CID ACP Pradyuman: এসিপি প্রদ্যুম্নের মৃত্যু, খবর সামনে আসতেই দুঃখ ভেঙে পড়লেন ভক্তরা, শেষ হচ্ছে এক বিরাট অধ্যায়?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
খবর অনুযায়ী, ACP প্রদ্যুম্নের মৃত্যুর এপিসোড ইতিমধ্যেই শুট করা হয়েছে। তবে, শো-এর মেকাররা এখনও এই খবরের সত্যতা নিশ্চিত করেনি।
ACP Pradyuman in CID: অতি জনপ্রিয় টিভি শো CID-তে ACP প্রদ্যুম্নের চরিত্রে অভিনয় করা সিনিয়র অভিনেতা শিবাজি সাটম (Shivaji Satam) এর ফ্যানদের জন্য চূড়ান্ত হতাশাজনক খবর সামনে আসছে। এমন খবরে তাঁরা অত্যন্ত দুঃখিত এবং ক্ষোভে ফুঁশছেন৷
advertisement
শোনা গিয়েছে যে এসিপি প্রদ্যুম্ন চরিত্রে দীর্ঘদিন ধরে অভিনয় করা শিবাজি সতমকে এই শো থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া এখন নেটফ্লিক্সে-ও CID-এর রিবুট ভার্সনও আসতে চলেছে।
advertisement
CID-এর আগামী এপিসোডে একটি বোমা ব্লাস্টের দৃশ্য দেখানো হবে যেখানে ACP প্রদ্যুম্নের চরিত্র কথিতভাবে মারা যাবে। এখন এই খবরের উপর শিবাজি সাটম প্রতিক্রিয়া জানিয়েছেন।
advertisement
ACP প্রদ্যুমনের চরিত্রে অভিনয় করা অভিনেতা শিবাজি সাটম সম্প্রতি মিড-ডে-তে সাক্ষাৎকারে তাঁর শো থেকে বেরিয়ে যাওয়ার খবরের উপর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তাঁর কাছে এমন কোনও তথ্য ছিল না।
advertisement
দীর্ঘদিন ধরে চলে আসা এই সিরিয়াল কালজয়ী তকমা পেয়েছে৷ ফলে শুধু সিরিয়ালটি নয় এসিপি প্রদম্নের চরিত্রে শিবাজী সাটমও যেন এই চরিত্রে সঙ্গে একাত্মা হয়ে গিয়েছিলেন৷
advertisement
তার মতে, “আমার সত্যিই জানা নেই যে ACP প্রদ্যুম্নের চরিত্র শো থেকে শেষ হতে চলেছে কিনা। বর্তমানে আমি দীর্ঘ ছুটি উপভোগ করছি এবং CID-এর শুটিং নিয়ে কিছুই জানি না”।
advertisement
খবর অনুযায়ী, ACP প্রদ্যুম্নের মৃত্যুর এপিসোড ইতিমধ্যেই শুট করা হয়েছে। তবে, শো-এর মেকাররা এখনও এই খবরের সত্যতা নিশ্চিত করেনি।
advertisement
CID-এর নির্মাতারা ২০২৪ সালে শো-এর রিবুট ভার্সনের ঘোষণা করেছিলেন। এর নতুন ভার্সনে পুরনো কাস্টই ফিরে আসতে দেখা যাবে যেখানে ACP প্রদ্যুম্না, দয়া এবং সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ অন্তর্ভুক্ত। যদিও এই টিভি শো অক্টোবর ২০১৮-তে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এখন এটি নতুন আঙ্গিকে ফিরে এসেছে।
advertisement