Bollywood Gossip: ঘর ভেঙেছে এষার, এবার মাঠে নামলেন ধর্মেন্দ্র! মেয়েকে বিরাট পরামর্শ বাবার...
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
অনেক দিন ধরেই এষা ও ভরতের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এই নিয়ে অনেক খবরও হয়। গত বছর শাশুড়ি হেমা মালিনীর জন্মদিনের অনুষ্ঠানে যাননি ভরত।
advertisement
advertisement
এ কথা জানিয়েছেন ধর্মেন্দ্রর ঘনিষ্ঠ এক ব্যক্তি। তাঁর বক্তব্য, কোনও বাবাই মেয়ের সংসারে ভাঙন ধরলে খুশি হতে পারেন না, ধরমজিরও মনের অবস্থা তাই ভাল নয়। মনখারাপ নিয়েই তিনি বলছেন যে বিবাহবিচ্ছেদ সবচেয়ে বেশি প্রভাব ফেলে সন্তানদের উপরে। তাই এষার বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের বিরোধিতা না করলেও দুই নাতনি রাধ্যা আর মিরায়ার মুখ চেয়ে স্বামীর কাছে এষাকে ফিরে যাওয়ার কথা একবার ভেবে দেখতে বলছেন তিনি।
advertisement
advertisement
advertisement
অনেক দিন ধরেই এষা ও ভরতের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এই নিয়ে অনেক খবরও হয়। গত বছর শাশুড়ি হেমা মালিনীর জন্মদিনের অনুষ্ঠানে যাননি ভরত। দেখা যায়নি এষার জন্মদিনের অনুষ্ঠানেও। তখন থেকেই জল্পনা শুরু হয়। এবার সত্যিই বিচ্ছেদ হয়ে গেল এষা-ভরতের। তবে, সব কিছু যে আবারও ঠিক করে নেওয়া যায়, তারই প্রতিধ্বনি ধর্মেন্দ্রর কণ্ঠে।