Bollywood: শাহরুখের প্রাণ! 'কাল হো না হো'র ছোট্ট মেয়েটার এ কী অবস্থা? অভিনয় ছেড়ে কোথায় হারিয়ে গেলেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Bollywood: 'তারে জামিন পর'-এ ছোট্ট ঈশান অর্থাৎ দর্শিল সাফারির অভিনয় আট থেকে আশির মন কেড়ে নিয়েছিল। 'কাল হো না হো'-এ গিয়া চরিত্রে অভিনয় করেছিলেন ঝনক শুক্লা। তাঁর মিষ্টি অভিনয় মানুষের মন জয় করেছিল।
*'তারে জামিন পর'-এ ছোট্ট ঈশান অর্থাৎ দর্শিল সাফারির অভিনয় আট থেকে আশির মন কেড়ে নিয়েছিল। 'কাল হো না হো'-এ গিয়া চরিত্রে অভিনয় করেছিলেন ঝনক শুক্লা। তাঁর মিষ্টি অভিনয় মানুষের মন জয় করেছিল। সেই শিশু অভিনেতা-অভিনেত্রীরা অনেকেই আজও অভিনয়ের সঙ্গেই যুক্ত, আবার অনেকেই পেশা বদল করেছেন। দেখে নেওয়া যাক কিছু শিশু অভিনেতার বর্তমান অবস্থা, কেমন দেখতে হয়েছেন তাঁরা, কোন কোন সিনেমায় অভিনয় করেছেন বা আগামীতে কাদের কাদের সিনেমা বা সিরিয়াল মুক্তির অপেক্ষায়...
advertisement
*দর্শিল সাফারি: 'তারে জমিন পর'-র ঈশান অবস্থি চিরকাল দর্শকদের হৃদয়ে খোদাই করা একটি চরিত্র। এরপর তিনি 'বুম বাম বোলে' এবং 'জোক্কমন'-এর মতো কয়েকটি বলিউড সিনেমা করেছেন। এরপর তাঁকে 'তিব্বা'-তে দেখা যাবে, অভিনেতা আদাহ শর্মা এবং সোনালি কুলকার্নির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই সিনেমায়। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
*দর্শিল সাফারি: 'তারে জমিন পর'-র ঈশান অবস্থি চিরকাল দর্শকদের হৃদয়ে খোদাই করা একটি চরিত্র। এরপর তিনি 'বুম বাম বোলে' এবং 'জোক্কমন'-এর মতো কয়েকটি বলিউড সিনেমা করেছেন। এরপর তাঁকে 'তিব্বা'-তে দেখা যাবে, অভিনেতা আদাহ শর্মা এবং সোনালি কুলকার্নির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই সিনেমায়। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
*হনসিকা মোতওয়ানি: হানসিকা 'কোই...মিল গায়া' ছবিতে হৃতিক রোশনের বন্ধু টিনার চরিত্রে অভিনয় করেছিলেন। বড় হওয়ার সময়ও তিনি লাইমলাইটেই ছিলেন। তাঁর টিভি সিরিজ- 'শাকালাকা বুম বুম; শিশুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল। হনসিকা 'ভেলায়ুধাম' এবং 'দেসামুদুরু'-এর মতো প্রচুর তামিল এবং তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
advertisement