টলিপাড়ার পোষ্য প্রেম, দেখুন আপনার প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের 'সন্তানদের' ছবি
- Reported by:Manash Basak
- Published by:Sanchari Kar
Last Updated:
বর্তমানে মোবাইলে একটি ক্লিকেই দিনক্ষণ দেখে নেওয়া যায় খুব সহজে। কিন্তু বাঙালির ক্যালেন্ডার প্রীতিতে ভাটা পড়েনি একটুও। আর সে কথা মাথায় রেখেই নতুন বছরে অভিনব এক উপহার আনছেন পরিচালক ও চিত্রনাট্যকার পারমিতা মুন্সি। পেট ক্যালেন্ডার শ্যুট করলেন তিনি।
নতুন বছর মানেই বাহারি সব ক্যালেন্ডারের সম্ভার। বর্তমানে মোবাইলে একটি ক্লিকেই দিনক্ষণ দেখে নেওয়া যায় খুব সহজে। কিন্তু বাঙালির ক্যালেন্ডার প্রীতিতে ভাটা পড়েনি একটুও। আর সে কথা মাথায় রেখেই নতুন বছরে অভিনব এক উপহার আনছেন পরিচালক ও চিত্রনাট্যকার পারমিতা মুন্সি। পেট ক্যালেন্ডার শ্যুট করলেন তিনি। আদরের পোষ্যের সঙ্গে লেন্সবন্দি হলেন টলিউডের তারকারা। গত বছর পারমিতা তাঁর প্রিয় পোষ্য নিউটনকে হারান। এই ক্যালেন্ডারটি পারমিতা নিউটনকে উৎসর্গ করছেন। সাবেকি ধুতি-পাঞ্জাবিতে চিরঞ্জিৎ। অভিনেতার সঙ্গেই রয়েছেন তাঁর আদুরে চারপেয়ে সন্তানটি। দু'জনে লেন্সবন্দি হলেন একসঙ্গে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









