Debolinaa Nandy: হাসপাতাল থেকে ফিরে এসেই 'গুড নিউজ' দিলেন দেবলীনা! 'জীবন পাল্টে' দেওয়ার মতো ঘটনা গায়িকার জীবনে

Last Updated:
তবে আপাতত দেবলীনার জীবনে খুশির খবর৷ তাঁর জীবন বদলে যেতে চলেছে৷ এটা তাঁর জীবনের বিরাট প্রাপ্তি৷
1/9
দেবলীনা নন্দী, সোশ্যাল মিডিয়ায় চর্চিত নাম৷ জীবনে নানা সমস্যায় জেরবার গায়িকা বেছে নিয়েছিলেন আত্মহত্যার মতো কঠিন পথ৷ ফেসবুকে তাঁর একটি ভিডিও ঝড় তুলে দিয়েছিল৷ সেখানে তিনি জানান যে তিনি জীবন শেষ করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন৷
দেবলীনা নন্দী, সোশ্যাল মিডিয়ায় চর্চিত নাম৷ জীবনে নানা সমস্যায় জেরবার গায়িকা বেছে নিয়েছিলেন আত্মহত্যার মতো কঠিন পথ৷ ফেসবুকে তাঁর একটি ভিডিও ঝড় তুলে দিয়েছিল৷ সেখানে তিনি জানান যে তিনি জীবন শেষ করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন৷
advertisement
2/9
দাম্পত্য কলহের জেরে ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দেবলীনা। তারপর থেকে যমে মানুষে টানাটানি৷ যদিও সেই সব সমস্যা কাটিয়ে এখন ভাল রয়েছেন দেবলীনা৷
দাম্পত্য কলহের জেরে ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দেবলীনা। তারপর থেকে যমে মানুষে টানাটানি৷ যদিও সেই সব সমস্যা কাটিয়ে এখন ভাল রয়েছেন দেবলীনা৷
advertisement
3/9
কয়েকদিন আগে দেবলিনা নন্দী তার ফেসবুক হ্যান্ডেল থেকে একটি লাইভ ভিডিও করেন। সেখানে তাকে অত্যন্ত বিধ্বস্ত এবং আবেগপ্রবণ অবস্থায় দেখা যায়। লাইভ চলাকালীন তিনি নিজের জীবনের কিছু ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কথা উল্লেখ করেন। হতাশা এবং মানসিক চাপের কথা বলতে বলতে তিনি এক পর্যায়ে আত্মহত্যার প্রচেষ্টার মতো চরম সিদ্ধান্ত নিতে উদ্যত হন।
কয়েকদিন আগে দেবলিনা নন্দী তার ফেসবুক হ্যান্ডেল থেকে একটি লাইভ ভিডিও করেন। সেখানে তাকে অত্যন্ত বিধ্বস্ত এবং আবেগপ্রবণ অবস্থায় দেখা যায়। লাইভ চলাকালীন তিনি নিজের জীবনের কিছু ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কথা উল্লেখ করেন। হতাশা এবং মানসিক চাপের কথা বলতে বলতে তিনি এক পর্যায়ে আত্মহত্যার প্রচেষ্টার মতো চরম সিদ্ধান্ত নিতে উদ্যত হন।
advertisement
4/9
একধাক্কায় অনেকটা বদলে গিয়েছে তাঁর জীবন৷ দেবলীনাকে নিয়ে অনেকের অনেক মত রয়েছে৷ কেন এভাবে তিনি স্বামীর নামে কুৎসা ছড়িয়েছেন, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে৷ তবে দেবলীনা এই নিয়ে আর কোনও কথা আর বলেননি তিনি৷
একধাক্কায় অনেকটা বদলে গিয়েছে তাঁর জীবন৷ দেবলীনাকে নিয়ে অনেকের অনেক মত রয়েছে৷ কেন এভাবে তিনি স্বামীর নামে কুৎসা ছড়িয়েছেন, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে৷ তবে দেবলীনা এই নিয়ে আর কোনও কথা আর বলেননি তিনি৷
advertisement
5/9
তবে আপাতত দেবলীনার জীবনে খুশির খবর৷ তাঁর জীবন বদলে যেতে চলেছে৷ এটা তাঁর জীবনের বিরাট প্রাপ্তি৷
তবে আপাতত দেবলীনার জীবনে খুশির খবর৷ তাঁর জীবন বদলে যেতে চলেছে৷ এটা তাঁর জীবনের বিরাট প্রাপ্তি৷
advertisement
6/9
মিষ্টি কণ্ঠে দর্শকদের মন জয় করেছিলেন দেবলীনা৷ তবে আত্মহত্যার চেষ্টা এবং পরবর্তীতে তাঁর জীবনের একের পর ঘটনা তাঁকে শিরোনামে নিয়ে এসেছে৷ আর এরপরই সেই খবর, যার জন্য দেবলীনা নিজেই বহু বছর অপেক্ষা করেছেন৷
মিষ্টি কণ্ঠে দর্শকদের মন জয় করেছিলেন দেবলীনা৷ তবে আত্মহত্যার চেষ্টা এবং পরবর্তীতে তাঁর জীবনের একের পর ঘটনা তাঁকে শিরোনামে নিয়ে এসেছে৷ আর এরপরই সেই খবর, যার জন্য দেবলীনা নিজেই বহু বছর অপেক্ষা করেছেন৷
advertisement
7/9
একেই বলে ভাগ্য৷ এক সময় নিজের জীবন শেষ করে দিতে চাইছিলেন গায়িকা৷ আর পর মুহূর্তেই এল তাঁর মন খুশি করে দেওয়া খবর৷
একেই বলে ভাগ্য৷ এক সময় নিজের জীবন শেষ করে দিতে চাইছিলেন গায়িকা৷ আর পর মুহূর্তেই এল তাঁর মন খুশি করে দেওয়া খবর৷
advertisement
8/9
কী সেই খবর? এবার বাংলা ছবিতে প্লে ব্যাক করতে চলেছেন দেবলীনা৷ তাঁর জীবনের প্রথম সিনেমায় প্লে ব্যাক৷
কী সেই খবর? এবার বাংলা ছবিতে প্লে ব্যাক করতে চলেছেন দেবলীনা৷ তাঁর জীবনের প্রথম সিনেমায় প্লে ব্যাক৷
advertisement
9/9
 ছবির নাম ‘গুন গুন করে মহুয়া’৷ অভিনেত্রী মহুয়া রায়চৌধূরীর বায়োপিক এটি৷ এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন সপ্তক সানাই দাস। মূল চরিত্রে অঙ্কিতা মল্লিক।
ছবির নাম ‘গুন গুন করে মহুয়া’৷ অভিনেত্রী মহুয়া রায়চৌধূরীর বায়োপিক এটি৷ এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন সপ্তক সানাই দাস। মূল চরিত্রে অঙ্কিতা মল্লিক।
advertisement
advertisement
advertisement