'সাদা-কালা' ছবি। আর তাতে একরাশ নস্টালজিয়া। হঠাৎই অতীত ছুঁয়ে দেখলেন অভিনেতা। চিনতে পারছেন ইনি কে? যদি না পারেন, কয়েকটি সূত্র দেওয়া থাকল আপনার জন্য।
দুই বাংলারই জনপ্রিয়তা অভিনেতা ইনি। অভিনয়ের মাধ্যমে দর্শকদের 'মনের মানুষ' হয়ে ওঠেন। বড় পর্দা থেকে ওটিটি সর্বত্রই তাঁর অবাধ বিচরণ।
মুগ্ধতার 'কারাগার'-এ অনুরাগীদের বন্দি করে রেখেছেন এই অভিনেতা। যে কোনও অচিরেই বিশ্বাসযোগ্য করে তোলেন তিনি।
মাস কয়েক আগেই সিনে-দুনিয়ায় ঝোড়ো 'হাওয়া' তুলেছিলেন তিনি। তাঁর ছবি দেখতে দেখার মতো লাইন পড়েছিল নন্দনে। এ বার নিশ্চয়ই বুঝতে বাকি থাকে না কার কথা হচ্ছে।
বৃহস্পতিবার অভিনেতা চঞ্চল চৌধুরী ইনস্টাগ্রামে তাঁর ফেলে আসা দিনের ছবিগুলি দিয়েছেন। ছুঁয়ে দেখেছেন নস্টালজিয়া।
সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক'-এ কাজ করছেন চঞ্চল। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবনকে পর্দায় ফুটিয়ে তোলার গুরুদায়িত্ব অভিনেতার কাঁধে।
...