Aamir Khan-Reena Dutta Marriage: গোপনে রীনাকে...! লাখ-কোটি নয়, মাত্র ১০ টাকাতেই নাকি বিয়ে সেরেছিলেন আমির খান, কারণ শুনলে চমকাবেন

Last Updated:
Aamir Khan-Reena Dutta Marriage: আমির খানের মেয়ের জমজমাট বিয়ের আসর নিয়ে কম চর্চা হচ্ছে না৷ তবে জানেন কি আমিরের নিজের বিয়েতে ঠিক কত টাকা খরচ হয়েছিল৷ শুনলে আপনিও আঁতকে উঠবেন৷
1/7
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সর্বদাই শিরোনামে থাকতে পছন্দ করেন৷ চলচ্চিত্র ছাড়াও অভিনেতার ব্যক্তিগত কারণ জানার জন্য ভক্তরা মুখিয়ে থাকেন৷
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সর্বদাই শিরোনামে থাকতে পছন্দ করেন৷ চলচ্চিত্র ছাড়াও অভিনেতার ব্যক্তিগত কারণ জানার জন্য ভক্তরা মুখিয়ে থাকেন৷
advertisement
2/7
বি-টাউনে বিয়ের মরশুমে চারহাত এর হচ্ছে ইরা খানের৷ বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে ইরা খান৷ ২০২৪ সালে জানুয়ারি মাসের ৩ তারিখ আইনি ভাবে বিয়েটা সেরে নিয়েছেন ইরা খান৷ মেয়ের বিয়ে প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন আমির খান৷
বি-টাউনে বিয়ের মরশুমে চারহাত এর হচ্ছে ইরা খানের৷ বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে ইরা খান৷ ২০২৪ সালে জানুয়ারি মাসের ৩ তারিখ আইনি ভাবে বিয়েটা সেরে নিয়েছেন ইরা খান৷ মেয়ের বিয়ে প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন আমির খান৷
advertisement
3/7
আমির খানের মেয়ের জমজমাট বিয়ের আসর নিয়ে কম চর্চা হচ্ছে না৷ তবে জানেন কি আমিরের নিজের বিয়েতে ঠিক কত টাকা খরচ হয়েছিল৷ শুনলে আপনি নিজেও আঁতকে উঠবেন৷ মেয়ের বিয়েতে জমজমাট আয়োজন হলেও নিজের বিয়ের নাকি মাত্র ১০ টাকা খরচ হয়েছিল মিস্টার পারফেকশনিস্টের৷
আমির খানের মেয়ের জমজমাট বিয়ের আসর নিয়ে কম চর্চা হচ্ছে না৷ তবে জানেন কি আমিরের নিজের বিয়েতে ঠিক কত টাকা খরচ হয়েছিল৷ শুনলে আপনি নিজেও আঁতকে উঠবেন৷ মেয়ের বিয়েতে জমজমাট আয়োজন হলেও নিজের বিয়ের নাকি মাত্র ১০ টাকা খরচ হয়েছিল মিস্টার পারফেকশনিস্টের৷
advertisement
4/7
সম্প্রতি পুরনো সাক্ষাৎকারে আমির খান বলেন, আমি মাত্র তিনজন সাক্ষীকে নিয়ে কোর্ট ম্যারেজ করে গোপনে রীনাকে বিয়ে করেছিলাম৷
সম্প্রতি পুরনো সাক্ষাৎকারে আমির খান বলেন, আমি মাত্র তিনজন সাক্ষীকে নিয়ে কোর্ট ম্যারেজ করে গোপনে রীনাকে বিয়ে করেছিলাম৷
advertisement
5/7
 অভিনেতা আমির জানিয়েছিলেন, তিনি ২১১ বাসে উঠে ৫০ পয়সার টিকিট কেটে বান্দ্রা স্টেশনের পশ্চিমে নেমে ব্রিজ পার হয়ে পূর্বদিকের হাইওয়ে দিয়ে হেঁটে নতুন একটি বাড়িতে ঢোকেন, যেখানে রেজিস্ট্রি অফিস ছিল৷ তার ১০ টাকার কমেই পুরো বিয়েটা সেরে নিয়েছিলেন আমির খান৷
অভিনেতা আমির জানিয়েছিলেন, তিনি ২১১ বাসে উঠে ৫০ পয়সার টিকিট কেটে বান্দ্রা স্টেশনের পশ্চিমে নেমে ব্রিজ পার হয়ে পূর্বদিকের হাইওয়ে দিয়ে হেঁটে নতুন একটি বাড়িতে ঢোকেন, যেখানে রেজিস্ট্রি অফিস ছিল৷ তার ১০ টাকার কমেই পুরো বিয়েটা সেরে নিয়েছিলেন আমির খান৷
advertisement
6/7
যদিও রীনা দত্তর সঙ্গেও সেই বিয়ে টেকেনি৷ দীর্ঘ ১৬ বছর বিবাহিত জীবনে ইতি টেনেছেন তাঁরা৷ রীনা ও আমিরের দুই সন্তান রয়েছে, যারা হলেন ইরা খান ও জুনেইদ খান৷
যদিও রীনা দত্তর সঙ্গেও সেই বিয়ে টেকেনি৷ দীর্ঘ ১৬ বছর বিবাহিত জীবনে ইতি টেনেছেন তাঁরা৷ রীনা ও আমিরের দুই সন্তান রয়েছে, যারা হলেন ইরা খান ও জুনেইদ খান৷
advertisement
7/7
আমির নিজের বিচ্ছেদ নিয়েও সরব হয়েছিলেন, রীনার সঙ্গে ডিভোর্স বেদনাদায়ক ছিল৷ দীর্ঘ ১৬ বছরের এই সম্পর্ক ভেঙে যাওয়া পরিবারের জন্যও বেদনাদায়ক ছিল৷ তবে বিচ্ছেদের পরও একে অপরের প্রতি ভালবাসা বা শ্রদ্ধা আজও হারাইনি৷
আমির নিজের বিচ্ছেদ নিয়েও সরব হয়েছিলেন, রীনার সঙ্গে ডিভোর্স বেদনাদায়ক ছিল৷ দীর্ঘ ১৬ বছরের এই সম্পর্ক ভেঙে যাওয়া পরিবারের জন্যও বেদনাদায়ক ছিল৷ তবে বিচ্ছেদের পরও একে অপরের প্রতি ভালবাসা বা শ্রদ্ধা আজও হারাইনি৷
advertisement
advertisement
advertisement