Darshana Banik Aiburobhat: ৩ রকমের মাছ, ৫টি মিষ্টি, মাটন... আর কী কী? সৌরভের সঙ্গে বিয়ের আগে আইবুড়ো ভাত দর্শনার

Last Updated:
Darshana Banik Aiburobhat: এলাহি এই আয়োজনে লাল শাড়ি, লাল হাতাকাটা ব্লাউজে সেজেছিলেন দর্শনা। কপালে ছিল ছোট্ট লাল টিপ। সুন্দর দেখাচ্ছিল সৌরভের কনেকে। এখন কেবল অপেক্ষা ১৫ তারিখের।
1/7
বণিক পরিবারে বিয়ের সানাই বাজল বলে। চলতি মাসের ১৫ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। পাত্র, টলিউডেরই অভিনেতা সৌরভ দাস।
বণিক পরিবারে বিয়ের সানাই বাজল বলে। চলতি মাসের ১৫ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। পাত্র, টলিউডেরই অভিনেতা সৌরভ দাস।
advertisement
2/7
‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। আর তারপর প্রেম।
‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। আর তারপর প্রেম।
advertisement
3/7
১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে আসর বসবে। তারই জোর প্রস্তুতি চলছে দুই পরিবারে। তারই ছোট্ট ঝলক মিলল কনের ইনস্টাগ্রামে।
১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে আসর বসবে। তারই জোর প্রস্তুতি চলছে দুই পরিবারে। তারই ছোট্ট ঝলক মিলল কনের ইনস্টাগ্রামে।
advertisement
4/7
বন্ধুবান্ধব আইবুড়ো ভাত খাওয়ালেন দর্শনাকে। নায়িকার মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট নিজে হাতে এই রান্নাবান্না সেরেছেন। তারপর দর্শনাকে সারপ্রাইজ আইবুড়ো ভাত খাইয়েছেন।
বন্ধুবান্ধব আইবুড়ো ভাত খাওয়ালেন দর্শনাকে। নায়িকার মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট নিজে হাতে এই রান্নাবান্না সেরেছেন। তারপর দর্শনাকে সারপ্রাইজ আইবুড়ো ভাত খাইয়েছেন।
advertisement
5/7
কী কী ছিল পাতে? নিউজ18 বাংলা সরাসরি জেনে নিল দর্শনার কাছে। লুচি, বাসন্তী পোলাও, সাদা ভাতের সঙ্গে ছিল রকমারি খাবার। পাঁচ রকমের ভাজা, পাঁঠার মাংসের ঝোল তো ছিলই।
কী কী ছিল পাতে? নিউজ18 বাংলা সরাসরি জেনে নিল দর্শনার কাছে। লুচি, বাসন্তী পোলাও, সাদা ভাতের সঙ্গে ছিল রকমারি খাবার। পাঁচ রকমের ভাজা, পাঁঠার মাংসের ঝোল তো ছিলই।
advertisement
6/7
আর ছিল তিন রকমের মাছের ঝোল। নায়িকার কথায়, ‘‘বিশাল বড়’ গলদা চিংড়ি, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, চাটনি, পাঁপড়, পাঁচ রকমের মিষ্টি।’’
আর ছিল তিন রকমের মাছের ঝোল। নায়িকার কথায়, ‘‘বিশাল বড়’ গলদা চিংড়ি, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, চাটনি, পাঁপড়, পাঁচ রকমের মিষ্টি।’’
advertisement
7/7
এলাহি এই আয়োজনে লাল শাড়ি, লাল হাতাকাটা ব্লাউজে সেজেছিলেন দর্শনা। কপালে ছিল ছোট্ট লাল টিপ। সুন্দর দেখাচ্ছিল সৌরভের কনেকে। এখন কেবল অপেক্ষা ১৫ তারিখের।
এলাহি এই আয়োজনে লাল শাড়ি, লাল হাতাকাটা ব্লাউজে সেজেছিলেন দর্শনা। কপালে ছিল ছোট্ট লাল টিপ। সুন্দর দেখাচ্ছিল সৌরভের কনেকে। এখন কেবল অপেক্ষা ১৫ তারিখের।
advertisement
advertisement
advertisement