*কারিনা কাপুর খান, মালাইকা অরোরা, মৃণাল ঠাকুর, তারা সুতারিয়া, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, দীপিকা পাড়ুকোন পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন, নেহা ধুপিয়া, বিদ্যা বালান, ইলিয়ানা ডি'ক্রুজ এবং আরও অনেক অভিনেত্রী রয়েছেন যারা বডি শেমিংয়ের শিকার হয়েছেন। তাঁরা সমাজের সেই দৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে আজ আলাদা পরিচয় তৈরি করেছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
*রোগা বা মোটা, প্রতিটি মানুষই বডি শেমিংয়ের শিকার হতে পারেন। মোটা হলেই যে শুধু বডি শেমিংয়ের মুখোমুখি হন, তা কিন্তু নয়। এমন অনেকেই রয়েছেন যারা রোগা হওয়ার জন্য বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন, সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। খুব রোগা হওয়ার জন্য তাঁকে কটাক্ষের শিকার হতে হয়েছে বারে বারে। আজ দীপিকা বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। রিপোর্ট অনুযায়ী, দীপিকা পাড়ুকোনের মোট সম্পত্তি ১০০ কোটি টাকার বেশি। ছবিঃ ইনস্টাগ্রাম।