Dadagiri-Sourav Ganguly: দাদার পছন্দে সরাসরি না! পায়েলের কথায় ‘হতাশ’ সৌরভ? এ কী বললেন অভিনেত্রী?

Last Updated:
Sourav Ganguly-Payel Sarkar দাদাগিরির মঞ্চে আসছেন টলিপাড়ার একঝাঁক তারকা৷ পায়েল সরকার, মধুমিতা সরকার, অন্বেষা হাজরার মতো টলিপাড়ার সুন্দরীরার দাদার সঙ্গে খেলবেন ‘দাদাগিরি’৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের প্রোমো সম্প্রতি প্রকাশ পেয়েছে৷ আর তাতেই রয়েছে বড় চমক৷
1/9
দাদাগিরির মঞ্চে আসছেন টলিপাড়ার একঝাঁক তারকা৷ পায়েল সরকার, মধুমিতা সরকার, অন্বেষা হাজরার মতো টলিপাড়ার সুন্দরীরার দাদার সঙ্গে খেলবেন ‘দাদাগিরি’৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের প্রোমো সম্প্রতি প্রকাশ পেয়েছে৷ আর তাতেই রয়েছে বড় চমক৷
দাদাগিরির মঞ্চে আসছেন টলিপাড়ার একঝাঁক তারকা৷ পায়েল সরকার, মধুমিতা সরকার, অন্বেষা হাজরার মতো টলিপাড়ার সুন্দরীরার দাদার সঙ্গে খেলবেন ‘দাদাগিরি’৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের প্রোমো সম্প্রতি প্রকাশ পেয়েছে৷ আর তাতেই রয়েছে বড় চমক৷
advertisement
2/9
দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই জনপ্রিয় ক্যুইজ শোতে প্রায়শই তারকারা আসেন৷ দাদার সঙ্গে তাঁরাও জমিয়ে খেলেন দাদাগিরি৷ এবার এই শোতে এলেন টলিউডের একাধিক তারকা৷
দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই জনপ্রিয় ক্যুইজ শোতে প্রায়শই তারকারা আসেন৷ দাদার সঙ্গে তাঁরাও জমিয়ে খেলেন দাদাগিরি৷ এবার এই শোতে এলেন টলিউডের একাধিক তারকা৷
advertisement
3/9
পায়েল সরকার, মধুমিতা সরকারের-সহ টলিপাড়ার সুন্দরী নায়িকাদের নিয়ে দাদাগিরির এই পর্বটির শ্যুটিং গত মাসেই হয়ে গিয়েছে৷ এবার দেখা গেল প্রোমোর ঝলক৷
পায়েল সরকার, মধুমিতা সরকারের-সহ টলিপাড়ার সুন্দরী নায়িকাদের নিয়ে দাদাগিরির এই পর্বটির শ্যুটিং গত মাসেই হয়ে গিয়েছে৷ এবার দেখা গেল প্রোমোর ঝলক৷
advertisement
4/9
‘দাদাগিরি’তে এসে পায়েলের কথা শুনে রীতিমতো থ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ কারণ সৌরভের প্রিয় খাবার নাকি একেবারেই না পসন্দ পায়েলের৷
‘দাদাগিরি’তে এসে পায়েলের কথা শুনে রীতিমতো থ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ কারণ সৌরভের প্রিয় খাবার নাকি একেবারেই না পসন্দ পায়েলের৷
advertisement
5/9
সৌরভকে প্রোমোর শুরুতেই বলতে শোনা গেল, ‘পায়েল বলে দাদার যেটা সবচেয়ে পছন্দ, ওর সেটা একেবারে অপছন্দ’। মিষ্টি হেসে পায়েলের জবাব, ‘একটা হল বিরিয়ানি, আরেকটা হল ফুচকা’।
সৌরভকে প্রোমোর শুরুতেই বলতে শোনা গেল, ‘পায়েল বলে দাদার যেটা সবচেয়ে পছন্দ, ওর সেটা একেবারে অপছন্দ’। মিষ্টি হেসে পায়েলের জবাব, ‘একটা হল বিরিয়ানি, আরেকটা হল ফুচকা’।
advertisement
6/9
এই কথা শুনে খানিকটা ভ্যাবাচ্যাকা খেলেন অন্বেষা-মধুমিতারা। মধুমিতা স্পষ্ট জানালেন, আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি’।
এই কথা শুনে খানিকটা ভ্যাবাচ্যাকা খেলেন অন্বেষা-মধুমিতারা। মধুমিতা স্পষ্ট জানালেন, আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি’।
advertisement
7/9
পায়েলের বিরিয়ানি পছন্দ নয় শুনে সৌরভে আফসোসের সুরে বলেন, ‘জীবনের আনন্দ কী, জানলই না পায়েল।’ হেসে কুটোপাটি বাকি সকলে৷
পায়েলের বিরিয়ানি পছন্দ নয় শুনে সৌরভে আফসোসের সুরে বলেন, ‘জীবনের আনন্দ কী, জানলই না পায়েল।’ হেসে কুটোপাটি বাকি সকলে৷
advertisement
8/9
অনেকেই জানেন ক্রিকেটর সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্যতম পছন্দের খাবার বিরিয়ানি৷ একথা সৌরভ বহুবার বলেওছেন৷ অবশ্য বিরিয়ানি শুধু দাদার নয়, বেশিরভাগ বাঙালির অন্যতম পছন্দের খাবার৷
অনেকেই জানেন ক্রিকেটর সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্যতম পছন্দের খাবার বিরিয়ানি৷ একথা সৌরভ বহুবার বলেওছেন৷ অবশ্য বিরিয়ানি শুধু দাদার নয়, বেশিরভাগ বাঙালির অন্যতম পছন্দের খাবার৷
advertisement
9/9
advertisement
advertisement
advertisement