India in Cannes Film Festival 2022: মোদির বার্তা দিয়ে কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্যাভিলিয়নের উদ্বোধন, নজর কাড়লেন দীপিকা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Cannes 2022: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের (IFFI) বিধি এবং পোস্টারও প্রকাশ করেন। এবারের প্যাভিলিয়নের থিম ‘ইন্ডিয়া দ্য কনটেন্ট হাব অফ দ্য ওয়ার্ল্ড’।
advertisement
কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধনে দীপিকা পাডুকোন ভারতীয় সিনেমা সম্পর্কে নিজের বক্তব্য পেশ করেন। কান চলচ্চিত্র উৎসবে ভারতের বিশেষ প্যাভিলিয়ন বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সহ বহু বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
advertisement
মঙ্গলবার অনুরাগ ঠাকুরের সঙ্গে রেড কার্পেট মাতানো ভারতীয় প্রতিনিধি দলও ভারতের এই প্যাভিলিয়ন উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেখর কাপুর, প্রসূন জোশি, রিকি কেজ, তামান্না ভাটিয়া, এ আর রহমান এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী ছিলেন এই প্রতিনিধিদের অন্যতম। কান চলচ্চিত্র উৎসবের জুরি মেম্বার দীপিকা পাড়ুকোন ভারতীয় প্যাভিলিয়ন উদ্বোধনের বড় আকর্ষণ ছিলেন৷
advertisement
advertisement
এই বছরটি ভারতীয় সিনেপ্রেমীদের জন্য বিশেষ কারণ কান চলচ্চিত্র উৎসব ২০২২-এ ছয়টি ভারতীয় চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্রগুলি হল ‘রকেট্রি - দ্য নাম্বি এফেক্ট’ (হিন্দি, ইংরেজি, তামিল), ‘গোদাবরী’ (মারাঠি), ‘আলফা বিটা গামা’ (হিন্দি), ‘বুম্বা রাইড’ (মিশিং), ‘ধুইন’ (মৈথিলি) এবং ‘নিরায়ে থাথাকালুল্লা মারাম’ (মালয়ালম)।