Deepika Padukone | Siddhant Chaturvedi : দীপিকার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু! সিদ্ধান্তের ঘনিষ্ঠ দৃশ্য দেখে তাঁর কাকা কী বললেন জানেন?

Last Updated:
Deepika Padukone | Siddhant Chaturvedi : ই ছবিতে সবচেয়ে বেশি না নজর কেড়েছে তা হল দীপিকা পাডুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদির উষ্ণ রসায়ন।
1/6
এই মুহূর্তের সবচেয়ে চর্চিত ছবিগুলির মধ্যে একটি হল গেহেরাইয়া। ছবিতে পরকীয়া, প্রতারণা, সম্পর্কের নানা সমীকরণ তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক শকুন বাত্রা। কিন্তু এই ছবিতে সবচেয়ে বেশি না নজর কেড়েছে তা হল দীপিকা পাডুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদির উষ্ণ রসায়ন।
এই মুহূর্তের সবচেয়ে চর্চিত ছবিগুলির মধ্যে একটি হল গেহেরাইয়া। ছবিতে পরকীয়া, প্রতারণা, সম্পর্কের নানা সমীকরণ তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক শকুন বাত্রা। কিন্তু এই ছবিতে সবচেয়ে বেশি না নজর কেড়েছে তা হল দীপিকা পাডুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদির উষ্ণ রসায়ন।
advertisement
2/6
সিদ্ধান্ত বলিউডে নতুন অভিনেতা। তাই দীপিকার সঙ্গে তাঁর এত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তাঁর পরিবারেও যথেষ্ট আলোচনা হচ্ছে। সম্প্রতি কপিল শর্মার শো-তে ছবির প্রচারে এসেছিলেন গেহেরাইয়ার অভিনেতারা। তখনই সিদ্ধান্ত চতুর্বেদি জানান, দীপিকার সঙ্গে চুম্বন দৃশ্য দেখে কী বলেছেন তাঁর কাকা।
সিদ্ধান্ত বলিউডে নতুন অভিনেতা। তাই দীপিকার সঙ্গে তাঁর এত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তাঁর পরিবারেও যথেষ্ট আলোচনা হচ্ছে। সম্প্রতি কপিল শর্মার শো-তে ছবির প্রচারে এসেছিলেন গেহেরাইয়ার অভিনেতারা। তখনই সিদ্ধান্ত চতুর্বেদি জানান, দীপিকার সঙ্গে চুম্বন দৃশ্য দেখে কী বলেছেন তাঁর কাকা।
advertisement
3/6
দীপিকার সঙ্গে চুম্বনগুলি কি সত্যিই হয়েছে? নাকি মাঝে কোনো স্বচ্ছ কাঁচ ছিল? এই প্রশ্নই সিদ্ধান্তকে তাঁর কাকা জিজ্ঞাসা করেছেন।
দীপিকার সঙ্গে চুম্বনগুলি কি সত্যিই হয়েছে? নাকি মাঝে কোনো স্বচ্ছ কাঁচ ছিল? এই প্রশ্নই সিদ্ধান্তকে তাঁর কাকা জিজ্ঞাসা করেছেন।
advertisement
4/6
সিদ্ধান্ত বলছেন, "ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরেই গ্রাম থেকে কাকার ফোন এলো। উনি বলছিলেন, দুজনের ঠোঁটের স্পর্শ হয়েছিল নাকি মাঝে কোনও কাঁচ ছিল?" আমার বাবাও বুঝতে পারছিল না এর কী উত্তর দেবে।"
সিদ্ধান্ত বলছেন, "ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরেই গ্রাম থেকে কাকার ফোন এলো। উনি বলছিলেন, দুজনের ঠোঁটের স্পর্শ হয়েছিল নাকি মাঝে কোনও কাঁচ ছিল?" আমার বাবাও বুঝতে পারছিল না এর কী উত্তর দেবে।"
advertisement
5/6
শকুন বাত্রার এই ছবিতে সিদ্ধার্থের চরিত্রের নাম জেইন। ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও তাঁর অভিনয়ের প্রশংসা করেছে দর্শক। দীপিকার সঙ্গে তাঁর রসায়নেও মুগ্ধ নেটিজেন।
শকুন বাত্রার এই ছবিতে সিদ্ধার্থের চরিত্রের নাম জেইন। ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও তাঁর অভিনয়ের প্রশংসা করেছে দর্শক। দীপিকার সঙ্গে তাঁর রসায়নেও মুগ্ধ নেটিজেন।
advertisement
6/6
প্রসঙ্গত, ২০১৯ সালে গল্লি বয় ছবিতে প্রথম অভিনয় সিদ্ধান্তের । প্রথম ছবিতেই অবাক করেছিলেন তিনি। এর পরে বান্টি অর বাবলি ২-তে দেখা যায় তাঁকে। আগামীতে তাঁর হাতে আছে ফোন ভূত। এই ছবিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও ঈশান খট্টর।
প্রসঙ্গত, ২০১৯ সালে গল্লি বয় ছবিতে প্রথম অভিনয় সিদ্ধান্তের । প্রথম ছবিতেই অবাক করেছিলেন তিনি। এর পরে বান্টি অর বাবলি ২-তে দেখা যায় তাঁকে। আগামীতে তাঁর হাতে আছে ফোন ভূত। এই ছবিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও ঈশান খট্টর।
advertisement
advertisement
advertisement