Dipankar Dey Dolon Roy: দ্বিতীয় বিবাহবার্ষিকীতে 'গায়ে হলুদ', একে অপরের ভালবাসায় বুঁদ দোলন, দীপঙ্কর দে

Last Updated:
দ্বিতীয় বিবাহবার্ষিকীতে 'গায়ে হলুদ'... হলুদে হলুদে রাঙালেন দোলন- দীপঙ্কর, দুজনেই ম্যাচিং করে পরেছেন হলুদ পোশাক
1/5
২২ বছরের বেশি সময় একসঙ্গে থাকার পর, ২০২০ সালের ১৬ জানুয়ারি আইনত বিয়ে করেন দোলন রায় এবং দীপঙ্কর দে।
২২ বছরের বেশি সময় একসঙ্গে থাকার পর, ২০২০ সালের ১৬ জানুয়ারি আইনত বিয়ে করেন দোলন রায় এবং দীপঙ্কর দে।
advertisement
2/5
দ্বিতীয় বিবাহবার্ষিকীতে 'গায়ে হলুদ'... হলুদে হলুদে রাঙালেন দোলন- দীপঙ্কর, দুজনেই ম্যাচিং করে পরেছেন হলুদ পোশাক ! দোলন বেছেছেন হলুদ শাড়ি, দীপঙ্করের পরণে হলুদ সোয়েটার!
দ্বিতীয় বিবাহবার্ষিকীতে 'গায়ে হলুদ'... হলুদে হলুদে রাঙালেন দোলন- দীপঙ্কর, দুজনেই ম্যাচিং করে পরেছেন হলুদ পোশাক ! দোলন বেছেছেন হলুদ শাড়ি, দীপঙ্করের পরণে হলুদ সোয়েটার!
advertisement
3/5
বিশেষ দিনটার ছবি ফেসবুকে শেয়ার করে দোলন রায় লিখলেন, '' সংবিধানে আজ আমাদের ২ বছর...ঈশ্বরের সংবিধানে আজ আমাদের ২৭ বছর। সবাই কে নিয়ে ভালো থাকতে চাই, শুভেচ্ছা দিন বা মন্দ বলুন আপনারা সবাই ভালো থাকবেন... এই কামনা করি আমরা ঈশ্বরের কাছে।''
বিশেষ দিনটার ছবি ফেসবুকে শেয়ার করে দোলন রায় লিখলেন, '' সংবিধানে আজ আমাদের ২ বছর...ঈশ্বরের সংবিধানে আজ আমাদের ২৭ বছর। সবাই কে নিয়ে ভালো থাকতে চাই, শুভেচ্ছা দিন বা মন্দ বলুন আপনারা সবাই ভালো থাকবেন... এই কামনা করি আমরা ঈশ্বরের কাছে।''
advertisement
4/5
বিয়ের সময় দীপঙ্করের বয়স ছিল ৭৫, দোলন ৪৯, দুজনের মধ্যে বয়সের ফারাক ২৫ বছরেরও বেশি। কিন্তু তাতে মিঞা-বিবির কিছুই যায় আসে না! তাঁরা নিজেদের ভালবাসায় এতটাই বুঁদ, যে দুনিয়া কি বলল, কী ভাবল, কুছ পরোয়া নেহি!
বিয়ের সময় দীপঙ্করের বয়স ছিল ৭৫, দোলন ৪৯, দুজনের মধ্যে বয়সের ফারাক ২৫ বছরেরও বেশি। কিন্তু তাতে মিঞা-বিবির কিছুই যায় আসে না! তাঁরা নিজেদের ভালবাসায় এতটাই বুঁদ, যে দুনিয়া কি বলল, কী ভাবল, কুছ পরোয়া নেহি!
advertisement
5/5
দীপঙ্কর আর দোলন যে সময়টায় লিভ-ইন শুরু করেছিলেন, সে সময়ে লিভ-ইনের এতটা চল ছিল না। দীপঙ্কর তখন প্রতিষ্ঠিত অভিনেতা আর দোলন সবে কেরিয়ার শুরু করেছেন। একে বয়সের এতটা ফারাক তার মধ্যে লিভ-ইন, বহু সমালোচনা, বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। ইন্ডাস্ট্রির অলিতে গলিতে কান পাতলেই শোনা যেত নানা গসিপ।
দীপঙ্কর আর দোলন যে সময়টায় লিভ-ইন শুরু করেছিলেন, সে সময়ে লিভ-ইনের এতটা চল ছিল না। দীপঙ্কর তখন প্রতিষ্ঠিত অভিনেতা আর দোলন সবে কেরিয়ার শুরু করেছেন। একে বয়সের এতটা ফারাক তার মধ্যে লিভ-ইন, বহু সমালোচনা, বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। ইন্ডাস্ট্রির অলিতে গলিতে কান পাতলেই শোনা যেত নানা গসিপ।
advertisement
advertisement
advertisement