Suhana Khan, Khushi Kapoor And Agastya Nanda: অমিতাভের নাতি অগস্ত্য’র সাথে একই সঙ্গে সম্পর্কে রয়েছেন সুহানা খান ও খুশি কাপুর!

Last Updated:
কিং খানের (Shah Rukh Khan) কন্যা সুহানা (Suhana Khan) আর শ্রীদেবী (SriDevi) কন্যা খুশি (Khushi Kapoor)-র মধ্যে এখন চাপা লড়াই । দু’জনেই পছন্দ করেন অমিতাভের নাতি অগস্ত্য (Agastya Nanda)-কে ।
1/8
• বি-টাউন এন্ট্রি নেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা । বলিউডের নেক্সট জেনারেশনের এক ঝাঁক তারকা সন্তান এখন অপেক্ষায় বিগ বলি ডেবিউটের জন্য । জাহ্নবী কাপুর (Jahnvi Kapoor), সারা আলি খান (Sara Ali Khan), অনন্যা পান্ডে (Ananya Pandey)-রা আগেই পা রেখেছেন বিনোদন দুনিয়ায় । এ বার পর্দায় আরও এক ঝাঁক নতুন মুখের দর্শন পাবেন দর্শকরা ।
• বি-টাউন এন্ট্রি নেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা । বলিউডের নেক্সট জেনারেশনের এক ঝাঁক তারকা সন্তান এখন অপেক্ষায় বিগ বলি ডেবিউটের জন্য । জাহ্নবী কাপুর (Jahnvi Kapoor), সারা আলি খান (Sara Ali Khan), অনন্যা পান্ডে (Ananya Pandey)-রা আগেই পা রেখেছেন বিনোদন দুনিয়ায় । এ বার পর্দায় আরও এক ঝাঁক নতুন মুখের দর্শন পাবেন দর্শকরা ।
advertisement
2/8
• সঞ্জয় কাপুর-মাহিপ কাপুরের মেয়ে সানায়া কাপুরের (Sanaya Kapoor) ডেবিউ হচ্ছে করণ জোহরের (karan Johar) হাত ধরে, এ খবর এখন সকলেই জানেন । কিন্তু বলিউড যাঁর দিকে তাকিয়ে বহু বছর ধরে অপেক্ষা করছে, তিনি আর কেউ নন, কিং খান-কন্যা সুহানা খান (Suhana Khan) । বলিউডে প্রবেশের আগে থেকেই যিনি গ্ল্যামারাস, স্ব-প্রতিভ, সাহসী, বিতর্কিত, প্রতিভাময়ীও বটে । সেই সুহানা পর্দায় যে আগুন ধরাবেন তা তো জানাই কথা ।
• সঞ্জয় কাপুর-মাহিপ কাপুরের মেয়ে সানায়া কাপুরের (Sanaya Kapoor) ডেবিউ হচ্ছে করণ জোহরের (karan Johar) হাত ধরে, এ খবর এখন সকলেই জানেন । কিন্তু বলিউড যাঁর দিকে তাকিয়ে বহু বছর ধরে অপেক্ষা করছে, তিনি আর কেউ নন, কিং খান-কন্যা সুহানা খান (Suhana Khan) । বলিউডে প্রবেশের আগে থেকেই যিনি গ্ল্যামারাস, স্ব-প্রতিভ, সাহসী, বিতর্কিত, প্রতিভাময়ীও বটে । সেই সুহানা পর্দায় যে আগুন ধরাবেন তা তো জানাই কথা ।
advertisement
3/8
• জোয়া আখতারের (Zoya Akhtar) হাত ধরে এন্ট্রি নিচ্ছেন লাস্যময়ী সুহানা । এখানেই চমকের শেষ নয় । একই সঙ্গে বলিউডে পা রাখতে চলেছেন অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতি, অর্থাৎ মেয়ে শ্বেতা বচ্চন নন্দার ছেলে অগস্ত্য নন্দা (Agastya Nanda) ও শ্রীদেবী (SriDevi) ও বনি কাপুরের ছোট মেয়ে, জাহ্নবী কাপুরের বোন, খুশি কাপুর (Khushi Kapoor)।
• জোয়া আখতারের (Zoya Akhtar) হাত ধরে এন্ট্রি নিচ্ছেন লাস্যময়ী সুহানা । এখানেই চমকের শেষ নয় । একই সঙ্গে বলিউডে পা রাখতে চলেছেন অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতি, অর্থাৎ মেয়ে শ্বেতা বচ্চন নন্দার ছেলে অগস্ত্য নন্দা (Agastya Nanda) ও শ্রীদেবী (SriDevi) ও বনি কাপুরের ছোট মেয়ে, জাহ্নবী কাপুরের বোন, খুশি কাপুর (Khushi Kapoor)।
advertisement
4/8
• প্রথম থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী সুহানা । তবে শাহরুখের ছেলে আরিয়ান খান (Aryan Khan) অবশ্য ক্যামেরার পিছনে কাজ করতেই আগ্রহী বলে জানা গিয়েছে। এর আগে লন্ডনে রোমিও অ্যান্ড জুলিয়েট (Romeo and Juliet) নাটকে তিনি অভিনয় করেছেন। এছাড়াও ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’ (The Grey Part of Blue) নামে একটি শর্টফিল্মে অভিনয় করেছেন শাহরুখ-কন্যা। যার নানা ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসাও কুড়িয়েছিল ।
• প্রথম থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী সুহানা । তবে শাহরুখের ছেলে আরিয়ান খান (Aryan Khan) অবশ্য ক্যামেরার পিছনে কাজ করতেই আগ্রহী বলে জানা গিয়েছে। এর আগে লন্ডনে রোমিও অ্যান্ড জুলিয়েট (Romeo and Juliet) নাটকে তিনি অভিনয় করেছেন। এছাড়াও ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’ (The Grey Part of Blue) নামে একটি শর্টফিল্মে অভিনয় করেছেন শাহরুখ-কন্যা। যার নানা ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসাও কুড়িয়েছিল ।
advertisement
5/8
• জিন্দগি না মিলেগি দোবারার (Zindagi Na Milegi Dobara) পরিচালক জোয়া আখতার ইন্টারন্যাশনাল কমিক বুক আর্চির (Archie) একটি ভারতীয় ভার্সন বানাতে চলেছেন, যা OTT প্ল্যাটফর্ম Netflix-এ মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে। এটি একটি টিনএজ রম-কম সিরিজ।
• জিন্দগি না মিলেগি দোবারার (Zindagi Na Milegi Dobara) পরিচালক জোয়া আখতার ইন্টারন্যাশনাল কমিক বুক আর্চির (Archie) একটি ভারতীয় ভার্সন বানাতে চলেছেন, যা OTT প্ল্যাটফর্ম Netflix-এ মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে। এটি একটি টিনএজ রম-কম সিরিজ।
advertisement
6/8
• আর্চির গল্পে একদল টিনএজ ছেলে-মেয়ের কথা বলা হবে। চরিত্রগুলির নাম বইতে ছিল রেজি (Reggie), জাগহেড (Jughead), বেটি (Betty), ভেরোনিকা (Veronica), মুজ (Moose), মিজ (Midge), ডিলটন (Dilton), বিগ এথেল (Big Ethel), মিস্টার লজ (Mr. Lodge), মিস গ্রান্ডি (Miss Grundy),পপ টেট (Pop Tate), মিস্টার ওয়েদারবি (Mr. Weatherbee), স্মিথার্জ (Smithers), স্টিভেনস (Stevens) প্রমুখ।
• আর্চির গল্পে একদল টিনএজ ছেলে-মেয়ের কথা বলা হবে। চরিত্রগুলির নাম বইতে ছিল রেজি (Reggie), জাগহেড (Jughead), বেটি (Betty), ভেরোনিকা (Veronica), মুজ (Moose), মিজ (Midge), ডিলটন (Dilton), বিগ এথেল (Big Ethel), মিস্টার লজ (Mr. Lodge), মিস গ্রান্ডি (Miss Grundy),পপ টেট (Pop Tate), মিস্টার ওয়েদারবি (Mr. Weatherbee), স্মিথার্জ (Smithers), স্টিভেনস (Stevens) প্রমুখ।
advertisement
7/8
• তবে সুহানা, খুশি বা অগস্ত্য, কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি । বনি-শ্রীদেবীর কন্যা খুশি কাপুর প্রথমে মডেলিং দুনিয়ায় কেরিয়ার শুরুর কথা ভেবেছিলেন ঠিকই, কিন্তু সেই লক্ষ্য এখন অতীত । দিদি আর মায়ের রাস্তাতেই এখন হাঁটতে চান খুশিও । অন্যদিকে, বিগ বি’র নাতি অগস্ত্য, প্রথম থেকেই বি-টাউনে পা রাখতে চান । তবে শ্বেতার মেয়ে নভ্যা নভেলি নন্দা অবশ্য পারিবারিক ব্যবসাতেই মনোনিবেশ করতে চান বলে জানা গিয়েছে ।
• তবে সুহানা, খুশি বা অগস্ত্য, কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি । বনি-শ্রীদেবীর কন্যা খুশি কাপুর প্রথমে মডেলিং দুনিয়ায় কেরিয়ার শুরুর কথা ভেবেছিলেন ঠিকই, কিন্তু সেই লক্ষ্য এখন অতীত । দিদি আর মায়ের রাস্তাতেই এখন হাঁটতে চান খুশিও । অন্যদিকে, বিগ বি’র নাতি অগস্ত্য, প্রথম থেকেই বি-টাউনে পা রাখতে চান । তবে শ্বেতার মেয়ে নভ্যা নভেলি নন্দা অবশ্য পারিবারিক ব্যবসাতেই মনোনিবেশ করতে চান বলে জানা গিয়েছে ।
advertisement
8/8
• জানা যাচ্ছে, সুহানা’কে এই ছবিতে দেখা যাবে বেটি আর খুশি’কে দেখা যাবে ভেরোনিকা’র চরিত্রে । এই ছবির মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে প্রথম আত্মপ্রকাশ করতে চলেছেন জোয়াও ।
• জানা যাচ্ছে, সুহানা’কে এই ছবিতে দেখা যাবে বেটি আর খুশি’কে দেখা যাবে ভেরোনিকা’র চরিত্রে । এই ছবির মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে প্রথম আত্মপ্রকাশ করতে চলেছেন জোয়াও ।
advertisement
advertisement
advertisement