সানি থেকে শাকিরা, গরমে ইনস্টাগ্রামে বিকিনি-উত্তাপ ছড়াচ্ছেন সব সেলেবরাই, দেখুন গ্যালারি
তাপমাত্রা যতই বাড়ছে ইনস্টাগ্রামে সেলেব্রিটিরা ততই বিকিনিতে ছড়াচ্ছেন উত্তাপ৷ করোনা অতিমারির জেরে অনেকেই গৃহবন্দি৷ কিন্তু তাতে কী! সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিকিনি ছবিতে তাপমাত্রার পারদ চড়ছে৷


বলিউড অভিনেত্রী সানি লিওন সম্প্রতি ইনস্টাগ্রামে বিকিনি ছবি পোস্ট করেছেন৷ সেই ছবি প্রচুর লাইক ও কমেন্ট পেয়েছে৷ (Image: Instagram)


তাপমাত্রা যতই বাড়ছে ইনস্টাগ্রামে সেলেব্রিটিরা ততই বিকিনিতে ছড়াচ্ছেন উত্তাপ৷ করোনা অতিমারির জেরে অনেকেই গৃহবন্দি৷ কিন্তু তাতে কী! সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিকিনি ছবিতে তাপমাত্রার পারদ চড়ছে৷ সম্প্রতি পপ গায়িকা শাকিরা বিকিনিতে ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে৷ ক্যাপশনে লিখেছেন, 'এটা আমার নতুন স্নানের পোশাক৷ আমি ডিজাইন করেছি, আমার বন্ধু বেগো আমাকে বানিয়ে দিয়েছে৷ আমি গ্রীষ্মে সর্বদা নিজেই কিছু একটা তৈরি করি৷' (Image: Instagram)


বেল্লা হ্যাডিডও পিছিয়ে নেই৷ সবুজ রঙের বিকিনিতে সূর্যস্নানের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে৷ (Image: Instagram)


সেলেব্রিটি ট্যামি হেমব্রো অবশ্য সূর্যের আলো থেকে দূরেই৷ বাড়িতেই গোলাপি লঁজারিতে সামার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি৷ (Image: Instagram)


আরও একটি পোজে অবশ্য মডেল টমি হেমব্রো সূর্যের আলোতেই উত্তাপ ছড়িয়েছেন বিকিনিতে৷ (Image: Instagram)


আমেরিকান র্যাপার কার্ডি বি সকলের নজর কেড়েছেন তাঁর হাই হিল জুতো, বিকিনি ও সঙ্গে এক্সক্লুসিভ ডিজাইনের গয়নায়৷ (Image: Instagram)


পিছিয়ে নেই ব্রিটেনের অভিনেত্রী ও ব্যবসায়ী এলিজাবেথ হার্লিও৷ বয়সকে স্রেফ তুড়ি মেরে চল্লিশোর্ধ্ব এলিজাবেথ বিকিনিতে উত্তাপ ছড়ালেন ইনস্টাগ্রামে৷ (Image: Instagram)


জ্যাকি শ্রফের মেয়ে, অর্থাত্ টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফের বিকিনি পোজে নেটিজেনরা অবাক৷ শরীরী খাঁজে তোলপাড় করলেন ইনস্টাগ্রাম৷ (Image: Instagram)