ে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ফ্লোরে 'মানবজমিন'। photo source Facebook
advertisement
2/6
পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায় এই ছবিতে অভিনয় করছেন। ২৫ শে মার্চ শুক্রবার শুরু হয়েছে ছবির শ্যুটিং। কলকাতার আনাচে-কানাচে ঘুরেই তৈরি হল ছবির দৃশ্য।  photo source Facebook
পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায় এই ছবিতে অভিনয় করছেন। ২৫ শে মার্চ শুক্রবার শুরু হয়েছে ছবির শ্যুটিং। কলকাতার আনাচে-কানাচে ঘুরেই তৈরি হল ছবির দৃশ্য। photo source Facebook
advertisement
3/6
স্ক্রিপ্ট বোঝানো থেকে শট বুঝে নেওয়া সবটাই দক্ষ হাতে সামলালেন শ্রীজাত।  শ্রীজাত তাঁর সোশ্যাল মাধ্যমে 'মানবজমিন'-এর প্রথম দিনের শ্যুটিংয়ের ছবি শেয়ার করেছেন।  photo source Facebook
স্ক্রিপ্ট বোঝানো থেকে শট বুঝে নেওয়া সবটাই দক্ষ হাতে সামলালেন শ্রীজাত। শ্রীজাত তাঁর সোশ্যাল মাধ্যমে 'মানবজমিন'-এর প্রথম দিনের শ্যুটিংয়ের ছবি শেয়ার করেছেন। photo source Facebook
advertisement
4/6
'মানবজমিন'-এর প্রযোজক রানা সরকার। তিনিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি নিয়ে পোস্ট করেছেন। পরমব্রত ইনস্টগ্রামে নিজের লুকের ছবি দিয়ে 'মানবজমিন' নিয়ে লিখেছেন।  photo source Facebook
'মানবজমিন'-এর প্রযোজক রানা সরকার। তিনিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি নিয়ে পোস্ট করেছেন। পরমব্রত ইনস্টগ্রামে নিজের লুকের ছবি দিয়ে 'মানবজমিন' নিয়ে লিখেছেন। photo source Facebook
advertisement
5/6
এই ছবিতে অভিনয় করছেন পরিচালক, কবি শ্রীজাতর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায়ও। যদিও নাটকের সূত্রে অভিনয়ের সঙ্গে দূর্বার যোগ আগে থেকেই ছিল। 'মানবজমিন'-এ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে।  photo source Facebook
এই ছবিতে অভিনয় করছেন পরিচালক, কবি শ্রীজাতর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায়ও। যদিও নাটকের সূত্রে অভিনয়ের সঙ্গে দূর্বার যোগ আগে থেকেই ছিল। 'মানবজমিন'-এ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। photo source Facebook
advertisement
6/6
শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন সকলেই। তবে করোনার কথা ভোলেননি কেউ। পরিচালকের মুখে গোটা শ্যুট জুড়েই মাস্ক দেখা গেল। প্রসঙ্গত দু'বার করোনা আক্রান্ত হয়েছিলেন শ্রীজাত। সকলেই পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রীজাত তাঁর কবিতার মতোই অসাধারণ কিছু সকলকে উপহার দেবেন তা বলাই বাহুল্য।  photo source Facebook
শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন সকলেই। তবে করোনার কথা ভোলেননি কেউ। পরিচালকের মুখে গোটা শ্যুট জুড়েই মাস্ক দেখা গেল। প্রসঙ্গত দু'বার করোনা আক্রান্ত হয়েছিলেন শ্রীজাত। সকলেই পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রীজাত তাঁর কবিতার মতোই অসাধারণ কিছু সকলকে উপহার দেবেন তা বলাই বাহুল্য। photo source Facebook
advertisement
advertisement
advertisement