

বিগ বস এর বাড়ির তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। ক্যাপ্টেনসি টাস্ক-এর পর, প্রতিযোগীদের মধ্যে অসন্তোষ আরো বাড়ছে। একে অপরকে দোষারোপ করছেন প্রতিযোগীরা।অ্যাজাজের সঙ্গে বন্ধুত্বের জেরে মন্নু বাড়ির টাস্ক ঠিক মতো করছেন না। এই কথা মন্নুকে বলেন রাহুল। রাহুলের মন্তব্য শুনে বেজায় চোটে যায় অ্যাজাজ। এই নিয়ে রাহুল ও অ্যাজাজের মধ্যে বিরাট ঝগড়া হয়। মন্নু এসে তাঁদের ঝগড়া থামানোর চেষ্টা করেন। তবে কেউই হার মানতে চান না।


রাখি ও নিক্কির সম্পর্ক দিন-দিন আরও খারাপ হচ্ছে। এর সুযোগ নিতে চান আরশি। মন্নুকেও নিজের দলে টানতে চান আরশি। নিক্কির ব্যাপারে কু মন্তব্য করেছেন রাখি। মন্নুকে গিয়ে সে কথা বলেন আরশি। মন্নুকে এই ঘটনার প্রতিবাদ করতে বলেন তিনি।


এই গোটা ঘটনায় চটে যান রাখি। মন্নুর সঙ্গে প্রেমের নাটক করছেন নিক্কি, এই কথা বলেন রাখি। রাখির মন্তব্য শুনে নিক্কি বলেন, রাখি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই সমস্ত কিছুর জেরে রাখি ও মন্নুর মধ্যে, কথা কাটাকাটি হয়।


রাখি এখানেই থামেন না। নিক্কির মিমিক্ৰি করেন তিনি। আরশি তা দেখে হাসিতে ফেটে পড়েন। মন্নু তখন রাখির সঙ্গে কথা বলতে আসেন। নিক্কি আর তাঁর মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই, রাখিকে এই কথা বোঝাতে চান মন্নু।