Sourav in Saurav-Darshana Wedding: ‘বিয়েটা সেরে নে, আমি আছি’, সৌরভ-দর্শনাকে ‘দাদা’র মতোই বললেন মহারাজ, দেখুন ছবি

Last Updated:
Sourav in Saurav-Darshana Wedding: বিয়ের ঠিক আগে উপস্থিত হয়েছিলেন সৌরভ। চারদিক আলো করে হেঁটে গিয়ে কনে দর্শনার সঙ্গে আলাপচারিতা সারলেন বাংলার দাদা। একের পর এক ছবি উঠল তাঁদের।
1/8
রূপকথার মতো বিয়ে হল দর্শনা বণিক এবং সৌরভ দাসের। চারহাত এক হল টলিপাড়ার যুগলের। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের আসর।
রূপকথার মতো বিয়ে হল দর্শনা বণিক এবং সৌরভ দাসের। চারহাত এক হল টলিপাড়ার যুগলের। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের আসর।
advertisement
2/8
ইন্ডাস্ট্রির একাধিক তারকা ছাড়াও দর্শনা-সৌরভের বিয়েতে জোরকদমে ‘দাদাগিরি’ চলেছে। খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পা পড়েছে সেই বিয়ের আসরে।
ইন্ডাস্ট্রির একাধিক তারকা ছাড়াও দর্শনা-সৌরভের বিয়েতে জোরকদমে ‘দাদাগিরি’ চলেছে। খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পা পড়েছে সেই বিয়ের আসরে।
advertisement
3/8
বিয়ের ঠিক আগে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ। চারদিক আলো করে হেঁটে গিয়ে কনে দর্শনার সঙ্গে আলাপচারিতা সারলেন বাংলার দাদা। একের পর এক ছবি উঠল তাঁদের।
বিয়ের ঠিক আগে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ। চারদিক আলো করে হেঁটে গিয়ে কনে দর্শনার সঙ্গে আলাপচারিতা সারলেন বাংলার দাদা। একের পর এক ছবি উঠল তাঁদের।
advertisement
4/8
দর্শনা এবং অতিথি সৌরভের সঙ্গে ছবি তুলতে এলেন নায়িকার দাদা এবং বৌদিও। চলল সেলফি তোলার হিড়িক। মহারাজকে দেখে একাধিকবার ধন্যবাদ জানালেন দর্শনা।
দর্শনা এবং অতিথি সৌরভের সঙ্গে ছবি তুলতে এলেন নায়িকার দাদা এবং বৌদিও। চলল সেলফি তোলার হিড়িক। মহারাজকে দেখে একাধিকবার ধন্যবাদ জানালেন দর্শনা।
advertisement
5/8
তবে দেখা দিয়েই চলে যাননি, বিয়ে শুরু হওয়ার পরেও ছিলেন মহারাজ। মণ্ডপের পাশে গিয়ে দাঁড়াতে দেখা যায় মহারাজ সৌরভকে। তাঁকে দেখেই বিয়ে পিঁড়ি থেকে উঠে দাঁড়ান সৌরভ দাস।
তবে দেখা দিয়েই চলে যাননি, বিয়ে শুরু হওয়ার পরেও ছিলেন মহারাজ। মণ্ডপের পাশে গিয়ে দাঁড়াতে দেখা যায় মহারাজ সৌরভকে। তাঁকে দেখেই বিয়ে পিঁড়ি থেকে উঠে দাঁড়ান সৌরভ দাস।
advertisement
6/8
সঙ্গে সঙ্গে হাত দেখিয়ে সৌরভকে বসতে বলেন আরেক সৌরভ। ‘‘আরে বিয়ের পিঁড়ি থেকে উঠতে নেই, বস বস, আমি আছি।’’ পাশ থেকে মজা করে দর্শনার দাদা বলেন, ‘‘ঠাকুরমশাই অনুমতি দিয়েছেন।’’
সঙ্গে সঙ্গে হাত দেখিয়ে সৌরভকে বসতে বলেন আরেক সৌরভ। ‘‘আরে বিয়ের পিঁড়ি থেকে উঠতে নেই, বস বস, আমি আছি।’’ পাশ থেকে মজা করে দর্শনার দাদা বলেন, ‘‘ঠাকুরমশাই অনুমতি দিয়েছেন।’’
advertisement
7/8
মহারাজ বলেন, ‘‘আরে না না, আমি আছি, তুই বিয়েটা সেরে নে। পরে কথা হবে। আর শুভেচ্ছা।’’ সেখান থেকে অন্যত্র চলে যান গঙ্গোপাধ্যায়। দর্শনার দাদা এবং বৌদি আতিথেয়তায় ত্রুটি রাখেননি।
মহারাজ বলেন, ‘‘আরে না না, আমি আছি, তুই বিয়েটা সেরে নে। পরে কথা হবে। আর শুভেচ্ছা।’’ সেখান থেকে অন্যত্র চলে যান গঙ্গোপাধ্যায়। দর্শনার দাদা এবং বৌদি আতিথেয়তায় ত্রুটি রাখেননি।
advertisement
8/8
রুপোর কাজ করা লাল শাড়ি সঙ্গে গা ভর্তি সোনার গয়না পরেছিলেন দর্শনা। সৌরভ পরেছিলেন সাদা লাল শেরওয়ানি। নিয়ম মেনে হল শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুর দান। নতুন সংসার শুরুর অপেক্ষায় সৌরভ-দর্শনা।
রুপোর কাজ করা লাল শাড়ি সঙ্গে গা ভর্তি সোনার গয়না পরেছিলেন দর্শনা। সৌরভ পরেছিলেন সাদা লাল শেরওয়ানি। নিয়ম মেনে হল শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুর দান। নতুন সংসার শুরুর অপেক্ষায় সৌরভ-দর্শনা।
advertisement
advertisement
advertisement