Deepika Padukone Pregnancy Speculation: দীপিকা পাড়ুকোন কি মা হতে চলেছেন? এই একখানা ছবি ঘিরে রহস্য

Last Updated:
দীপিকা পাড়ুকোনের একখানা ছবি নিয়ে শোরগোল। তিনি কি প্রেগন্যান্ট!
1/5
দিনকয়েক আগে তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল। আর তাতেই জল্পনা উস্কে গিয়েছিল কয়েক গুণ। দীপিকো পাড়ুকোন নাকি প্রেগন্যান্ট! এমনই দাবি তুলেছিলেন অনেকে।
দিনকয়েক আগে তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল। আর তাতেই জল্পনা উস্কে গিয়েছিল কয়েক গুণ। দীপিকো পাড়ুকোন নাকি প্রেগন্যান্ট! এমনই দাবি তুলেছিলেন অনেকে।
advertisement
2/5
ইউজার্সদের অনেকে দাবি করেছেন, দীপিকা কিছুদিনের মধ্যেই সুখবর জানাবেন। কেউ কেউ তো একেবারে নিশ্চিত। আর এমন জল্পনা ছড়ানোর অবশ্য একটি কারণও রয়েছে। বিশেষ করে একটি ছবি।
ইউজার্সদের অনেকে দাবি করেছেন, দীপিকা কিছুদিনের মধ্যেই সুখবর জানাবেন। কেউ কেউ তো একেবারে নিশ্চিত। আর এমন জল্পনা ছড়ানোর অবশ্য একটি কারণও রয়েছে। বিশেষ করে একটি ছবি।
advertisement
3/5
মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের সামনে দেখা গিয়েছিল দীপিকা ও রণবীর সিংকে। দীপিকা কালো টপ আর শেডস-এ ছিলেন। পাপারাত্জিদের ক্যামেরা তাঁকে ধরে ফেলে। তার পর থেকেই জল্পনা শুরু।
মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের সামনে দেখা গিয়েছিল দীপিকা ও রণবীর সিংকে। দীপিকা কালো টপ আর শেডস-এ ছিলেন। পাপারাত্জিদের ক্যামেরা তাঁকে ধরে ফেলে। তার পর থেকেই জল্পনা শুরু।
advertisement
4/5
সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন, দীপিকা প্রেগন্যান্ট বলেই রণবীর তাঁকে নিয়মিত চেক-আপের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন, দীপিকা প্রেগন্যান্ট বলেই রণবীর তাঁকে নিয়মিত চেক-আপের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
advertisement
5/5
আপনি কি মা হচ্ছেন! এর আগেও এমন প্রশ্নের সম্মুখীন বারবার হতে হয়েছে দীপিকাকে। তিনি বারবারই বিক্ষণতার সঙ্গে উত্তর দিয়েছেন। তবে এবার দীপিকা কিছুই বলেননি এখনও। আপাতত দীপিকার হাতে বেশ কয়েকটি বড়সড় প্রোজেক্ট-এর কাজ রয়েছে। তাই তিনি ব্যস্ত।
আপনি কি মা হচ্ছেন! এর আগেও এমন প্রশ্নের সম্মুখীন বারবার হতে হয়েছে দীপিকাকে। তিনি বারবারই বিক্ষণতার সঙ্গে উত্তর দিয়েছেন। তবে এবার দীপিকা কিছুই বলেননি এখনও। আপাতত দীপিকার হাতে বেশ কয়েকটি বড়সড় প্রোজেক্ট-এর কাজ রয়েছে। তাই তিনি ব্যস্ত।
advertisement
advertisement
advertisement