মায়ানগরীতে সম্পর্ক যেমন গড়েছে, ভেঙেছেও বহু। বলিউডে ভালবেসে গাঁটছড়া বাঁধা অনেক বিয়েই কিন্তু শেষপর্যন্ত সফল হয়নি। কোথাও গিয়ে তাল কেটেছে। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই রয়েছেন যাঁরা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন একজন অভিনেতা বা অভিনেত্রীকে। এমনই এক দম্পতি ছিলেন রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়া।
ডিম্পল রাজেশ খান্নার সম্পর্কের ফাটল
পারিবারিক জীবনে ব্যস্ত হয়ে পড়ায়, ডিম্পলের ক্যারিয়ার ধীরগতিতে এগোয়। যদিও ডিম্পল সবসময়ই চেয়েছিলেন চলচ্চিত্রে কাজ করতে, স্বামী রাজেশ খান্না তাঁকে বিয়ের পরে চলচ্চিত্রে কাজ করতে দেননি। যার কারণে দুজনের মধ্যে শুরু হয়ে দ্বন্দ্ব। এরইমধ্যে টিনা মুনিমের সঙ্গে রাজেশ খান্নার বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ডিম্পলের দূরত্ব বেড়েছিল রাজেশ খান্নার সঙ্গে।