অ্যামাজন নয়, এবার চিড়িয়াখানায় দেবের অভিযান !

Last Updated:
বড়দিনে এবার বাংলার সবচেয়ে বড় ছবি ৷ মানে দেব অভিনীত, কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘অ্যামাজন অভিযান’ ! শুক্রবারই মুক্তি পেতে চলেছে এই ছবি
1/6
বড়দিনে এবার বাংলার সবচেয়ে বড় ছবি ৷ মানে দেব অভিনীত, কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘অ্যামাজন অভিযান’ ! শুক্রবারই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷  All Photo Credit : SVF
বড়দিনে এবার বাংলার সবচেয়ে বড় ছবি ৷ মানে দেব অভিনীত, কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘অ্যামাজন অভিযান’ ! শুক্রবারই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ All Photo Credit : SVF
advertisement
2/6
অ্যামাজনের মতো গভীর, রোমাঞ্চে ঘেরা জঙ্গল, হিংস্র পশু ! আর দেব ও এক গুপ্তধনের সন্ধান ! ‘চাঁদের পাহাড়’ -এর পর ফের বিভুতিভূষণের শঙ্করকে নিয়ে হাজির কমলেশ্বর ৷ তবে এবার নিজেই ধরেছেন রোমাঞ্চের গল্পের কলম ৷
অ্যামাজনের মতো গভীর, রোমাঞ্চে ঘেরা জঙ্গল, হিংস্র পশু ! আর দেব ও এক গুপ্তধনের সন্ধান ! ‘চাঁদের পাহাড়’ -এর পর ফের বিভুতিভূষণের শঙ্করকে নিয়ে হাজির কমলেশ্বর ৷ তবে এবার নিজেই ধরেছেন রোমাঞ্চের গল্পের কলম ৷
advertisement
3/6
রইল পাঁচ কারণ...  ১) দেব আবার শঙ্করের চরিত্রে ৷ চাঁদের পাহাড়ের পর দেবকে ফের শঙ্করের রূপে দেখার লোভটা তো রয়েইছে !  ২) প্রথম এক বাংলা ছবি, যা গভীর, ক্ষতরনাক অ্যামাজন জঙ্গলে শ্যুট হয়েছে ৷ এই ব্যাপারটা কিন্ত গা ছম ছম করার জন্য যথেষ্ট !
রইল পাঁচ কারণ... ১) দেব আবার শঙ্করের চরিত্রে ৷ চাঁদের পাহাড়ের পর দেবকে ফের শঙ্করের রূপে দেখার লোভটা তো রয়েইছে ! ২) প্রথম এক বাংলা ছবি, যা গভীর, ক্ষতরনাক অ্যামাজন জঙ্গলে শ্যুট হয়েছে ৷ এই ব্যাপারটা কিন্ত গা ছম ছম করার জন্য যথেষ্ট !
advertisement
4/6
অ্যামাজন অভিযানকে অনেকেই চাঁদের পাহাড় ২ বলছেন ৷ তবে এই অ্যামাজনের গল্প মোটেই বিভুতিভূষণের লেখা নয় ৷ বরং বিভুতিভূষণের ফুটস্টেপকে লক্ষ্য করেই অ্যামাজনের গল্প লিখেছেন কমলেশ্বর মুখোপাধ্যায় !
অ্যামাজন অভিযানকে অনেকেই চাঁদের পাহাড় ২ বলছেন ৷ তবে এই অ্যামাজনের গল্প মোটেই বিভুতিভূষণের লেখা নয় ৷ বরং বিভুতিভূষণের ফুটস্টেপকে লক্ষ্য করেই অ্যামাজনের গল্প লিখেছেন কমলেশ্বর মুখোপাধ্যায় !
advertisement
5/6
চাঁদের পাহাড়ে ছিল গ্রাফিকস বুনিপ ৷ আর এবার অ্যামাজন অভিযানে গ্রাফিকের ছড়াছড়ি৷ বাংলা সিনেমায় এর আগে এরকম গ্রাফিকস আগে দেখা যায়নি বলে দাবি করেছেন ছবির পরিচালক টু প্রযোজক ৷
চাঁদের পাহাড়ে ছিল গ্রাফিকস বুনিপ ৷ আর এবার অ্যামাজন অভিযানে গ্রাফিকের ছড়াছড়ি৷ বাংলা সিনেমায় এর আগে এরকম গ্রাফিকস আগে দেখা যায়নি বলে দাবি করেছেন ছবির পরিচালক টু প্রযোজক ৷
advertisement
6/6
৫) অ্যামাজন অভিযান মুক্তি পাচ্ছে বাংলা ছাড়াও আরও পাঁচটি ভাষায় ৷ গোটা দেশে একসঙ্গে মুক্তি পেতে চলেছে অ্যামাজন অভিযান !
৫) অ্যামাজন অভিযান মুক্তি পাচ্ছে বাংলা ছাড়াও আরও পাঁচটি ভাষায় ৷ গোটা দেশে একসঙ্গে মুক্তি পেতে চলেছে অ্যামাজন অভিযান !
advertisement
advertisement
advertisement